Password: কতদিন অন্তর ব্যাঙ্ক থেকে মোবাইল, সবকিছুর পাসওয়ার্ড বদলানো উচিত? নইলে বড় বিপদ

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

May 16, 2023 | 9:47 AM

How To Create Strong Password: ডেটা সুরক্ষিত রাখতে একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা প্রয়োজন। আপনার পাসওয়ার্ড যত বেশি শক্তিশালী এবং গোপনীয় হবে, আপনার ডেটা তত বেশি সুরক্ষিত থাকবে।

Password: কতদিন অন্তর ব্যাঙ্ক থেকে মোবাইল, সবকিছুর পাসওয়ার্ড বদলানো উচিত? নইলে বড় বিপদ

Follow Us

Password Tips: বর্তমানে ডিজিটাল যুগে সমস্ত কিছুই ফোনেই হয়ে যায়। আর তাই সেটিকে সুরক্ষিত রাখা খুব প্রয়োজন। যার কাছে যত বেশি গোপনীয় তথ্য থাকবে, তার ফোনকে তত বেশি সুরক্ষিত রাখতে হবে। যদি হ্যাকাররা ব্যাংক সিস্টেম হ্যাক করে এবং ডেটা চুরি করে, তবে তাদের কাছে আপনার ফোনের তথ্য চুরি করা কোনও ব্যাপার নয়। এমনিতেই এই ডিজিটাল যুগে সব তথ্য ফোনেই থাকে। শুধু হ্যাকিং নয়, অনেক সময় ফোন চুরিও হয়ে যায়। তখন আপনার ফোনের সব তথ্য তাদের কাছে চলে যাবে। ডেটা সুরক্ষিত রাখতে একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা প্রয়োজন। আপনার পাসওয়ার্ড যত বেশি শক্তিশালী এবং গোপনীয় হবে, আপনার ডেটা তত বেশি সুরক্ষিত থাকবে। চলুন দেখে নেওয়া যাক ফোনে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করবেন কীভাবে।

কীভাবে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করবেন?

আপনি যদি ফোনে পাসওয়ার্ড হিসেবে জন্ম তারিখ, নাম বা অন্য কিছু দিয়ে থাকেন, তাহলে অবিলম্বে পরিবর্তন করুন। এমন কোনও পাসওয়ার্ড রাখবে না, যা বেশিরভাগ মানুষই জানে। এতে তারা খুব সহজেই আপনার ফোনটি খুলে ফেলতে পারবে। ফলে ফোনটি হ্যাক হওয়ার সম্ভাবনাও অনেক বেশি থাকে। কারণ হ্যাকাররা প্রথমে এই বিষয়গুলিতেই ফোকাস করে। শক্তিশালী পাসওয়ার্ডের জন্য আলফানিউমেরিক ব্যবহার করুন। উদাহরণস্বরূপ একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে XYZ@568 এই ধরনের সংখ্যা ব্যবহার করুন।

কতদিন অন্তর অন্তর পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত?

MCafee-এর রিপোর্ট এবং সাইবার নিরাপত্তা সংস্থার বিশেষজ্ঞরা বলছেন যে, প্রত্যেক ব্যক্তির 90 দিন বা 3 মাস পর তাদের পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত। অর্থাৎ এই সময় পরে আপনি মোবাইল, ব্যাঙ্ক, লকার ইত্যাদি সমস্ত জিনিসের পাসওয়ার্ড পরিবর্তন করুন। যাতে কেউ আপনার ডেটা, অর্থর ধারে কাছেও না আসতে পারে। আপনি যদি দীর্ঘদিন ধরে পাসওয়ার্ড পরিবর্তন না করে থাকেন, তবে এখনই করে ফেলুন।

ফোনের পাসওয়ার্ডও পরিবর্তন করা প্রয়োজন:

প্রতি মাসে বা 2 মাস পরে ফোনের পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন। একই পাসওয়ার্ড দীর্ঘদিন ধরে রাখলে, তা হ্যাক হওয়ার সম্ভবনা অনেক বেড়ে যায়। আর যদি মনে করেন যে, বার বার পাসওয়ার্ড পরিবর্তন করলে আপনি ভুলে যেতে পারেন, সেক্ষেত্রে কোথাও লিখে রাখুন।