কিছুদিন আগেই ভারতে লঞ্চ হয়েছে শাওমির ফোন এমআই ১১ আলট্রা। রেডমির এই স্মার্টফোনে রয়েছে অসংখ্য অত্যাধুনিক প্রযুক্তি। এবার আলাদা করে লঞ্চ হতে চলেছে এমআই- এর ফাস্ট চার্জার। জানা গিয়েছে, এমআই ১১ আলট্রা 67W ফাস্ট চার্জার লঞ্চ হতে চলেছে ভারতে। আলাদা করে একটি অ্যাকসেসরিজ হিসেবে এই চার্জার লঞ্চ হওয়ার কথা ঘোষণা করেছে শাওমি কর্তৃপক্ষ। খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হবে এই ফাস্ট চার্জার।
গ্লোবাল মার্কেটে এমআই ১১ আলট্রা ফোনের সঙ্গেই আলাদা রিটেল বক্সে পাওয়া যাচ্ছিল এই চার্জার। তবে ভারতের ক্ষেত্রে এমআই ১১ আলট্রা লঞ্চ হওয়ার পর তার সঙ্গে 55W অ্যাডাপ্টারই পাওয়া গেছে। এই অ্যাডাপ্টারের সাহায্যে ০ থেকে ৯৯ শতাংশ চার্জ হতে সময় লাগবে এক ঘণ্টা। শাওমির দাবি, 67W ফাস্ট চার্জারের সাহায্যে ফোনে পুরো চার্জ হতে (০ থেকে ১০০ শতাংশ) সময় লাগবে ৩৬ মিনিট। ভারতীয় গ্রাহকদের ক্ষেত্রে 67W ফাস্ট চার্জার আলাদা করে কিনতে।
MySmartPrice ওয়েবসাইটেই প্রথম এই চার্জার লঞ্চের কথা জানা গিয়েছিল। এই প্রথম ফোনের সঙ্গে লঞ্চ হয়ে আলাদা করে ভারতে লঞ্চ হচ্ছে ফাস্ট চার্জার। আর সেই চার্জার ফোনের সঙ্গে দেওয়াও হবে না। আলাদা করে কিনতে হবে গ্রাহকদের। তবে এমন নয় যে, এমআই ১১ আলট্রার সঙ্গে কোনও চার্জার দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে 55W চার্জার দেওয়া হবে ফোনের সঙ্গে।
এখনও অবশ্য 67W- এর এই ফাস্ট চার্জারের দাম প্রসঙ্গে কিছু জানা যায়নি। কবে এই চার্জার লঞ্চ হবে, তার নির্দিষ্ট দিনও জানা যায়নি। তবে সূত্রের খবর, এই ওয়্যারলেস চার্জারের সাহায্যে 10W স্পিডে অন্যান্য ডিভাইসে চার্জ দেওয়া সম্ভব।
আরও পড়ুন- করোনা আবহে মনের ভাব প্রকাশে ইমোজিই ভরসা, চালু হতে পারে নতুন হ্যান্ডশেক ইমোটিকন
গত মাসেই ভারতে লঞ্চ হয়েছে এমআই ১১ আলট্রা। এই ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯,৯৯৯ টাকা। কসমিক ব্ল্যাক এবং কসমিক হোয়াইট— এই দুই রঙে পাওয়া যাবে এমআই ১১ আলট্রা। ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়া এবং এমআই- এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে।