AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maruti Hatchback Offers: দীপাবলিতে গাড়ি কিনবেন? মারুতির এই সব হ্যাচব্যাকে 60,000 টাকা পর্যন্ত ছাড় মিলবে

Maruti Hatchbacks Offer October 2022: সুইফ্ট, ওয়াগনআর, সেলেরিও, এস-প্রেসো, অল্টো এবং অল্টো কে 10-এর মতো মডেলগুলিতে 60,100 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে মারুতি সুজ়ুকি। একনজরে দেখে নেওয়া যাক, মারুতি সুজ়ুকি তার কোন কোন হ্যাচব্যাকে কত টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে দেখে নেওয়া যাক।

Maruti Hatchback Offers: দীপাবলিতে গাড়ি কিনবেন? মারুতির এই সব হ্যাচব্যাকে 60,000 টাকা পর্যন্ত ছাড় মিলবে
দীপাবলিতে একাধিক মারুতি গাড়িতে ছাড়। প্রতীকী ছবি।
| Edited By: | Updated on: Oct 17, 2022 | 6:06 PM
Share

Maruti Hatchback Festive Offers: ডোমেস্টিক প্যাসেঞ্জার ভেহিকল সেগমেন্টে সামান্য ঘাটতি সত্ত্বেও উৎপাদনে প্রভাব ফেলেছে মারুতি সুজ়ুকি। বিক্রিবাট্টায় বিগত কয়েক মাসে জোয়ার এনেছে সংস্থাটি। আর তার ক্রেডিটের পুরোটাই নিয়ে নেবে সংস্থার হ্যাচব্যাকগুলি। উৎসবের মরসুমে বিক্রিবাট্টায় আরও জোয়ার আনতে কোম্পানি তার একাধিক হ্যাচব্যাকে আকর্ষণীয় ছাড় দিচ্ছে। সেই তালিকায় রয়েছে সুইফ্ট, ওয়াগনআর, সেলেরিও, এস-প্রেসো, অল্টো এবং অল্টো কে 10-এর মতো মডেলগুলিতে 60,100 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে সংস্থাটি। একনজরে দেখে নেওয়া যাক, মারুতি সুজ়ুকি তার কোন কোন হ্যাচব্যাকে কত টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে দেখে নেওয়া যাক।

মারুতি সুজুকি সুইফ্ট

ভারতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া হ্যাচব্যাকগুলির মধ্যে একটি হল মারুতি সুজ়ুকি সুইফ্ট। Maruti Suzuki Swift-এর দাম 5.92 লক্ষ থেকে 8.85 লক্ষ টাকা (এক্স-শোরুম)। সুইফ্টের বাছাই করা ভ্যারিয়েন্টে 50,100 টাকা পর্যন্ত ছাড় রয়েছে।

মারুতি সুজু়কি ওয়াগনআর

বিক্রয় চার্টে শীর্ষস্থানীয় গাড়িগুলির মধ্যে একটি হল ওয়াগনআর। Maruti Suzuki WagonR-এর দাম 5.44 লক্ষ থেকে 7.20 লক্ষ টাকা (এক্স-শোরুম)। নির্মাতা সংস্থাটি গাড়ির বাছাই করা ভ্যারিয়েন্টগুলিতে মোট 40,100 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে।

মারুতি সুজু়কি সেলেরিও

মারুতি সুজ়ুকি সেলেরিও-র দাম 5.25 লক্ষ টাকা থেকে শুরু হয় এবং 7 লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত যায় তার হাই-এন্ড মডেলের দাম। Celerio গাড়িতে মোট 60,100 টাকা পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে। তবে এই ছাড় নির্ভর করবে গ্রাহক যে ভ্যারিয়েন্ট বেছে নেবেন, তার উপর নির্ভর করবে।

মারুতি সুজু়কি এস-প্রেসো

মারুতি সুজ়ুকি এস-প্রেসো গাড়িটির দাম শুরু হচ্ছে 4.25 লক্ষ থেকে এবং শেষ হচ্ছে 6.10 লক্ষ টাকায় (এক্স-শোরুম)। গ্রাহকরা S-Presso-এর নির্বাচিত ভ্যারিয়েন্টগুলিতে 60,100 টাকা পর্যন্ত মোট ছাড় পেতে পারেন।

মারুতি সুজু়কি অল্টো

যেখানে Maruti Suzuki Alto 800 গাড়িতে মোট 35,100 টাকা পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে। ঠিক সেখানে মারুতি Suzuki Alto K10-এ একই রকম 40,100 টাকা ছাড় থাকছে। তবে এই অফারগুলির সবই নির্বাচিত ভ্যারিয়েন্টগুলিতে রয়েছে। Alto 800-এর দাম ঘোরাফেরা করছে 3.39 লক্ষ টাকা এবং Rs 5.03 লক্ষ (এক্স-শোরুম) এর মধ্যে। সম্প্রতি লঞ্চ হওয়া Alto K10 এর দাম 3.99 লক্ষ টাকা থেকে শুরু হয়ে 5.83 লক্ষ টাকা পর্যন্ত (এক্স-শোরুম) যাচ্ছে তার হাই-এন্ড মডেলের দাম।