Apache RTR 160 এবং RTR 180-র আপডেটেড 2022 ভার্সন নিয়ে এল TVS, দাম ও ফিচার্স দেখে নিন

TVS Apache RTR 160 এবং RTR 180-র নতুন 2022 ভার্সন লঞ্চ হল ভারতে। এই বাইক দুটিতে কী কী ফিচার্স ও স্পেসিফিকেশন রয়েছে, এদের দাম কত, জেনে নিন সব তথ্য।

Apache RTR 160 এবং RTR 180-র আপডেটেড 2022 ভার্সন নিয়ে এল TVS, দাম ও ফিচার্স দেখে নিন
নতুন অ্যাপাচে নিয়ে এল টিভিএস
Follow Us:
| Edited By: | Updated on: Sep 08, 2022 | 5:25 PM

ভারতে Apache RTR 160 এবং RTR 180-র আপডেটেড ভার্সন লঞ্চ করল TVS। নতুন এই দুই বাইকের মধ্যে Apache RTR 180 নিয়ে আসা হয়েছে কেবল মাত্র একটি ভ্যারিয়েন্টে, যার দাম 1.30 লাখ টাকা (এক্স-শোরুম)। অন্য দিকে Apache RTR 160-র দাম 1.17 লাখ টাকা থাকে 1.24 লাখ টাকার (এক্স-শোরুম) মধ্যে। দুটি বাইকই আগের তুলনায় ওজনে সামান্য হাল্কা করা হয়েছে।

TVS Apache RTR 160-এ রয়েছে 159.7 cc-র ইঞ্জিন, যা সর্বাধিক 16.04 PS পাওয়ার প্রোডিউস করতে পারে 8750 rpm-এ এবং 7,000 rpm-এ পিক টর্ক চার্ন আউট করতে পারে। 5 স্পিড গিয়ারবক্সের সঙ্গে এই ইঞ্জিন পেয়ার করা রয়েছে। এদের মধ্যে Apache RTR 160 আগের মতোই দুটি ভ্যারিয়েন্টে অফার করা হবে- ড্রাম ও ডিস্ক ভ্যারিয়েন্ট। পাশাপাশি এই গাড়িটির ওজন আগের তুলনায় 2 kg কমানো হয়েছে। তাই এখন ড্রাম ভ্যারিয়েন্টের ওজন যেখানে 137 কেজি, সেখানে ডিস্ক ভ্যারিয়েন্টের ওজন 138 kg।

TVS Apache RTR 160 And RTR 180 Price In India

TVS Apache RTR 180 বাইকটিতে দেওয়া হয়েছে 177.4 cc, অয়েল-কুলড ইঞ্জিন, যা 17.02 PS সর্বাধিক পাওয়ার জেনারেট করতে পারে 9000 rpm-এ এবং 7000 rpm-এ 15.5 Nm পিক টর্ক চার্ন আউট করতে পারে। এই ইঞ্জিনও পেয়ার করা রয়েছে 5-স্পিড গিয়ারবক্সের সঙ্গে।

এই দুই বাইকেই যে নতুন ফিচারগুলি দেওয়া হয়েছে, তার মধ্যে নতুন হেডল্যাম্প, টেইল ল্যাম্প রয়েছে। বাইক দুটির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে তিনটি রাইডিং মোড থাকছে- স্পোর্ট, আর্বান এবং রেইন। এবিএস সেটিং এবং ইঞ্জিনের পাওয়ার ডেলিভারি অল্টার করতে পারে এই তিনটি রাইডিং মোড।

বাইক দুটির বডিওয়ার্কও আপডেটেড করা হয়েছে। এছাড়াও রয়েছে ভয়েস অ্যাসিস্ট, এক্স-রিং চেন, ওয়াইডার 120mm রিয়ার টায়ার, গিয়ার পজিশন ইন্ডিকেটর এবং TVS কানেক্ট অ্যাপ, যা সম্পূর্ণ নতুন ইউজার ইন্টারফেস দিয়ে আপডেট করা হয়েছে।