Xbox Game Pass Price Cut In India: এক ধাক্কায় অনেকটাই সস্তা হল এক্সবক্স গেম পাস সাবস্ক্রিপশনের সমস্ত প্ল্যান, ১ এপ্রিল থেকে লাগু নতুন খরচ
Xbox Game Pass Subscription Plans India: এক্সবক্স গেম পাসের সাবস্ক্রিপশন প্ল্যানগুলির খরচ কমল ভারতে। নতুন খরচ সংক্রান্ত সব তথ্য জেনে নিন।
আপনি কি এক্সবক্স গেম পাসের (Xbox Game Pass) সাবস্ক্রাইবার? তাহলে আপনার জন্য একটি সুখবর নিয়ে এসেছে মাইক্রোসফ্ট। ভারতের গেমারদের জন্য কম্পিউটার এবং এক্সবক্স (PC And Xbox) দুই ক্ষেত্রেরই সাবস্ক্রিপশন খরচ (Subscription Price Reduced) এক ধাক্কায় অনেকটাই কমিয়েছে সংস্থাটি। এ বিষয়ে সংবাদমাধ্যম গ্যাজেটস৩৬০-এর কাছে মাইক্রোসফ্ট-এর মুখপাত্র জানিয়েছেন যে, স্থানীয় মার্কেটের পরিস্থিতির কথা মাথায় রেখেই এই প্রাইস কাট করা হয়েছে। মাইক্রোসফ্ট এক্সবক্স গেম পাসের সাবস্ক্রিপশন খরচ এই মুহূর্তে ২৮ শতাংশ কমানো হয়েছে।
পিসি এবং এক্সবক্স দুই ক্ষেত্রেই প্রতি মাসে বেসিক গেমস পাস সাবস্ক্রিপশনের খরচ আগে ছিল ৪৮৯ টাকা। ট্যারিফ খরচ কমানোর সাবস্ক্রিপশনে এবার থেকে গেমারদের প্রতি মাসে এই বেসিক প্ল্যানের জন্য ৩৪৯ টাকা খরচ করতে হবে। অন্য দিকে আগে যেখানে তিন মাসের এক্সবক্স গেমস পাসের তিন মাসের সাবস্ক্রিপশন খরচ ছিল ১,৪৬৭ টাকা, তাই এখন এক ধাক্কায় ১,০৪৯ টাকা করা হয়েছে। আবার ছয় মাসের এক্সবক্স গেমস পাসের খরচ আগে ছিল ২,৯৩৪ টাকা। সেই প্ল্যান এখন কমিয়ে মাত্র ২,০৯৯ টাকা করা হয়েছে। বেসিক প্ল্যানের খরচ দুটি পিসি ও এক্সবক্সের জন্য কমানো হলেও পরের দুটি অর্থাৎ তিন মাস ও ছয় মাসের প্ল্যানের খরচ কমানো হয়েছে কেবল মাত্র এক্সবক্স-এর জন্যই।
একই রকম ভাবে, পিসির ক্ষেত্রে গেমস পাস সাবস্ক্রিপশনের খরচ তিন মাসে যেটা ১,৪৬৭ টাকা ছিল, তাই এখন কমিয়ে ১,০৪৯ টাকা করে দেওয়া হয়েছে। আবার পিসির গেমস পাসের ছয় মাসের সাবস্ক্রিপশন প্ল্যানের খরচ আগে ছিল ২,৯৩৪ টাকা, সেটি এখন ২,০৯৯ টাকা করা হয়েছে। এছাড়াও ১২ মাসের সাবস্ক্রিপশন প্ল্যানের খরচ ৫,৮৫৮ টাকা থেকে কেটে ৪,১৯৯ টাকা করে দেওয়া হয়েছে।
অন্য দিকে আবার গেমস পাস আল্টিমেটের সাবস্ক্রিপশন প্ল্যানের খরচ ব্যাপক ভাবে কমানো হয়েছে। গেমস পাস আল্টিমেটের ক্ষেত্রে এক মাসের খরচ ৬৯৯ টাকা থেকে কমিয়ে ৪৯৯ টাকা করা হয়েছে। তিন মাসের সাবস্ক্রিপশনের খরচ ২,০৯৯ টাকা থেকে কমিয়ে ১,৪৯৯ টাকা করা হয়েছে। আবার ছয় মাসের সাবস্ক্রিপশনের প্ল্যানের জন্য গেমাররা আগে যেখানে ৪,১৯৯ টাকা খরচ করতেন, তাই এখন মাত্র ২,৯৯৯ টাকা খরচ করতে হবে। বার্ষিক সাবস্ক্রিপশন প্ল্যানের খরচ ৮,৩৯৯ টাকা থেকে কমিয়ে ৫,৯৯৯ টাকা করা হয়েছে। সর্বশেষ, ২৪ মাসের সাবস্ক্রিপশন প্ল্যানের খরচ যেখানে ১৬,৭৯৯ টাকা ছিল, তা এখন মাত্র ১১,৯৯৯ টাকা করে দেওয়া হয়েছে।
শুধু তাই নয়। এক্সবক্স লাইভ গোল্ড সাবস্ক্রিপশনের খরচও ব্যাপক ভাবে কমানো হয়েছে। মাসিক ৪৮৯ টাকার প্ল্যানটির জন্য এখন ৩৪৯ টাকা খরচ হবে। তিন মাসের সাবস্ক্রিপশন প্ল্যানে আগে যেখানে ১,০৪৯ টাকা খরচ করতে হত, সেটি এখন ৭৪৯ টাকা হয়ে যাবে। এছাড়াও বার্ষিক প্ল্যানের জন্য এবার থেকে ২,৭৯৯ টাকার পরিবর্তে মাত্র ১,৯৯৯ টাকা খরচ করতে হবে।
১ এপ্রিল, ২০২২ থেকে এক্সবক্স গেমস পাস সাবস্ক্রিপশনের এই নতুন খরচ লাগু হবে।
আরও পড়ুন: অ্যান্ড্রয়েড ও আইফোন থেকে বিজিএমআই ১.৯ আপডেট কী ভাবে করবেন? পদ্ধতি জেনে নিন
আরও পড়ুন: মোবাইল গেমের দুনিয়ায় ভোডাফোন-আইডিয়ার অভিষেক, চালু ভিআই গেমস