Maruti Suzuki Offers: সস্তার Alto 800 গাড়িতে 36,000 টাকা ছাড় দিচ্ছে Maruti, তার থেকেও বড় ছাড় Alto K10-এ

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Sayantan Mukherjee

Updated on: Feb 09, 2023 | 2:48 PM

Maruti Suzuki News: চলতি মাসে Maruti Suzuki-র যে সব গাড়িতে ছাড় মিলবে সেই তালিকায় রয়েছে, Alto 800, the Alto K10, Wagon R, S Presso, Swift, Dzire এবং Celerio-র মতো জনপ্রিয় মডেল। কোন মডেলে কত টাকা পর্যন্ত ছাড় পাবেন, জেনে নিন।

Maruti Suzuki Offers: সস্তার Alto 800 গাড়িতে 36,000 টাকা ছাড় দিচ্ছে Maruti, তার থেকেও বড় ছাড় Alto K10-এ
ফেব্রুয়ারিতে মারুতির একাধিক গাড়িতে আকর্ষণীয় ছাড়।

Maruti Suzuki Car Offers: ফেব্রুয়ারি মাসে দেশের গাড়ি প্রেমীদের জন্য আকর্ষণীয় ছাড় নিয়ে হাজির হল Maruti Suzuki। বাছাই করা কিছু মডেলে চলতি মাসে 46,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিতে চলেছে দেশের জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থাটি। বড় অঙ্কের ছাড়ের পাশাপাশি রয়েছে এক্সচঞ্জ ডিসকাউন্ট, কর্পোরেট ডিসকাউন্ট এবং ক্যাশ ডিসকাউন্ট। চলতি মাসে মারুতি সুজ়ুকির যে সব গাড়িতে ছাড় মিলবে সেই তালিকায় রয়েছে, Alto 800, the Alto K10, Wagon R, S Presso, Swift, Dzire এবং Celerio-র মতো জনপ্রিয় মডেল।

1) Maruti Suzuki S Presso

মারুতি সুজ়ুকির এই S Presso গাড়িতে সব মিলিয়ে থাকছে 46,000 টাকার ছাড়। তার মধ্যে রয়েছে 25,000 টাকার ক্যাশ ডিসকাউন্ট, 15,000 টাকার এক্সচেঞ্জ বোনাস এবং 6,000 টাকার কর্পোরেট ডিসকাউন্ট।

2) Maruti Suzuki Alto K10

এন্ট্রি লেভেলের এই গাড়িটিতে 37,000 টাকার ডিসকাউন্ট দিচ্ছে মারুতি সুজ়ুকি। কাস্টমাররা এই অল্টো মডেলে 15,000 টাকার ক্যাশ ডিসকাউন্ট, 15,000 টাকার এক্সচেঞ্জ বোনাস এবং 7,000 টাকার কর্পোরেট বেনিফিট পাওয়া যাবে।

3) Maruti Suzuki Alto 800

অল্টো-র আর একটি মডেলে কাস্টমাররা পেয়ে যাবেন 36,000 টাকার ডিসকাউন্ট। মোটা অঙ্কের ছাড়ের মধ্যে 15,000 টাকার এক্সচেঞ্জ বোনাস, 15,000 টাকার ক্যাশ ডিসকাউন্ট এবং 8,000 টাকার কর্পোরেট বেনিফিট পেয়ে যাবেন কাস্টমাররা।

4) Maruti Suzuki Wagon R

মারুতি সুজ়ুকি ওয়াগন আর গাড়িটিতে 36,000 টাকার ছাড় পাওয়া যাচ্ছে। যে সব কাস্টমার এই গাড়িটি ক্রয় করবেন, তাঁরা 15,000 টাকার এক্সচেঞ্জ বোনাস, 15,000 টাকার ক্যাশ ডিসকাউন্ট এবং 6,000 টাকার কর্পোরেট ডিসকাউন্ট পেয়ে যাবেন।

5) Maruti Suzuki Celerio

মারুতি সুজ়ুকি তার সেলেরিও গাড়িটিতে 31,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে চলতি মাসে। এই গাড়িতে ক্যাশ ডিসকাউন্ট হিসেবে 10,000 টাকা ছাড়, এক্সচেঞ্জ বোনাস হিসেবে 15,000 টাকা ছাড় এবং 6,000 টাকার কর্পোরেট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

6) Maruti Suzuki Swift

মারুতির জনপ্রিয় সুইফ্টেও রয়েছে ছাড়। এই গাড়ি যাঁরা ক্রয় করবেন, তাঁরা বিভিন্ন খাত মিলিয়ে পেয়ে যাবেন 27,000 টাকা ছাড়। এই গাড়িতে 5,000 টাকার ক্যাশ ডিসকাউন্ট, 15,000 টাকার এক্সচেঞ্জ বোনাস এবং 7,000 টাকার কর্পোরেট ডিসকাউন্ট।

7) Maruti Suzuki Eeco

মারুতি সুজ়ুকি ইকো গাড়িটির প্যাসেঞ্জার এবং কার্গো ট্রিমে আপনি পেয়ে যাবেন সব মিলিয়ে মোট 24,000 টাকার ডিসকাউন্ট। ছাড়ের বিভিন্ন খাতের মধ্যে রয়েছে 10,000 টাকার ক্যাশ ডিসকাউন্ট, 10,000 টাকার এক্সচেঞ্জ বোনাস এবং 4,000 টাকার কর্পোরেট ডিসকাউন্ট।

8) Maruti Suzuki Dzire

সবথেকে কম অঙ্কের ছাড় পাবেন মারুতি সুজ়ুকি ডিজ়ায়ার গাড়িটিতে। টাটা টিগর, হন্ডা অ্যামেজ় হুন্ডাই অওরা-র প্রতিযোগী এই গাড়িতে কাস্টমাররা পেয়ে যাবেন 7,000 টাকা ছাড়।

Latest News Updates

Related Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla