Hyundai Car Offers: উৎসবের মরসুমে হুন্ডাইয়ের এই 4 গাড়িতে 1,00,000 টাকা পর্যন্ত ছাড়, হাতে শুধু এই অক্টোবর মাসটা

Car Offers October 2022: হুন্ডাই মোটর তার একাধিক গাড়িতে 1,00,000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। মূলত যে মডেলগুলিতে ছাড় দেওয়া হচ্ছে, সেই তালিকায় রয়েছে Grand i10 Nios, i20, Aura এবং Kona Electric।

Hyundai Car Offers: উৎসবের মরসুমে হুন্ডাইয়ের এই 4 গাড়িতে 1,00,000 টাকা পর্যন্ত ছাড়, হাতে শুধু এই অক্টোবর মাসটা
হুন্ডাইয়ের একাধিক গাড়িতে ব্যাপক ছাড়।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 10, 2022 | 6:34 PM

Hyundai Cars Festive Offer: এই উৎসবের মরসুমে হুন্ডাই গাড়ির কেনার চিন্তাভাবনা করছেন? তাহলে আপনার জন্য সুখবর আছে। হুন্ডাই মোটর তার একাধিক গাড়িতে 1,00,000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। মূলত যে মডেলগুলিতে ছাড় দেওয়া হচ্ছে, সেই তালিকায় রয়েছে Grand i10 Nios, i20, Aura এবং Kona Electric। তবে i20 N Line এবং Verna- এই দুই হুন্ডাই গাড়িতে কোনও ছাড় থাকছে না। এছাড়াও সংস্থার কোনও SUV, যেমন Venue, Venue N Line, Creta, Alcazar এবং Tucson- এই গাড়িগুলিতে কোনও ছাড় মিলবে না।

Hyundai Grand i10 Nios

Grand i10 Nios গাড়িটি পেট্রোল, টার্বো-পেট্রোল, ডিজ়েল এবং CNG এই কয়েকটি অপশনে উপলব্ধ। এদের মধ্যে টার্বো-পেট্রোল অপশনে মোট 48,000 টাকার বেনিফিটস দেওয়া হচ্ছে। সেই তালিকায় 35,000 টাকার ক্যাশ ডিসকাউন্ট রয়েছে, 10,000 টাকার এক্সচেঞ্জ বেনিফিটস রয়েছে এবং 3,000 টাকার কর্পোরেট অফার। হ্যাচব্যাকটির CNG অপশনে থাকছে 20,000 টাকার ক্যাশ ডিসকাউন্ট, 10,000 টাকার এক্সচেঞ্জ বেনিফিট এবং 3,000 টাকার কর্পোরেট অফার। অর্থাৎ সব মিলিয়ে এই মডেলে 33,000 টাকা ছাড় পেয়ে যাবেন কাস্টমাররা। আর বাকি যে মডেলগুলি রয়েছে, সেগুলিতে 10,000 টাকার এক্সচেঞ্জ বেনিফিট, 5,000 টাকার ক্যাশ ডিসকাউন্ট এবং 3,000 টাকার কর্পোরেট অফার থাকছে। সব মিলিয়ে এই মডেলগুলিতে 18,000 টাকা ডিসকাউন্ট মিলবে।

Hyundai Grand i10 Nios গাড়িটির দাম 5,43,000 টাকা এবং 8,45,400 টাকার মধ্যে। এই গাড়িটি Maruti Suzuki Swift-এর প্রতিযোগী।

Hyundai i20

Hyundai i20 গাড়িটির ক্ষেত্রে কেবল মাগনা এবং স্পোর্টজ় এই দুই ভ্যারিয়েন্টে অফার পাওয়া যাবে। ক্যাশ ডিসকাউন্ট যেমন রয়েছে, তেমনই আবার দুটি মডেলেই থাকছে 10,000 টাকা করে এক্সচেঞ্জ অফার। দুটি মডেলে সব মিলিয়ে 20,000 টাকা ছাড় পেয়ে যাবেন কাস্টমাররা।

এই মুহূর্তে Hyundai i20-র দাম শুরু হচ্ছে 7,07,000 টাকা থেকে। গাড়িটির এক্কেবারে হাই-এন্ড মডেলের দাম 11,62,500 টাকা। এই দুই দামই নয়াদিল্লির এক্স-শোরুম প্রাইস। প্রিমিয়াম হ্যাচব্যাকটি Maruti Suzuki Baleno এবং Tata Altroz এই দুই গাড়ির সঙ্গে টক্কর দিতে পারবে।

Hyundai Aura

হুন্ডাই অওরা গাড়িটির সিএনজি ভ্যারিয়েন্টে মিলবে 20,000 টাকার ক্যাশ ডিসকাউন্ট, 10,000 টাকার এক্সচেঞ্জ বোনাস এবং 3,000 টাকার কর্পোরেট অফার। সব মিলিয়ে এই গাড়িটির সিএনজি মডেলে কাস্টমাররা পেয়ে যাবেন 33,000 টাকা ডিসকাউন্ট। অন্যান্য ভ্যারিয়েন্টে থাকছে 18,000 টাকা অফার, যার মধ্যে 5,000 টাকার ক্যাশ ডিসকাউন্ট রয়েছে, 10,000 টাকার এক্সচেঞ্জ অফার রয়েছে এবং 3,000 টাকার কর্পোরেট অফারও রয়েছে।

Hyundai Aura গাড়িটির দাম 6,08,900 টাকা থেকে 9,50,900 টাকার মধ্যে, যা নয়াদিল্লিতে এক্স-শোরুম প্রাইস। Maruti Suzuki Dzire, Honda Amaze এবং Tata Tigor- এই তিনটে গাড়ির সঙ্গে টক্কর দিতে পারে Hyundai Aura।

Hyundai Kona Electric

ফেস্টিভ অফারে হুন্ডাই সবথেকে বেশি ছাড় দিচ্ছে কোনা ইলেকট্রিক গাড়িতে। এই গাড়িতে সব মিলিয়ে 1,00,000 টাকা ছাড় দিচ্ছে সংস্থা। হুন্ডাই-এর এই ইলেকট্রিক গাড়ির দাম 23,84,000 টাকা থেকে 24,02,800 টাকার মধ্যে, যা নয়াদিল্লির এক্স-শোরুম প্রাইস।