5G আপনার ফোনের সব ব্যাটারি খতম করছে! 4G-তে ফিরবেন কীভাবে?

Tips To Switch Back From 5G To 4G: আপনি নিশ্চয়ই খুব সম্প্রতি 4G থেকে 5G-তে সুইচ করেছেন। অনেকেই জানাচ্ছেন যে, এখন ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়ার মূল কারণ হল 5G নেটওয়ার্ক। টুইটার, ফেসবুক-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মানুষজন লিখছেন, 5G-র কারণেই তাদের ফোনের ব্যাটারি জলদি খতম হচ্ছে।

5G আপনার ফোনের সব ব্যাটারি খতম করছে! 4G-তে ফিরবেন কীভাবে?
5G ব্যবহার করে এখন অনেকেই 4G-তে ফিরতে চাইছেন।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 27, 2023 | 8:46 PM

Switch Back To 5G-4G: ফোনের চার্জ হারিয়ে ফেলছেন খুব দ্রুত? কারণটা কি বুঝতে পেরেছেন? এত টাকা খরচ করে নতুন ফোন কেনার পরেও এই অবস্থা? নেটওয়ার্কের কারণে এমনটা হচ্ছে না তো? খুব ভাল করে যদি লক্ষ্য করেন, তাহলে দেখবেন নেটওয়ার্কের কারণেই আপনার ফোনের ব্যাটারি হু হু করে নেমে যাচ্ছে। আপনি নিশ্চয়ই খুব সম্প্রতি 4G থেকে 5G-তে সুইচ করেছেন। অনেকেই জানাচ্ছেন যে, এখন ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়ার মূল কারণ হল 5G নেটওয়ার্ক। টুইটার, ফেসবুক-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মানুষজন লিখছেন, 5G-র কারণেই তাদের ফোনের ব্যাটারি জলদি খতম হচ্ছে। যদিও এ ব্যাপারে স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলি বা টেলিকম কোম্পানিগুলির তরফে কিছু জানানো হয়নি।

এমন একটা পরিস্থিতিতে গ্রাহকদের অনেকেই চাইছেন, 5G থেকে 4G-তে ফিরে আসতে। অনেকেই দাবি করেছেন, তাঁদের ইন্টারনেট স্পিডের থেকে বেশি করে দরকার ফোনের ব্যাটারিতে বেশি পরিমাণে চার্জ। অনেকে ইতিমধ্যেই 5G থেকে 4G-তে ফিরে এসেছেন। অনেকে আবার সুইচ করতে চেয়ে তার প্রক্রিয়াটি জানতে চাইছেন। Android বা iPhone ব্যবহাকারীরা কীভাবে 5G থেকে 4G-তে সুইচ করবেন সেই প্রক্রিয়াটি জেনে নিন।

Android ব্যবহারকারীরা কীভাবে 5G থেকে 4G-তে সুইচ করবেন?

* প্রথমে আপনার ফোন থেকে সেটিংসে অপশনে চলে যান।

* সেটিংস থেকে কানেক্টিভিটি অপশনে ক্লিক করে মোবাইল নেটওয়ার্কে প্রেস করুন।

* নেটওয়ার্ক মোডে ক্লিক করুন।

* এখানে আপনি বিভিন্ন নেটওয়ার্ক মোড দেখতে পাবেন। LTE/4G/3G/2G (অটো কানেক্ট) আপনার পছন্দের মোডটি বেছে নিন।

iPhone ব্যবহারকারীরা কীভাবে 5G থেকে 4G-তে সুইচ করবেন?

* আপনার আইফোনের সেটিংস অপশনে যান।

* সেখান থেকে সেলুলার অপশনে ক্লিক করুন।

* এবার সেলুলার ডেটা অপশনে ক্লিক করুন।

* ভয়েস ও ডেটা অপশনে প্রেস করুন।

* তারপর সম্পূর্ণরূপে 5G ইন-অ্যাক্টিভ করতে LTE বেছে নিন।