Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফোন যখন খোয়া গিয়েছিল তখন ছিল ‘Silent’, এখন কোথায়?

Silent Mode Phone Find: সাইলেন্ট থাকা ফোনকে অনায়াসে খুঁজে বের করবে ফোনের একটি ফিচার, যা অনেকেরই অজানা। আপনার ফোন সাইলেন্ট থাকলেও আপনি ফোনটি খুঁজে পেয়ে যাবেন খুব সহজে। এর জন্য আপনাকে একটি ছোট উপায় মেনে চলতে হবে। তাহলেই কয়েক সেকেন্ডের মধ্যে আপনি জানতে পারবেন আপনার ফোনটি কোথায়।

ফোন যখন খোয়া গিয়েছিল তখন ছিল 'Silent', এখন কোথায়?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 19, 2023 | 4:03 PM

অনেক সময় ফোন সাইলেন্ট করে এখানে ওখানে রেখে দেন। আর তারপরেই দরকারে খুঁজে পান না ফোন। এদিক ওদিক ছোটাছুটি করেন, একে ওকে ফোন করতে বলেও কোনও লাভ হয় না। কেন? কারণ ফোনটিকে আপনি সাইলেন্ট করে রেখেছিলেন। আর তাতেই এই সমস্যা দেখা দিয়েছে। তবে এবার আপনার সাইলেন্ট থাকা ফোনকে অনায়াসে খুঁজে বের করবে ফোনের একটি ফিচার, যা অনেকেরই অজানা। আপনার ফোন সাইলেন্ট থাকলেও আপনি ফোনটি খুঁজে পেয়ে যাবেন খুব সহজে। এর জন্য আপনাকে একটি ছোট উপায় মেনে চলতে হবে। তাহলেই কয়েক সেকেন্ডের মধ্যে আপনি জানতে পারবেন আপনার ফোনটি কোথায়।

কীভাবে খুঁজে পাবেন সাইলেন্ট করা ফোন?

  1. যদি আপনার ফোন সাইলেন্ট থাকে এবং আপনি এটিকে কোথাও রেখে ভুলে যান, তাহলে আপনার ফোনটি অ্যান্ড্রয়েড হোক বা আইফোন থাকুক এইভাবে খুঁজে নিন। এই ট্রিক দিয়ে আপনি সহজেই যেকোনও ফোন খুঁজে পাবেন।
  2. এর জন্য প্রথমে আপনাকে “Find My Device” লিখে গুগলে সার্চ করতে হবে। এর পর প্রথম অপশনে ক্লিক করুন।
  3. যদি আপনার ফোনটি ইতিমধ্যেই লগ ইন করা থাকে তবে ঠিক আছে, যদি না হয় তবে আপনাকে লগইন করতে হবে।
  4. এর পরে, ফোনের মডেলটি আপনাকে দেখানো হবে, এখানে ফোনের রিং অপশনটি নিচে দেখানো হবে। ফোন রিং অপশনে ক্লিক করলে আপনার ফোন বাজতে শুরু করবে।

কখন কাজ করবে এই কৌশল?

এমন করলে আপনি যেখানেই থাকুন না কেন আপনার ফোন বাজতে শুরু করবে। এমনকি এর সাহায্যে আপনি অ্যান্ড্রয়েড এবং আইফোন উভয় স্মার্টফোনই খুঁজে পাবেন। তবে মনে রাখবেন, এই ফিচার তখনই কাজ করে যখন ফোনটি সাইলেন্ট, ভাইব্রেশন মোডে, নরমাল মোডে থাকে। এছাড়াও, আপনার ফোন হারিয়ে বা চুরি হয়ে গেলেও এই ফিচারটি আপনাকে সাহায্য করতে পারে। তবে এর জন্য ফোন চালু থাকা খুব দরকার। বন্ধ অবস্থায় এই ফিচার কাজ করবে না।