AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভারতে আসছে iPhone 13 Pro! দাম কত জানেন?

আই ফোনের নতুন মডেল সাধারণত সেপ্টেম্বরে আসে। তাই ধারণা করা হচ্ছে সেপ্টেম্বরেই নতুন মডেল লঞ্চ করা হবে।

ভারতে আসছে iPhone 13 Pro! দাম কত জানেন?
আই ফোন ১৩ প্রো: ফিচার, ক্যামেরা, স্টোরেজ, দাম!
| Edited By: | Updated on: Jun 11, 2021 | 5:38 PM
Share

অপেক্ষার অবসান হতে চলেছে। খুব শিগ্গির হাতে আসতে চলেছে আইফোন ১৩ প্রো। শোনা যাচ্ছে অনেকগুলি ভিন্ন এবং উন্নতমানের বৈশিষ্ট্য যোগ করা হয়েছে আইফোন ১৩ প্রো-এ। চলতি বছরে বাজারে আইফোন ১৩ সিরিজের ফোনগুলি আসলেই তা দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা নিয়ে সকলে আশাবাদী। দেখা যাক আইফোন ১৩ প্রো ফোনে কী কী ফিচার রয়েছে—

  • ছোট্ট একটি ‘খাঁজ’ বা ‘নচ’ থাকছে ডিসপ্লে স্ক্রিনে। নচে থাকবে ফ্রন্ট ফেসিং ক্যামেরা এবং সেন্সর। তবে এই নচ বা খাঁজ আগের মডেলগুলির তুলনায় অনেক ছোট হবে।
  • ইয়ারপিস লাগানোর জায়গা হবে ফোনের উপরের ফ্রেমে।
  • ফেস আইডির জন্য ভিএসসিইএল চিপের আকার ৫০ শতাংশ পর্যন্ত ছোট করা হয়েছে।
  • শোনা যাচ্ছে আইফোন ১৩ এবং আইফোন ১৩ প্রো ৭.৫৭ মিলিমিটার পুরু হবে যা আইফোন ১২-এর তুলনায় ০.১৭ মিলিমিটার বেশি পুরু। এমনকী আইফোন ১৩-এ থাকবে ২.৫১ মিলিমিটার ক্যামেরা বাম্প। আইফোন ১৩ প্রো-এ থাকবে ৩.৬৫ মিলিমিটার ক্যামেরা বাম্প।

আরও পড়ুন: ভারতে লঞ্চ হল ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৭৩, দেখে নিন এই ফোনের বিভিন্ন ফিচার এবং দাম

  • জানা যাচ্ছে ঘন কালো রঙেও আত্মপ্রকাশ করতে পারে আইফোন ১৩ প্রো!
  • ১২০এইচজেড রিফ্রেশ রেট এবং এলটিপিও প্রযুক্তিযুক্ত ডিসপ্লে নিয়ে হাজির হতে পারে ২০২১ এর আইফোন! ফলে ব্যাটারির আয়ু বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমনকী বিদ্যুৎ খরচও কম হবে।
  • খবর মিলছে, ‘টাচ আইডি’ নির্ভর ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে নতুন মডেলে।
  • থাকতে পারে ৩,০৯৫ থেকে ৪৩৫২ মিলি অ্যাম্পেয়ার ব্যাটারি।
  • থাকবে এ১৫ বায়োনিক চিপ যা ফোনের কার্যক্ষমতা বাড়িয়ে তুলবে ও ব্যাটরির আয়ু বাড়াবে।
  •  স্টোরেজ হতে পারে ১ টিবি পর্যন্ত।
  •  আইফোন ১৩ প্রো-এ মিলতে পারে ওয়াইফাই ৬ই সহায়তা।
  •  নতুন মডেলে সিক্স এলিমেন্ট আলট্রা ওয়াইড লেন্স থাকবে বলেই জানা যাচ্ছে। ছবির গুণগত মান বৃদ্ধির সঙ্গে অটোফোকাসের ক্ষমতাও বাড়বে এই নতুন প্রযুক্তিতে।
  • কামেরায় থাকতে পারে অ্যাস্ট্রোগ্রাফি মোড! অ্যাপার্চার থাকতে পারে এফ/১.৮ ( f/1.8 aperture) কম আলোতেও ঝকঝকে ছবি তোলার পক্ষে যা আদর্শ।
  • নতুন মডেলে লাইডার (LiDAR) সেন্সর থাকতে পারে বলে জানা যাচ্ছে।

আই ফোনের নতুন মডেল সাধারণত সেপ্টেম্বরে আসে। তাই ধারণা করা হচ্ছে সেপ্টেম্বরেই নতুন মডেল লঞ্চ করা হবে। এখনই আইফোন ১৩ প্রো মেডেলের দাম সম্পর্কে আন্দাজ করা যাচ্ছে না। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভারতে আইফোনের নতুন মডেলের দাম হতে পারে ১ লাখ ২৫ হাজার টাকার কাছাকাছি।