AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PUBG New State Among Us: পাবজি নিউ স্টেটে আসছে অ্যামং আস, ২১ এপ্রিল থেকে শুরু বিশেষ ইভেন্ট

New State Mobile Latest Update: পাবজি নিউ স্টেট গেমে এবার অ্যামং আস ইভেন্ট শুরু হতে চলেছে। বিশেষ কোলাবরেশনের কারণেই ২১ এপ্রিল থেকে ইভেন্টটি আয়োজিত হতে চলেছে।

PUBG New State Among Us: পাবজি নিউ স্টেটে আসছে অ্যামং আস, ২১ এপ্রিল থেকে শুরু বিশেষ ইভেন্ট
প্রতীকী ছবি।
| Edited By: | Updated on: Apr 16, 2022 | 6:53 PM
Share

পাবজি নিউ স্টেট (PUBG New State), যার নতুন নাম নিউ স্টেট মোবাইল, গেমটির জন্য একটি নতুন কোলাবরেশন করেছে ডেভেলপার সংস্থা ক্রাফ্টন। আর সেই কোলাবরেশনের অঙ্গ হিসেবে দেখা যাবে অ্যামং আস (Among Us) নামক সোশ্যাল গেমটি। এই প্রথম বারই যে অ্যামং আস গেমটিকে কোনও একটা ব্যাটল রয়্যাল টাইটেলের অন্তর্ভুক্ত করা হল, এমনটা নয়। এপিক গেমসও এর আগে ফোর্টনাইটের ইমপোস্টার্স মোডের জন্য কোলাবরেশন করেছিল, সেখানেও দেখা গিয়েছিল এই অ্যামং আস গেমটি। এবার ফোর্টলাইটের মতোই পাবজি নিউ স্টেট মোবাইলেও আসতে চলেছে একটি নতুন গেমিং মোড। সেই সঙ্গেই আবার সেখানে আসতে চলেছে নতুন স্কিন এবং কসমেটিক্সও। পাবজি নিউ স্টেট মোবাইল ও অ্যামং আস ক্রসওভার সম্পর্কে যাবতীয় তথ্য সম্পর্কে জেনে নিন।

গেমস্পট-এর একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, পাবজি নিউ স্টেট মোবাইলে লিমিটেড-টাইম অ্যামং আস ইভেন্ট আয়োজিত হতে চলেছে, যা ২১ এপ্রিল থেকে শুরু হয়ে ১৯ মে পর্যন্ত চলবে। এই গেমটি আসলে একটি অ্যামং আস দ্বারা অনুপ্রাণিত মিনি গেম হতে চলেছে, যেখানে একটি স্কোয়াডে মোট ৪ জন প্লেয়ার খেলতে পারবেন। ট্রয় ম্যাপে যখন প্লেয়াররা একটি ম্যাচের অপেক্ষা করবেন, তখনই খেলা যাবে গেমটি। চারটি টিমমেটের একজন ইম্পোস্টার। আর শত্রুদের হাতে মারা যাওয়ার আগে বাকিদের সনাক্ত করতে হবে ইম্পোস্টারকেই। নিউ স্টেট মোবাইলে থাকছে স্পেশ্যাল মিশনও, যা সম্পূর্ণ করতে হবে অ্যামং আস থিমের টাইটেল, আইকন এবং ফ্রেম রোজগার করার জন্য।

পাবজি নিউ স্টেট-এর ইন-গেম স্টোরে দেখানো হবে অ্যামং আস থিমের আউটফিট এবং কসমেটিক্স, যেগুলি প্রিমিয়াম প্রাইসে পাওয়া যাবে। পাশাপাশি একাধিক লোকেশন যেমন, স্টার্টিং আইল্যান্ড, অ্যাঙ্ক্রোভিলে এবং চেস্টারে থাকবে অ্যামং আস প্রপস এবং ডেকোরেশনস।

অ্যামং আস কন্টেন্টের পাশাপাশি পাবজি নিউ স্টেট মোবাইল আরও একাধিক নতুন কন্টেন্ট পেতে চলেছে। আসন্ন একটি অস্ত্রের এক ঝলকও দেখিয়েছে ক্রাফ্টন, যা আসলে একটি নতুন অটো রাইফেল। গেমটি সাধারণত প্রতিটি আপডেটেই ওয়েপন এবং ওয়েপন অ্যাটাচমেন্ট পেয়ে থাকে। এখন এই নতুন আপডেটটি থেকেও মনে করা হচ্ছে, বেশ কিছু নতুন ওয়েপন এবং ওয়েপন কাস্টমাইজেশন অপশন যুক্ত হতে চলেছে পাবজি নিউ স্টেট মোবাইলে। ফুল প্যাচ নোটের সঙ্গেউই পাবজি নিউ স্টেট মোবাইলের এই আসন্ন আপডেট সম্পর্কে আরও খুটিনাটি তথ্য শীঘ্রই জানা যাবে বলে খবর।

আরও পড়ুন: নতুন আপডেট পেল বিজিএমআই, নিম্বাস আইল্যান্ডের গতি সংক্রান্ত সমস্যার সমাধান

আরও পড়ুন: বিজিএমআই ওপেন চ্যালেঞ্জ দ্য গ্রিন্ডের ফাইনালে কারা উঠল? ১৬টি ফাইনালিস্টের তালিকা দেখে নিন

আরও পড়ুন: ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়ার ল্যাম্বরঘিনি সমস্যার সমাধান, ফের নিষিদ্ধ ৫০ হাজার অ্যাকাউন্ট