Infinix GT 10 Pro লঞ্চ হল ভারতে, রাত পোহালেই শুরু প্রি-বুকিং; ক্রেতাদের এত উৎসাহ কেন?
Infinix GT 10 Pro Price: কোম্পানি স্মার্টফোনে কিছু ছাড়ও দিচ্ছে। আপনি যদি আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করে মোবাইল কেনেন, তাহলে আপনি 2,000 টাকা ছাড় পাবেন।
Infinix GT 10 Pro Features: Infinix ভারতে Infinix GT 10 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। এটি একটি গেমিং স্মার্টফোন, যা প্রধানত গেম প্রেমীদের জন্যই বাজারে আনা হয়েছে। এই স্মার্টফোনটি দেখতে অনেকটা নাথিং ফোনের মতো। কারণ কোম্পানিটি ব্যাক প্যানেলে ডিজাইনটি নাথিং ফোন-এর মতোই রেখেছে। তবে ফিচারের দিক থেকে Nothing Phone-কে টেক্কা দিতে পারে কিনা, সেটাই দেখার। আপনি আগামীকাল অর্থাৎ 4 অগাস্ট দুপুর 12টা থেকে স্মার্টফোনটি প্রি-বুক করতে পারবেন। মোবাইল ফোনে রয়েছে 5000 mAh ব্যাটারি, 32MP সেলফি ক্যামেরা এবং 108MP প্রাইমারি ক্যামেরা। এটি মোবাইল গেম সাইবারপাঙ্ক অনুপ্রাণিত ডিজাইন এবং কাস্টমাইজেবল মিনি-এলইডি লাইট সহ এসেছে। চলুন জেনে নেওয়া যাক এই ফোনের দাম, ফিচার ও স্পেসিফিকেশন।
Infinix GT 10 Pro-এর দাম:
আপনি 19,999 টাকায় Infinix GT 10 Pro কিনতে পারবেন। কোম্পানি স্মার্টফোনে কিছু ছাড়ও দিচ্ছে। আপনি যদি আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করে মোবাইল কেনেন, তাহলে আপনি 2,000 টাকা ছাড় পাবেন। এবার এই ফিচার দেখে নেওয়া যাক।
Infinix GT 10 Pro-এর ফিচার ও স্পেসিফিকেশন:
Infinix GT 10 Pro-তে 120hz রিফ্রেশ রেট সহ একটি 6.67-ইঞ্চি FHD + LTPS AMOLED ডিসপ্লে রয়েছে, যা 900 নিট পিক ব্রাইটনেস এবং 1,920 হার্টজ হাই-ফ্রিকোয়েন্সি পিডাব্লিউএম ডিমিং সাপোর্ট করেস্মার্টফোনে MediaTek Dimensity 8050 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য, ফোনটিতে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার একটি প্রাথমিক ক্যামেরা 108MP এবং দু’টি ক্যামেরা 2MP-এর। সামনে একটি 32MP ক্যামেরা দেওয়া হয়েছে। Infinix GT 10 Pro তে, 5000 mAh ব্যাটারি 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট পেয়ে যাবেন। আপনি কালো এবং সাদা রঙে মোবাইল ফোন কিনতে পারবেন। ফোনটিতে 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
এই ফোনটি 5 অগাস্ট লঞ্চ হবে:
চিনা স্মার্টফোন নির্মাতা Poco একটি নতুন ফোন Poco M6 Pro 5G ভারতে 5 অগাস্ট আনতে চলেছে। ফোনটিতে 6.79 ইঞ্চি FHD + LCD ডিসপ্লে, Snapdragon 4 Gen 2 প্রসেসর, 5000 mAh ব্যাটারি এবং 50MP প্রাইমারি ক্যামেরা পাবেন। আপনি ফ্লিপকার্টের মাধ্যমে ফোনটি কিনতে পারবেন।