লঞ্চ হল হিরোর বাইক Xpulse 200T, নতুন মডেলের BS6 ভার্সানের দাম কত?

BS4 ভার্সানের তুলনায় আপডেটেড ভার্সান BS6- এর দাম বেড়েছে ১৭,৩০০ টাকা।

লঞ্চ হল হিরোর বাইক Xpulse 200T, নতুন মডেলের BS6 ভার্সানের দাম কত?
হিরোর এই নতুন বাইকে রয়েছে ব্লুটুথ কানেক্ট করার ইন্সট্রুমেন্ট ক্লাস্টার।
Follow Us:
| Updated on: Mar 14, 2021 | 3:26 PM

ভারতের বৃহত্তম দু’চাকার যান নির্মাণকারী সংস্থা হিরো মোটোকর্প। সম্প্রতি তারা লঞ্চ করেছে তাদের Xpulse 200T মডেলের BS6 ভার্সান। এই বাইকের দাম ১,১২,৮০০ টাকা (এক্স শোরুম দিল্লি)। BS4 ভার্সানের তুলনায় আপডেটেড ভার্সান BS6- এর দাম বেড়েছে ১৭,৩০০ টাকা। Xpulse 200T মডেলের BS4 ভার্সানের দাম ছিল ৯৫,৫০০ টাকা ( এক্স শোরুম দিল্লি)।

হিরোর Xpulse রেঞ্জের নতুন মডেল Xpulse 200T। চলতি বছরে তিনটি রঙে এই বাইক লঞ্চ করেছে হিরো মোটোকর্প। ম্যাটে শিল্ড গোল্ড, প্যান্থার ব্ল্যাক এবং স্পোর্টস রেড— এই তিনটি রঙে পাওয়া যাবে হিরোর Xpulse রেঞ্জের নতুন মডেল Xpulse 200T। এই বাইকে রয়েছে ১৯৯.৬ সিসির অয়েল-কুলড সিঙ্গল সিলিন্ডার এবং ফুয়েল ইনজেকটেড ইঞ্জিন। ৫ স্পিড গিয়ারবক্সের এই ইঞ্জিন 18.1bhp 8,500 rpm এবং 16.15Nm torque 6,500 rpm— এই শক্তি উৎপন্ন করতে পারে।

হিরোর নতুন বাইকের মেকানিকাল স্পেসিফিকেশনে অসংখ্য আপডেট সুক্ত হলেও ডিজাইনের ক্ষেত্রে এই মডেল অনেকাংশেই আগের BS4 ভার্সানের মতোই দেখতে। নতুন মডেলে রয়েছে ব্লুটুথ কানেক্ট করার ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। সেই সঙ্গে রয়েছে এলইডি হেডলাইন এবং টার্ন-বাই-টার্ন নেভিগেশন।

এই বাইকের সামনের অংশে রয়েছে ট্র্যাডিশনাল টেলিস্কোপিক ফ্রন্ট ফর্কস। এছাড়াও রয়েছে সেপেন-স্টেপ অ্যাডজাস্টেবিল রেয়ার মোনো-শক। দু’টি চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক (ব্রেকিংয়ের জন্যে)। স্ট্যান্ডার্ড বাইকে এমনটাই থাকে। ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা অর্থাৎ ক্যাপাসিটি ১৩ লিটার। বাইকের ওজন ১৫৪ কিলোগ্রাম। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৭৭ মিলিমিটার। এছাড়াও এই বাইকের ডিজাইনে রয়েছে এলইডি টেল ল্যাম্প, ১৭ ইঞ্চির ব্ল্যাক-অ্যালয় হুইলস।