AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মধ্যবিত্তের মনপসন্দ Honda Activa এবার নয়া অবতারে, দাম 80,734 টাকা

Honda মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া Activa-র একটি লিমিটেড এডিশন লঞ্চ করে দিল। মোট দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে সেই স্কুটারটি। তার একটি হল Activa DLX, দাম 80,734 টাকা এবং অপরটি Activa Smart, যার দাম 82,734 টাকা। দুটি মডেলের দামই এক্স-শোরুমের।

মধ্যবিত্তের মনপসন্দ Honda Activa এবার নয়া অবতারে, দাম 80,734 টাকা
হন্ডা অ্যাক্টিভার নতুন মডেল হাজির।
| Edited By: | Updated on: Sep 28, 2023 | 12:44 PM
Share

এই মুহূর্তে দেশে যে কয়েকটি স্কুটার রয়েছে, তাদের মধ্যে সবথেকে জনপ্রিয় হল Honda Activa। একাধিক বার জনপ্রিয় এই স্কুটারের একাধিক সংস্করণ এসেছে দেশে। মধ্যবিত্তের মনপসন্দ Activa এবার আর একটি অবতার পেল। Honda মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া Activa-র একটি লিমিটেড এডিশন লঞ্চ করে দিল। মোট দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে সেই স্কুটারটি। তার একটি হল Activa DLX, দাম 80,734 টাকা এবং অপরটি Activa Smart, যার দাম 82,734 টাকা। দুটি মডেলের দামই এক্স-শোরুমের। ইতিমধ্যেই এই লিমিটেড এডিশনের Honda Activa-র বুকিং শুরু হয়ে গিয়েছে। দেশের সমস্ত হন্ডা রেড উইং ডিলারশিপ থেকে স্কুটারটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

এই লিমিটেড এডিশনের Honda Activa-র গুরুত্বপূর্ণ ফিচার হল তার ডার্ক কালার থিম এবং বডি প্যানেলের স্ট্রাইকিং স্ট্রাইপ গ্রাফিক্স সহযোগে ব্ল্যাক ক্রোম এলিমেন্ট। স্কুটারটিতে ব্ল্যাক ক্রোম গার্নিশে Activa 3D এমব্লেম ফিনিশিং দেওয়া হয়েছে এবং রিয়ার গ্র্যাব রেলে রয়েছে বডি কালার ডার্ক ফিনিশ।

Honda-র তরফ থেকে বলা হয়েছে, তরুণ প্রজন্মের ক্রেতাদের টার্গেট করেই লিমিটেড এডিশনের এই অ্যাক্টিভা নিয়ে আসা হয়েছে। ম্যাট স্টিল ব্ল্যাক মেটালিক এবং পার্ল সাইরেন ব্লু এই দুটি রঙে স্কুটারটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। রয়েছে ফাইভ-স্পোক অ্যালয় হুইলস। স্কুটারের টপ-স্পেক ভ্যারিয়েন্টে রয়েছে Honda-র স্মার্ট কী প্রযুক্তি।

Activa Limited Edition-এ পাওয়ারের জন্য OBD2-কমপ্লায়েন্ট 109.51cc সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুলড, ফুয়েল-ইঞ্জেক্টেড ইঞ্জিন দেওয়া হয়েছে, যা 7.73 bhp পাওয়ার এবং 8.9 Nm টর্ক দিতে পারে। স্কুটারের ইঞ্জিনটিতে পেয়ার করা হয়েছে একটি CVT গিয়ারবক্স। Honda এই মুহূর্তে তার ব্যবহারকারীদের 10 বছরের ওয়ারান্টি প্যাকেজ দিচ্ছে, যার মধ্যে রয়েছে 3 বছরের স্ট্যান্ডার্ড এবং 7 বছরের অপশনাল ওয়ারান্টি।