AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PUBG Mobile First Virtual Concert: প্রথম ভার্চুয়াল কনসার্ট নিয়ে আসছে পাবজি মোবাইল, থাকছে ব্ল্যাকপিঙ্ক

PUBG Mobile And Blackpink: প্রথম ভার্চুয়াল ইভেন্টের আয়োজন করতে চলেছে পাবজি মোবাইল। আর সেই কনসার্টে ফিচার করতে চলেছে ব্ল্যাকপিঙ্ক-কে-পপ গার্ল ব্যান্ড।

PUBG Mobile First Virtual Concert: প্রথম ভার্চুয়াল কনসার্ট নিয়ে আসছে পাবজি মোবাইল, থাকছে ব্ল্যাকপিঙ্ক
পাবজি মোবাইলে এবার ব্ল্যাকপিঙ্ক।
| Edited By: | Updated on: Jul 13, 2022 | 7:06 PM
Share

প্রথম ভার্চুয়াল ইভেন্টের আয়োজন করতে চলেছে পাবজি মোবাইল। আর সেই কনসার্টে ফিচার করতে চলেছে ব্ল্যাকপিঙ্ক-কে-পপ গার্ল ব্যান্ড। ভার্চুয়াল কনসার্টটি পরের মাসে ব্ল্যাকপিঙ্কের বহু প্রতিক্ষিত রিটার্ন টু মিউজ়িকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ার জন্য নির্ধারিত হয়েছে। প্রসঙ্গত, এই গ্রুপের শেষ অ্যালবামটি 2020 সালে প্রকাশিত হয়েছিল।

পাবজি মোবাইলের তরফে ট্যুইট করে বলা হয়েছে, “ব্ল্যাকপিঙ্ক এক্স পাবজি মোবাইল 2022 ইন-গেম কনসার্ট: (দ্য ভার্চুয়াল) শীঘ্রই আসছে! উত্তর ও দক্ষিণ আমেরিকা: 22 থেকে 23 এবং 29 থেকে 30 জুলাই; বিশ্বের অন্যান্য প্রান্তে 23-24 এবং 30-31 জুলাই আয়োজিত হতে চলেছে।”

পাবজির প্রতিযোগী ফর্টনাইট এর আগে একাধিক কনসার্টের আয়োজন করেছে। ট্র্যাভিস স্কট এবং আরিয়ানা গ্র্যান্ডেকে অংশ নিতে দেখা গিয়েছে। তবে টেনসেন্টের কোনও গেমের জন্য এটা প্রথম বার হতে চলেছে।

ভার্চুয়াল কনসার্টটি ফিচার করতে চলেছে, ‘একটি বিশেষ ট্র্যাক এবং নতুন মিউজ়িক ভিডিয়ো, যা বিশেষ করে ডিজ়াইন ও ক্রাফ্ট করা হচ্ছে।’

অন্য আর একটি ট্যুইটে পাবজি মোবাইলের তরফে বলা হচ্ছে, “গেমটা ডাউনলোড করুন এবং আমাদের সঙ্গে যোগ দিন 15 জুলাই। তাহলে একটি ফ্রি ইন-গেম কনসার্ট টিকিট পেয়ে যাবেন। 16 জুলাই কনসার্ট রিসোর্স প্যাকটি ডাউনলোড করুন।”

গত এপ্রিলে পাবজি মোবাইল ছিল রোজগারের দিক থেকে বিশ্বব্যাপী দ্বিতীয় বৃহত্তম গেম, যার গ্রস রেভিনিউ ছিল 218 মিলিয়ন মার্কিন ডলার। সেন্সর টাওয়ারের তরফ থেকে এমনই খবর জানানো হয়েছিল।

অন্য দিকে 2022 সালের প্রথম কোয়ার্টারে কনজ়িউমার স্পেন্ডিংয়ের নিরিখে অ্যাপল অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোর থেকে 643 মিলিয়ন মার্কিন ডলার জেনারেট করেছে পাবজি মোবাইল।

এদিকে কে-পপ গার্ল গ্রুপ ব্ল্যাকপিঙ্ক কামব্যাক করছে অগস্ট মাসে। কোয়ার্টেট তার আন্তর্জাতিক ভক্তদের সঙ্গে দেখা করার জন্য বছরের শেষ নাগাদ একটি কে-পপ গার্ল গ্রুপের সর্বকালের বৃহত্তম বিশ্ব সফর করবে।