Xbox Streaming Device: স্ট্রিমিং ডিভাইসটি কেমন দেখতে হবে, ঝলক দেখালেন Xbox প্রধান
Xbox Streaming Device: গত বছরই মাইক্রোসফট জানিয়েছিল যে, তারা এক্সবক্স গেম পাস আল্টিমেটের জন্য অপ্টিমাইজ় করা একটি ডেডিকেটেড এক্সবক্স স্ট্রিমিং ডিভাইসে কাজ করছে। সেই ডিভাইসটি কেমন দেখতে হতে পারে, প্রকাশ করলেন মাইক্রোসফটের এক্সবক্স বিভাগের প্রধান ফিল স্পেন্সার।
Xbox Gaming Hardware: গত বছরই মাইক্রোসফট জানিয়েছিল যে, তারা এক্সবক্স গেম পাস আল্টিমেটের জন্য অপ্টিমাইজ় করা একটি ডেডিকেটেড এক্সবক্স স্ট্রিমিং ডিভাইসে কাজ করছে। সেই ডিভাইসটি কেমন দেখতে হতে পারে, প্রকাশ করলেন মাইক্রোসফটের এক্সবক্স বিভাগের প্রধান ফিল স্পেন্সার।
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে একটি পোস্টে তিনি ফলআউটের 25তম বার্ষিকীতে বেথেসদাকে অভিনন্দন জানিয়েছেন এবং ভল্ট বয়ের একটি ছবি শেয়ার করেছেন। কিন্তু স্পেন্সারের অনুরাগীরা তাঁর বাড়ির শেলফের উপরে একটি অপরিচিত ডিভাইসে লক্ষ্য করে নজর ঘুরিয়েছেন।
Vault Boy left the shelter and stopped by my office to celebrate the #Fallout25 Anniversary. Congratulations to the @Fallout @Bethesda teams on this major milestone for an iconic franchise. pic.twitter.com/hGoN1sAQRK
— Phil Spencer (@XboxP3) October 10, 2022
কোডনেমড কিস্টোন নামক স্ট্রিমিং ডিভাইসটি দেখতে Xbox সিরিজ S এর মতো। কিন্তু নেটিভ উপায়ে গেমগুলি চালানোর পরিবর্তে এটি মাইক্রোসফ্টের Xbox ক্লাউড গেমিং পরিষেবার মাধ্যমে স্ট্রিম করে। এত দিন পর্যন্ত অনেকেই ভেবেছিলেন যে, Xbox স্ট্রিমিং ডিভাইসটি একটি স্টিকের মতো হবে যা সরাসরি HDMI পোর্টে প্লাগ করবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, বক্সের মতো ডিভাইসটি টিভি বা মনিটরের সঙ্গে সংযুক্ত হবে।
টুইটে দেখা গিয়েছে, সাদা রঙের ডিভাইসটি শেলফের উপরে Xbox কন্ট্রোলারের ঠিক ডানদিকে এবং তলোয়ারের নীচে রয়েছে।
গেম খেলতে সক্ষম হওয়া ছাড়াও Xbox স্ট্রিমিং ডিভাইসটি Netflix এবং Amazon Prime Videos এর মতো ভিডিয়ো স্ট্রিমিং পরিষেবাগুলিকেও সাপোর্ট করবে বলে জানা গিয়েছে। বিষয়টি সম্পর্কে যাঁরা অবগত নন, তাঁদের জেনে রাখা উচিত মাইক্রোসফট এই বছরের শুরুতে কোডনেম কিস্টোনের অস্তিত্ব স্বীকার করেছিল। তবে, দ্য ভার্জের একটি প্রতিবেদন অনুসারে, মাইক্রোসফট এখনও এক্সবক্স স্ট্রিমিং ডিভাইসে কাজ করছে।
এদিকে আবার অফিসিয়াল এক্সবক্স টুইটার অ্যাকাউন্ট থেকে স্পেনসারের টুইটটিতে মন্তব্য করা হয়েছে এবং দাবি করা দিয়েছে যে এটি এক্সবক্স স্ট্রিমিং ডিভাইসের একটি পুরানো সংস্করণ।