এখনও বাকি আধার আপডেট? এই তারিখ পর্যন্ত ফ্রিতে মিলবে সুযোগ, তারপরেই লাগবে টাকা
Aadhaar Card Update: যদি আপনার আধারে কোনও ভুল থাকে, বা আপনি এতে কিছু তথ্য আপডেট করতে চান, তাহলে আপনি তা অনলাইন বা অফলাইনে করতে পারবেন। কোনও খরচ ছাড়াই। কিন্তু কয়েকদিনের মধ্যেই সরকারের তরফে টাকা চার্জ করা হবে। আপনি তখন আধার কার্ডে কোনও রকম আপডেট বিনামূল্যে করতে পারবেন না।
আজকাল আধার কার্ড ছাড়া সরকারি, বেসরকারি কোনও কাজই হয় না। প্রমাণপত্র হিসেবে প্রথমেই আধার কার্ড দেখাতে হয়। যদি আপনার আধারে কোনও ভুল থাকে, বা আপনি এতে কিছু তথ্য আপডেট করতে চান, তাহলে আপনি তা অনলাইন বা অফলাইনে করতে পারবেন। কোনও খরচ ছাড়াই। কিন্তু কয়েকদিনের মধ্যেই সরকারের তরফে টাকা চার্জ করা হবে। আপনি তখন আধার কার্ডে কোনও রকম আপডেট বিনামূল্যে করতে পারবেন না। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)-এর ওয়েবসাইটেই আপনি সমস্ত তথ্য পেয়ে যাবেন।
তবে মনে রাখবেন আধার ওয়েবসাইটে শুধুমাত্র ঠিকানা অনলাইনে আপডেট করা যাবে। এর জন্য আধারের সঙ্গে নথিভুক্ত মোবাইল নম্বর থাকা প্রয়োজন। যদি মোবাইল নম্বরটি লিঙ্ক না থাকে, তবে প্রথমে নিকটস্থ আধার সেবা কেন্দ্রে যান এবং আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করে আনুন।
অনলাইনে আধার আপডেট করার উপায়:
- এর জন্য প্রথমে UIDAI ওয়েবসাইটে (https://uidai.gov.in)-এ যান।
- ‘My Aadhaar’ ট্যাবে ক্লিক করুন।
- ‘Update Your Service’ অপশনটি সিলেক্ট করুন।
- ‘Update Address in your Aadhaar’ লিঙ্কে ক্লিক করুন।
- এই লিঙ্ক থেকে আপনি আধার বিবরণ এবং ঠিকানা আপডেট করতে পারবেন।
- লগইন অপশনে ক্লিক করুন। আধার নম্বর এবং ক্যাপচা কোড লিখে লগইন করুন।
- লগইন করার জন্য নিবন্ধিত মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেই OTP লিখলেই আপনি Log In করতে পারবেন।
- লগইন করার পরে, update Aadhaar details and address অপশনটি পাবেন।
- এই অপশনে গিয়ে নতুন ঠিকানা এবং প্রয়োজনীয় নথি আপলোড করুন।
- এরপর Submit-এ ক্লিক করুন এবং fee payment অপশনটি সিলেক্ট করুন।
- টাকা দেওয়ার পরে, Service Request Number (SRN) তৈরি করা হবে।
- আধার আপডেটের অনুরোধ SRN-এর মাধ্যমে ট্র্যাক করা যেতে পারে।
এদিন পর্যন্ত এই সুবিধা বিনামূল্যেই পাবেন…
UIDAI এখনও পর্যন্ত বিনামূল্যে আধার নথি আপডেট করার সুযোগ দিচ্ছে। তবে এই সুবিধাটি 14 মার্চ পর্যন্তই আপনি বিনামূল্যে পাবেন। তারপরেই আপনার এই কাজটি করার জন্য টাকা লাগবে।