Diwali Two-Wheeler Launch: দীপাবলিতে বাইক কিংবা স্কুটার কিনবেন ভাবছেন? দেখে নিন কী কী লঞ্চ হতে চলেছে ভারত
BMW Motorrad India ভারতে তাদের নতুন স্কুটার বিএমডব্লু ৪০০ জিটি লঞ্চ করতে চলেছে। এর আগে একাধিকবার এই স্কুটারের বিভিন্ন টিজার প্রকাশ হয়েছে।
এই দীপাবলিতে বাইক কিনবেন ভাবছেন? দু’চাকার যানে টাকা বিনিয়োগ করার আগে জেনে নিন যে, চলতি বছর অর্থাৎ ২০২১ সালে দিওয়ালিতে কোন কোন বাইক এবং স্কুটার ভারতে লঞ্চ হতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, ফেস্টিভ সিজনে একাধিক কোম্পানি তাদের নতুন টু-হুইলার লঞ্চ করতে চলেছে। কিছু সংস্থার আবার স্পেশ্যাল এডিশনের মডেলও আসছে। এই তালিকায় একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।
বাজাজ পালসার ২৫০- সম্ভবত নভেম্বর মাসে নতুন পালসার ২৫০ বাইক লঞ্চ করতে চলেছে বাজাজ অটো। এ যাবৎ ভারতে পালসারের এমন বাইক আগে লঞ্চ হয়নি বলেই দাবি করেছে সংস্থা। শোনা গিয়েছে, নতুন পালসার ২৫০ বাইকে নাকি ২৫০ সিসি লিকুইড কুলড সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন থাকতে পারে। ইতিমধ্যেই এই বাইকের টিজার প্রকাশ পেয়েছে। বেশ কিছু সম্ভাব্য ফিচারও সামনে এসেছে। এবার শুধু ভারতের বাজারে বাজাজ অটোর নতুন পালসার ২৫০ বাইক লঞ্চ হওয়ার পালা।
নিউ জেনারেশন কেটিএম আরসি ৩৯০- নিউ রেঞ্জের পালসার বাইক ছাড়াও বাজাজ অটো তাদের নতুন জেনারেশনের কেটিএম আরসি ৩৯০ বাইক লঞ্চ করতে চলেছে। শোনা গিয়েছে নতুন পালসার রেঞ্জের মতো এই বাইকও নাকি নভেম্বর মাসেই ভারতে লঞ্চ হতে চলেছে।
টিভিএস জুপিটার ১২৫- রাইডার ১২৫ বাইকের পর এবার টিভিএস মোটর কোম্পানি তাদের নতুন শক্তিশালী স্কুটার টিভিএস জুপিটার ১২৫ লঞ্চ করতে চলেছে ভারতে। এই স্কুটার থাকবে ১২৫ সিসি ইঞ্জিন। বিশেষজ্ঞরা বলছেন, এই স্কুটারের বিশেষত্ব হল ওই ১২৫ সিসির ইঞ্জিন। আগামী ৭ অক্টোবর ভারতে লঞ্চ হতে চলেছে টিভিএস জুপিটার ১২৫ স্কুটার। অনুমান করা হচ্ছে, হিরো মায়েস্ত্রো এজ ১২৫ এবং হন্ডা অ্যাক্টিভা ১২৫ স্কুটারের সঙ্গে জোরদার প্রতিযোগিতায় নামবে টিভিএস জুপিটার ১২৫ স্কুটার।