ভারতে লঞ্চ হল আসুসের নতুন গেমিং ল্যাপটপ ROG Strix G15 অ্যাডভান্টেজ এডিশন, দাম শুরু কত টাকা থেকে?

আসুসের এই গেমিং ল্যাপটপে রয়েছে ৯০Whr ব্যাটারি। আসুস সংস্থার দাবি, এই ব্যাটারি ১২ ঘণ্টা পর্যন্ত ভিডিয়ো প্লেব্যাক সাপোর্ট দিতে পারে।

ভারতে লঞ্চ হল আসুসের নতুন গেমিং ল্যাপটপ ROG Strix G15 অ্যাডভান্টেজ এডিশন, দাম শুরু কত টাকা থেকে?
ভারতে লঞ্চ হয়েছে আসুসের নতুন গেমিং ল্যাপটপ।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 10, 2021 | 11:19 AM

আসুসের নতুন গেমিং ল্যাপটপ লঞ্চ হয়েছে ভারতে। সম্প্রতি আসুস ROG Strix G15 অ্যাডভান্টেজ এডিশনের গেমিং ল্যাপটপ লঞ্চ হয়েছে এদেশে। এই ডিভাইসে রয়েছে লেটেস্ট AMD Ryzen ৫০০০ সিরিজের সিপিইউ এবং AMD Radeon RX 6800M GPU। এই গেমিং ল্যাপটপে রয়েছে একটি WQHD প্যানেল, যার রিফ্রেশ রেট ১৬৫Hz। আসুসের এই গেমিং ল্যাপটপে রয়েছে ৯০Whr ব্যাটারি। আসুস সংস্থার দাবি, এই ব্যাটারি ১২ ঘণ্টা পর্যন্ত ভিডিয়ো প্লেব্যাক সাপোর্ট দিতে পারে। ল্যাপটপে চার্জ দেওয়ার জন্য রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট। গেমিং ল্যাপটপের কি-বোর্ডেও রয়েছে স্পেশ্যাল কি। পাঁচটি নির্দিষ্ট কি রয়েছে গেম খেলার জন্য। এই ‘হট-কি’ গুলো ছাড়াও রয়েছে bigger isolated arrows এবং well-spaced function keys। এই ফাংশান কি- এর সাহায্যে গেম খেলার সময় নির্দিষ্ট ভাবে নেভিগেট করা যাবে। এই কিবোর্ডে রয়েছে 4-zone RGB লাইটিং সাপোর্ট।

আসুস ROG Strix G15 অ্যাডভান্টেজ এডিশন গেমিং ল্যাপটপের দাম ভারতে কত?

এই গেমিং ল্যাপটপের দাম ভারতে শুরু হচ্ছে ১,৫৪,৯৯০ টাকা থেকে। ১১ অগস্ট থেকে এই ল্যাপটপের সেল শুরু হবে। আসুস এক্সক্লুসিভ স্টর (এইএস), ROG স্টোরম ফ্লিপকার্ট, রিলায়েন্স, ক্রোমা এবং বিজয় সেলস থেকে আসুসের এই গেমিং ল্যাপটপ কেনা সম্ভব হবে।

আসুসের এই গেমিং ল্যাপটপের গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য-

  • উইন্ডোজ ১০ হোম- এর সাহায্যে পরিচালিত হবে এই গেমিং ল্যাপটপ। এই গেমিং ল্যাপটপের স্ক্রিন চালু হতে ৩ মিলিসেকেন্ড রেসপন্স টাইম নেয়।
  • ১৫.৬ ইঞ্চির একটি WQHD IPS ডিসপ্লে রয়েছে আসুসের নতুন গেমিং ল্যাপটপে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১৬৫Hz।
  • AMD Ryzen 9 5900HX প্রসেসর রয়েছে এই ল্যাপটপে। সেই সঙ্গে রয়েছে AMD Radeon RX 6800M GPU।
  • আসুস ROG Strix G15 অ্যাডভান্টেজ এডিশন গেমিং ল্যাপটপে রয়েছে ১৬ জিবি GDDR4 র‍্যাম এবং ১টিবি PCIE SSD।
  • একাধিক পোর্ট রয়েছে এই ল্যাপটপে। তার মধ্যে আছে তিনটি ইউএসবি ৩.২ Gen 1 Type-A slots, একটি ইউএসবি ৩.২ Gen 2 Type-C slot (ডিসপ্লে পোর্ট সাপোর্ট), একটি LAN RJ-45 jack, একটি HDMI 2.0 এবং একটি অডিয়ো আর মাইকের কম্বো জ্যাক।
  • গেম খেলার ক্ষেত্রে গেমিং সাউন্ড খুবই গুরুত্বপূর্ণ। আসুসের এই ল্যাপটপেও তাই রয়েছে বিভিন্ন সাউন্ড ফিচার। এখানে রয়েছে ডলবি অ্যাটমোস সাপোর্ট, এআই নয়েজ ক্যানসেলেশন, স্মার্ট Amp। সেই সঙ্গে রয়েছে দুটো স্পিকারও।
  • এই ল্যাপটপের ৯০Whr ব্যাটারির সঙ্গে রয়েছে একটি ২৮০W অ্যাডাপ্টার।
  • টাইপ সি ইউএসবি চার্জার দিয়ে এই গেমিং ল্যাপটপে ৫০ শতাংশ চার্জ হতে সময় লাগে ৩০ মিনিট।
  • কানেক্টিভিটি অপশন হিসেবে আসুসের নতুন গেমিং ল্যাপটপে রয়েছে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি ৫.১। এই ল্যাপটপের ওজন ২.৫ কেজি।

আরও পড়ুন- আইওএস ভার্সানে আসছে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া, নতুন ইনস্টাগ্রাম পোস্টে জল্পনা উস্কে দিলেন গেমিং কর্তৃপক্ষ