এক সময়ের 1 নম্বর BSNL-এর ব্রডব্যান্ড গ্রাহক সংখ্যা নামছে তরতর করে, এখন প্রথমে Jio

2019 সালের ডিসেম্বরে Jio-র কাছে মাত্র 0.8 মিলিয়ন ওয়্যার্ড ব্রডব্যান্ড কানেকশন সাবস্ক্রাইবার ছিল। সেই জায়গায় BSNL-এর ঝুলিতে ছিল 8.39 মিলিয়ন সাবস্ক্রাইবার এবং Airtel-এর সাবস্ক্রাইবার সংখ্যা ছিল 2.42 মিলিয়ন। 2023 সালের ফেব্রুয়ারি মাসে খেলাটা এমন ভাবেই ঘুরে গেল যে, Reliance Jio এখন মার্কেট লিডার।

এক সময়ের 1 নম্বর BSNL-এর ব্রডব্যান্ড গ্রাহক সংখ্যা নামছে তরতর করে, এখন প্রথমে Jio
BSNL-এর ব্রডব্যান্ড গ্রাহক কমছে।
Follow Us:
| Edited By: | Updated on: May 15, 2023 | 1:59 PM

BSNL Broadband: ব্রডব্যান্ড ও ওয়্যারলাইন সেগমেন্টে নেতৃত্বস্থানীয় জায়গায় ছিল BSNL। কিন্তু রাষ্ট্রায়ত্ত্ব ভিত্তিক টেলিকম সংস্থাটিই এবার সেই জায়গা হারাতে চলেছে। তার কারণ, Reliance Jio এবং Airtel এই বাজারটি দখল করতে চলেছে। বিশেষজ্ঞ মহলের দাবি, প্রতিযোগিতার বাজারে বেসরকারি সংস্থাগুলির আকর্ষণীয় প্ল্যানের পাশাপাশি BSNL-এর শেয়ার হ্রাসের মূল কারণ হল বিনিয়োগে দুর্বলতা এবং নিম্নমানের পরিষেবা।

পতনশীল বাজারের শেয়ারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে BSNL-এর সিএমডি পিকে পুরওয়ার বলছেন, গত মাসে সার্কেল প্রধানদের সঙ্গে একটি বৈঠকে তাঁদের ফাইবার টু দ্য হোম অর্থাৎ FTTH বিভাগে ক্রমবর্ধমান সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণগুলি খুঁজে বের করতে বলা হয়েছিল। ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত FTTH সেগমেন্টে BSNL-এর সাবস্ক্রাইবার বেস 3.54 মিলিয়ন। সেই জায়গায় Jio ও Airtel-এর সাবস্ক্রাইবার বেস 8.02 মিলিয়ন এবং 5.98 মিলিয়ন। 2021 সালের নভেম্বরে Reliance Jio-র কাছে প্রথম স্থানটি হারায় BSNL। JioFiber লঞ্চের ঠিক দুই বছরের মধ্যে এমন নজির সৃষ্টি করে মুম্বইয়ের টেলিকম সংস্থাটি।

2019 সালের ডিসেম্বরে Jio-র কাছে মাত্র 0.8 মিলিয়ন ওয়্যার্ড ব্রডব্যান্ড কানেকশন সাবস্ক্রাইবার ছিল। সেই জায়গায় BSNL-এর ঝুলিতে ছিল 8.39 মিলিয়ন সাবস্ক্রাইবার এবং Airtel-এর সাবস্ক্রাইবার সংখ্যা ছিল 2.42 মিলিয়ন। 2023 সালের ফেব্রুয়ারি মাসে খেলাটা এমন ভাবেই ঘুরে গেল যে, Reliance Jio এখন মার্কেট লিডার। প্রতিযোগিতার বাজারে বাজিমাত করতে Airtel-ও সমানে টক্কর দিয়ে চলেছে। সেই জায়গায় BSNL-কে কেবল তার মার্কেট শেয়ার ধরে রাখতেই কঠিন কসরত করতে হচ্ছে।

অন্য দিকে ওয়্যারলাইন সেগমেন্টে যেখানে ইন্টারনেট সার্ভিস দেওয়া হয় একটি ল্যান্ডলাইন কানেকশন সহযোগে, সেখানে ফেব্রুয়ারি মাসের শেষে BSNL-এর সাবস্ক্রাইবার সংখ্যা ছিল 7.06 মিলিয়ন। সেই জায়গায় Jio ও Airtel-এর সাবস্ক্রাইবার ওই একই মাসে 8.8 মিলিয়ন এবং 7 মিলিয়ন। বিশ্লেষকরা মনে করছেন, আর হয়তো এক বা দুই মাসের মধ্যেই ওয়্যারলাইন সেগমেন্টে BSNL-কে ছাপিয়ে দ্বিতীয় বৃহত্তম প্লেয়ার হিসেবে উঠে আসবে Airtel। তা যদি হয়, তাহলে ওয়্যারলাইন সেগমেন্টেও BSNL এক্কেবারে পিছিয়ে পড়বে।

BSNL সিএমডি এবং সার্কেলের প্রধানের মধ্যে বৈঠকের পর বলা হয়েছে, “FTTH-এ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার উচ্চ হার গুরুতর উদ্বেগের বিষয় এবং এটি সার্কেলের জন্য উদ্বেগজনক যেখানে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার হার 30% এর বেশি।”