AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফ্রিতে Netflix সাবস্ক্রিপশন দিচ্ছে Jio আর Airtel, করতে হবে ছোট্ট একটা কাজ

Free Netflix Subscription: Jio এবং Airtel-এর মতো টেলিকম সংস্থাগুলি তাদের বেশিরভাগ রিচার্জ প্ল্যান থেকে বিনামূল্যে Netflix সাবস্ক্রিপশন সরিয়ে দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও এখনও এমন একটি প্ল্যান আছে, যাতে আপনি এই অ্যাপির সাবস্ক্রিপশন পাবেন।

ফ্রিতে Netflix সাবস্ক্রিপশন দিচ্ছে Jio আর Airtel, করতে হবে ছোট্ট একটা কাজ
| Updated on: Mar 14, 2024 | 9:30 AM
Share

Netflix-এ একের পর এক সিনেমা ওয়েব সিরিজ রিলিজ হয়। কিন্তু প্রচুর টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিতে চাইছেন না। তাহলে উপায় কী? Jio এবং Airtel-এর মতো টেলিকম সংস্থাগুলি তাদের বেশিরভাগ রিচার্জ প্ল্যান থেকে বিনামূল্যে Netflix সাবস্ক্রিপশন সরিয়ে দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও এখনও এমন একটি প্ল্যান আছে, যাতে আপনি এই অ্যাপির সাবস্ক্রিপশন পাবেন। Jio এবং Airtel উভয়ের প্রিপেইড প্ল্যানেই আপনি সেই সুবিধা পাবেন। দেখে নিন সেই রিচার্জ প্ল্যান।

Jio-এর 1099 টাকার প্ল্যান…

Jio-এর এই 1099 টাকার প্রিপেড প্ল্যানটি 84 দিন ব্যবহার করতে পারবেন। এতে মোট 168GB ডেটা পাওয়া যায়, অর্থাৎ প্রতিদিন 2GB হাই-স্পিড ডেটা। উচ্চ-গতির ডেটা শেষ হয়ে যাওয়ার পরেও, আপনি 64 Kbps-এর স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানে, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 এসএমএস পেয়ে যাবেন। এই প্ল্যানে আপনি Netflix মোবাইল সাবস্ক্রিপশন বিনামূল্যে পেয়ে যাবেন।

Airtel-এর 1499 টাকার প্ল্যান…

Airtel-এর 1499 টাকার প্রিপেইড প্ল্যানও 84 দিনের জন্য চলে। এতে, বেসিক সাবস্ক্রিপশনে প্রতিদিন 3GB হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কলিং এবং এসএমএস সহ স্ট্যান্ডার্ড পিকচার কোয়ালিটিতে Netflix দেখতে বিনামূল্যে পাওয়া যায়। এছাড়াও আপনি Apollo 24X7 সার্কেল সাবস্ক্রিপশন পাবেন। তাছাড়া বিনামূল্যে উইঙ্ক মিউজিক, হ্যালো টিউনস এবং 3 মাসের স্বাস্থ্যসেবা সহ আনলিমিটেড 5G ডেটা পেয়ে যাবেন।

এই দু’টির মধ্যে কোনটি সেরা?

দু’টি প্ল্যানই ভাল। Jio ব্যবহারকারীরা 1099 টাকার প্ল্যান নিতে পারেন এবং Airtel ব্যবহারকারীরা 1499 টাকার প্ল্যান নিতে পারেন। দুটি প্ল্যানেই 84 দিনের বৈধতা পেয়ে যাবেন। কিন্তু Jio প্রতিদিন 2GB ডেটা অফার করে। আর Airtel প্রতিদিন 3GB ডেটা অফার করে। তাই যদি বেশি ডেটা চান, তাহলে আপনি আপনার পছন্দ মতো যে কোনও একটি প্ল্যান বেছে নিতেই পারেন।