AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ব্যান সত্ত্বেও BGMI M14 রয়্যাল পাস ক্রয়ের সমস্যার সমাধানে প্যাচ আপডেট করল ক্রাফটন

আপগ্রেডটি করার সময় গেমাররা একাধিক সমস্যার সম্মুখীন হয়েছেন। আর সেই সমস্যার সমাধানে ক্রাফটন সম্প্রতি BGMI M14 Royale Pass পারচেজ়িংয়ের ক্ষেত্রে একটি প্যাচ আপডেট প্রকাশ করেছে।

ব্যান সত্ত্বেও BGMI M14 রয়্যাল পাস ক্রয়ের সমস্যার সমাধানে প্যাচ আপডেট করল ক্রাফটন
| Edited By: | Updated on: Aug 30, 2022 | 1:39 PM
Share

প্রায় এক মাস হতে চলল গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে সরানো হয়েছে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমটি। চিনের সার্ভারে গোপনে ভারতীয়দের তথ্য পাঠানোর অভিযোগে গেমটি ব্যান করা হয়েছে। সম্প্রতি গেমটিতে রয়্যাল পাস মান্থ লাইভ হয়েছে। কিন্তু সেই আপগ্রেডটি করার সময় একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে গেমারদের। আর সেই সমস্যার সমাধানে ক্রাফটন সম্প্রতি BGMI M14 Royale Pass পারচেজ়িংয়ের ক্ষেত্রে একটি প্যাচ আপডেট প্রকাশ করেছে।

ক্রাফটনের তরফ থেকে এই বিষয়ে বলা হচ্ছে, “Royale Pass Month 14-এ আপগ্রেডশনের চেষ্টা করার সময় যে সমস্যার সম্মুখীন হয়েছেন গেমাররা, সে বিষয়ে অনুগ্রহ করে CS-এর প্রতিক্রিয়া নোট করুন। অনুগ্রহ করে ইন্টারনেটে কোনও টিপস বা কৌশল অনুসরণ করবেন না। মনে রাখবেন যে, গেমের ফাইল বা অ্যাপে যে কোনও পরিবর্তন অ্যাকাউন্টটিকে একটি স্থায়ী নিষেধাজ্ঞার দিকে নিয়ে যেতে পারে।”

প্যাচ আপডেট প্রকাশের পরে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া প্লেয়াররা এখন মান্থ 14 রয়্যাল পাসে আপগ্রেড করতে পারবেন। কিন্তু এটি করার একটি মাত্রই উপায় আছে। খেলোয়াড়রা শুধুমাত্র তাদের অ্যাকাউন্টে থাকা ইন-গেম UC ব্যবহার করে BGMI M14 Royale Pass-এ আপগ্রেড করতে পারবেন। অ্যাপ স্টোর থেকে গেমটি সরিয়ে নেওয়ার পর খেলোয়াড়রা প্রকৃত অর্থে ব্যবহার করে তাদের অ্যাকাউন্টে UC ক্রয় করতে পারবেন না।

গেমটিতে UC টপ আপ করার জন্য অনুগ্রহ করে অন্য কোনও পদ্ধতি ব্যবহার করবেন না। কারণ, এটি আপনার Battlegrounds Mobile India অ্যাকাউন্টের সমাপ্তির দিকে নিয়ে যাবে। ধৈর্য ধরুন, ক্রাফটন সক্রিয় ভাবে সমস্যা সমাধানের জন্য কাজ করছে এবং গেমটিকে অ্যাপ স্টোরে ফিরিয়ে আনতে চাইছে।