ভারতে কবে ফিরবে পাবজি? কী বলছে গেম নির্মাণকারী দক্ষিণ কোরিয়ার সংস্থা ক্র্যাফটন
সূত্রের খবর, দক্ষিণ কোরিয়ার এই কোম্পানি নাকি ভারত সরকারের সঙ্গে নতুন করে কথাবার্তা শুরু করেছে। পাবজিকে ভারতে ফিরিয়ে আনার জন্য প্রবল চেষ্টা চালাচ্ছে তারা।
কবে লঞ্চ হবে ‘পাবজি মোবিয়াল ইন্ডিয়া’? অধীর আগ্রহে অপেক্ষা করছেন গেমাররা। লাখ টাকার এই প্রশ্ন ঘুরছে সর্বত্র। তবে জবাব নেই কারও কাছেই। যদিও সম্প্রতি আশার বাণী শোনা গিয়েছে। নির্মাণ সংস্থা ক্র্যাফটন ভারতে পাবজি লঞ্চ করানোর আপ্রাণ চেষ্টা চালচ্ছে বলে জানা গিয়েছে।
গতবছর সেপ্টেম্বর মাসে ভারতে নিষিদ্ধ হয়েছিল পাবজি। এরপর গতবছরই নভেম্বর মাস নাগাদ শোনা গিয়েছিল যে পাবজি মোবাইল ইন্ডিয়া ফিরবে ভারতে। তারপর বছর ঘুরে গেলেও সুখবর পাননি গেমপ্রেমীরা। তবে এবার মরিয়া হয়ে উঠেছে গেমের নির্মাণ সংস্থা ক্র্যাফটন। সূত্রের খবর, দক্ষিণ কোরিয়ার এই কোম্পানি নাকি ভারত সরকারের সঙ্গে নতুন করে কথাবার্তাও শুরু করেছে। পাবজিকে ভারতে ফিরিয়ে আনার জন্য প্রবল চেষ্টা চালাচ্ছে সংগঠন।
এই প্রসঙ্গে উল্লেখ্য, মাঝে শোনা গিয়েছিল নতুন বছরেই নাকি ভারতে ফিরবে পাবজি। পরে অবশ্য জানা যায়, কেন্দ্রীয় সরকারের তরফে অনুমতি, ছাড়পত্র কিছুই পায়নি এই গেম নির্মাণকারী সংস্থা। তবে নতুন করে ভারত সরকারের সঙ্গে ক্র্যাফটনের তরফে কথাবার্তা শুরু হয়েছে, এ খবর শোনার পর থেকেই আশাবাদী হয়েছেন পাবজি প্রেমীরা। সূত্রের খবর, ভারত সরকারের অনুমোদনের অপেক্ষা করছে ক্র্যাফটন। ছাড়পত্র পেলেই ভারতে ফিরবে পাবজি।
Sportskeeda- র একটি প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ক্র্যাফটন কমিউনিকেশনের এক প্রতিনিধি বলেছেন, “পাবজি প্রসঙ্গে এই রিজিয়নে আমাদের পরবর্তী পরিকল্পনার ক্ষেত্রে আমরা ভারত সরকারের ছাড়পত্র এবং সিদ্ধান্ত ও অনুমোদনের জন্য অপেক্ষা করছি।” এর আগে ২০২১ সালের অর্থাৎ চলতি বছরের ndian Gaming Conference- এ এসেও এমনটাই বলেছিলেন, ক্র্যাফটনের কর্পোরেট ডেভেলপমেন্টের প্রধান Sean Hyunil Sohn।
শোনা গিয়েছিল সেই সময় Sean Hyunil Sohn নাকি বলেছিলেন, “আমি সময় বলতে পারব। অন্য কিছুও বলতে পারব না। কারণ আমরাই সঠিক জানি না। কিন্তু একটা কথা বলতে পারি যে ভারতের বাজারকে আমরা সবসময়ই প্রাধান্য দিই। তাই ভারতে পাবজি ফিরিয়ে আনার জন্য আমরা কঠোর পরিশ্রম করব।”
দক্ষিণ কোরিয়ার সংস্থা ক্র্যাফটন জানিয়েছে, প্রাথমিক ভাবে তাদের লক্ষ্য ভারতে পাবজি ফিরিয়ে আনা। PUBG: New State- এর জন্য এখানে তারা প্রি-রেজিস্ট্রেশন শুরু করতে চায় না এই মুহূর্তে। যদিও বিশ্বের দরবারে PUBG: New State- এর জন্য প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। অ্যানড্রয়েড এবং আইওএস, দুই ভার্সানেই চালু হয়েছে পরিষেবা। তবে ভারতের জন্য আপাতত এসব দিকে নজর দিতে চায় না ক্র্যাফটন সংস্থা। বরং যেভাবেই হোক ভারতে পাবজি ফিরিয়ে আনার দিকে মন দিয়েছে তারা।