এবার Google Pay দিয়েই করুন বিদ্যুৎ বিল পরিশোধ, সময় করে ছুটতে হবে না দপ্তরে
Electric Bill From Google Pay: ভারতে ডিজিটাল পরিষেবাগুলি দ্রুত বাড়ছে। ফলে নতুন পেমেন্টের পরিষেবা অফার করেছে গুগল। আপনি Google Pay দিয়ে DTH, ইন্টারনেট, গ্যাস, ফাস্ট্যাগ, প্লে রিচার্জ সহ বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। এটি একটি ইন-অ্যাপ পরিষেবা। জেনে নিন কীভাবে এই কাজ করবেন?

বিদ্যুৎ বিল পরিশোধ করতে আর আপনাকে সময় বের করে ছুটতে হবে না তাদের দপ্তরে। এখন এই কাজ আপনি অনলাইনেই সেরে ফেলতে পারবেন, তাও আবার বাড়িতে বসেই। আপনি চাইলে এই কাজ কয়েক মিনিটেই Google Pay অ্যাপের সাহায্যে করতে পারবেন। এর জন্য, Google Pay অনেক রাজ্যের বিদ্যুৎ বিতরণ এবং রাজ্য সরকারের সঙ্গে অংশীদারিত্ব করেছে, যাতে দেশে অনলাইন পেমেন্ট বাড়ানো যায়। এমনিতেই ভারতে ডিজিটাল পরিষেবাগুলি দ্রুত বাড়ছে। ফলে নতুন পেমেন্টের পরিষেবা অফার করেছে গুগল। আপনি Google Pay দিয়ে DTH, ইন্টারনেট, গ্যাস, ফাস্ট্যাগ, প্লে রিচার্জ সহ বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। এটি একটি ইন-অ্যাপ পরিষেবা। জেনে নিন কীভাবে এই কাজ করবেন?
Google Pay-এর মাধ্যমে কীভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন?
- প্রথমে Google Pay অ্যাপটি খুলুন। এরপর Pay Bills অপশন সিলেক্ট করতে হবে।
- এবার আপনি সেখানে Electricity category দেখতে পাবেন। সেখান থেকেই আপনি payment options সিলেক্ট করতে পারবেন।
- তারপর আপনাকে TSNPDCL বা TSSPDCL বিদ্যুৎ বিল সিলেক্ট করতে হবে।
- এবার উপযুক্ত সংস্থা (appropriate agency) সিলেক্ট করুন।
- এরপরে আপনাকে consumer account-এর সঙ্গে লিঙ্ক করতে হবে।
- সেখানে বিলের পরিমাণ লিখতে হবে। এরপরে পেমেন্টের জন্য UPI পিন লিখতে হবে।
- তবে মনে রাখবেন, আপনি রাজ্যের বিদ্যুৎ বিতরণ (power distribution) সিলেক্ট করে তবেই অনলাইন পেমেন্ট করতে পারেন।
গুগল সম্প্রতি তেলেঙ্গানা রাজ্যের ব্যবহারকারীদের জন্য এই পরিষেবাটি চালু করেছে। এর জন্য নর্দান পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি অফ তেলেঙ্গানা লিমিটেড (TSNPDCL) এবং তেলেঙ্গানা স্টেট সাউদার্ন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সঙ্গে অংশীদারিত্ব করা হয়েছে।
