AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jio, Airtel নাকি VI; বার্ষিক রিচার্জ প্ল্যানে বেশি সুবিধা দিচ্ছে কোন সংস্থা?

Jio vs Airtel vs VI: অনেকেই এমন আছে যারা বার বার রিচার্জ করার ঝামেলা নিতে চান না। তারা বছরে একবারই রিচার্জ করেন। কিন্তু আপনি কি জানেন, কোন টেলিকম কোম্পানির এক বছরের প্রিপেইড প্ল্যান সবথেকে ভাল?

Jio, Airtel নাকি VI; বার্ষিক রিচার্জ প্ল্যানে বেশি সুবিধা দিচ্ছে কোন সংস্থা?
| Edited By: | Updated on: Jul 14, 2023 | 10:03 AM
Share

দেশের বিভিন্ন টেলিকম কোম্পানিগুলির মধ্যে এই সময়ে টেলিকম শিল্পে রিলায়েন্স জিও (Reliance Jio)-র সবচেয়ে বেশি ব্যবহারকারী রয়েছে। এর পরে এয়ারটেল (Airtel)এবং তারপরে ভোডাফোন-আইডিয়ার (Vodafone-Idea) তালিকায় রয়েছে। Jio এবং Airtel দেশে 5G নেটওয়ার্ক চালু করেছে। কিন্তু VI এখনও সেই তালিকায় নিজের নাম লেখাতে পারেনি। তাছাড়াও বর্তমানে বহু মানুষ সস্তার বিভিন্ন প্ল্যান রিচার্জ করেন। কেউ এক মাসের জন্য, আবার কেউ তিন মাসের জন্য। কোম্পনিগুলি সব ধরনের সুবিধাই দেয়। অনেকেই এমন আছে যারা বার বার রিচার্জ করার ঝামেলা নিতে চান না। তারা বছরে একবারই রিচার্জ করেন। কিন্তু আপনি কি জানেন, কোন টেলিকম কোম্পানির এক বছরের প্রিপেইড প্ল্যান সবথেকে ভাল? চলুন জেনে নেওয়া যাক।

Jio-Airtel এবং VI-এর সবচেয়ে ব্যয়বহুল এক বছরের প্রিপেইড প্ল্যান:

Jio-র সবচেয়ে ব্যয়বহুল প্রিপেইড প্ল্যান হল 2,999 টাকা। এতে, কোম্পানি 365 দিন অর্থাৎ 1 বছরের জন্য প্রতিদিন 2.5GB ইন্টারনেট, 100টি SMS এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। এর বাইরে কোম্পানি আলাদাভাবে 75GB ইন্টারনেটের সুবিধা দেয়। এই প্ল্যানে আপনি Jio TV, Jio Cinema এবং Jio Cloud-এর সাবস্ক্রিপশনও পেয়ে যাবেন। অর্থাৎ আপনার ইচ্ছা মতো সিনেমা, ওয়েব সিরিজ দেখতে পাবেন।

Airtel-এর সবচেয়ে দামী প্রিপেইড প্ল্যান হল 3,359 টাকা। এতে, কোম্পানি 365 দিনের জন্য প্রতিদিন 2.5GB ইন্টারনেট, 100টি SMS এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পেয়ে যাবেন। এছাড়াও প্ল্যানে ডিজনি প্লাস হটস্টারের (Disney Plus Hotstar) মোবাইল সাবস্ক্রিপশন বিনামূল্যে পেয়ে যাবেন। তাও আবার এক বছরের জন্য।

Vodafone Idea-এর 3,099 টাকার প্ল্যানে, কোম্পানি 365 দিনের জন্য প্রতিদিন 2GB ইন্টারনেট, 100 SMS এবং আনলিমিটেড কলিং পাবেন। এছাড়াও, আপনি এতে এক বছরের জন্য ডিজনি প্লাস হটস্টার (Disney Plus Hotstar) মোবাইল সাবস্ক্রিপশন পাবেন। এখানেই শেষ নয়, প্রতি মাসে অতিরিক্ত 2 জিবি ব্যাকআপ ডেটা এবং 12 টা থেকে সকাল 6 টা পর্যন্ত আনলিমিটেড ডেটা দেওয়া হয়। সোম থেকে শুক্রবার অবশিষ্ট দৈনিক ডেটা শনিবার এবং রবিবারে রোলওভার করা হয়। অর্থাৎ আপনার প্রতিদিন যতটা করে ডেটা বেঁচে গিয়েছে, তা আপনি পেয়ে যাবেন।