Apache RTR 160 এবং RTR 180-র আপডেটেড 2022 ভার্সন নিয়ে এল TVS, দাম ও ফিচার্স দেখে নিন
TVS Apache RTR 160 এবং RTR 180-র নতুন 2022 ভার্সন লঞ্চ হল ভারতে। এই বাইক দুটিতে কী কী ফিচার্স ও স্পেসিফিকেশন রয়েছে, এদের দাম কত, জেনে নিন সব তথ্য।
ভারতে Apache RTR 160 এবং RTR 180-র আপডেটেড ভার্সন লঞ্চ করল TVS। নতুন এই দুই বাইকের মধ্যে Apache RTR 180 নিয়ে আসা হয়েছে কেবল মাত্র একটি ভ্যারিয়েন্টে, যার দাম 1.30 লাখ টাকা (এক্স-শোরুম)। অন্য দিকে Apache RTR 160-র দাম 1.17 লাখ টাকা থাকে 1.24 লাখ টাকার (এক্স-শোরুম) মধ্যে। দুটি বাইকই আগের তুলনায় ওজনে সামান্য হাল্কা করা হয়েছে।
TVS Apache RTR 160-এ রয়েছে 159.7 cc-র ইঞ্জিন, যা সর্বাধিক 16.04 PS পাওয়ার প্রোডিউস করতে পারে 8750 rpm-এ এবং 7,000 rpm-এ পিক টর্ক চার্ন আউট করতে পারে। 5 স্পিড গিয়ারবক্সের সঙ্গে এই ইঞ্জিন পেয়ার করা রয়েছে। এদের মধ্যে Apache RTR 160 আগের মতোই দুটি ভ্যারিয়েন্টে অফার করা হবে- ড্রাম ও ডিস্ক ভ্যারিয়েন্ট। পাশাপাশি এই গাড়িটির ওজন আগের তুলনায় 2 kg কমানো হয়েছে। তাই এখন ড্রাম ভ্যারিয়েন্টের ওজন যেখানে 137 কেজি, সেখানে ডিস্ক ভ্যারিয়েন্টের ওজন 138 kg।
TVS Apache RTR 180 বাইকটিতে দেওয়া হয়েছে 177.4 cc, অয়েল-কুলড ইঞ্জিন, যা 17.02 PS সর্বাধিক পাওয়ার জেনারেট করতে পারে 9000 rpm-এ এবং 7000 rpm-এ 15.5 Nm পিক টর্ক চার্ন আউট করতে পারে। এই ইঞ্জিনও পেয়ার করা রয়েছে 5-স্পিড গিয়ারবক্সের সঙ্গে।
এই দুই বাইকেই যে নতুন ফিচারগুলি দেওয়া হয়েছে, তার মধ্যে নতুন হেডল্যাম্প, টেইল ল্যাম্প রয়েছে। বাইক দুটির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে তিনটি রাইডিং মোড থাকছে- স্পোর্ট, আর্বান এবং রেইন। এবিএস সেটিং এবং ইঞ্জিনের পাওয়ার ডেলিভারি অল্টার করতে পারে এই তিনটি রাইডিং মোড।
বাইক দুটির বডিওয়ার্কও আপডেটেড করা হয়েছে। এছাড়াও রয়েছে ভয়েস অ্যাসিস্ট, এক্স-রিং চেন, ওয়াইডার 120mm রিয়ার টায়ার, গিয়ার পজিশন ইন্ডিকেটর এবং TVS কানেক্ট অ্যাপ, যা সম্পূর্ণ নতুন ইউজার ইন্টারফেস দিয়ে আপডেট করা হয়েছে।