itel P40: দেখতে Poco-র ফোনের মতো, 3 ক্যামেরা আর 7GB পর্যন্ত ব়্যাম দিয়ে স্মার্টফোন আনল itel

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Anwesa Biswas

Updated on: Mar 17, 2023 | 12:24 PM

itel P40 Price: itel ভারতে তাদের নতুন বাজেট স্মার্টফোন itel P40 লঞ্চ করেছে। বিশেষ ব্য়পার হল ফোনটির ডিজাইন POCO-এর মত।

itel P40: দেখতে Poco-র ফোনের মতো, 3 ক্যামেরা আর 7GB পর্যন্ত ব়্যাম দিয়ে স্মার্টফোন আনল itel

itel P40 Features: ভারতীয় বাজারে কম বাজেটের স্মার্টফোন হিসেবে itel-এর বেশ জনপ্রিয়তা রয়েছে। কেম্পানিটি তাদের স্মার্টফোনে কম দামে অনেক দুর্দান্ত সব ফিচার দেয়। যারা কম দামে মোবাইল কেনার কথা ভাবছেন,তাদের জন্য় সুখবর রয়েছে। itel ভারতে তাদের নতুন বাজেট স্মার্টফোন itel P40 লঞ্চ করেছে। বিশেষ ব্য়পার হল ফোনটির ডিজাইন POCO-এর মত। যার পিছনের প্যানেলে একটি বড় ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির পিছনে LED ফ্ল্যাশ সহ ডুয়াল ক্যামেরা সেন্সর রয়েছে। নিরাপত্তার জন্য স্মার্টফোনে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়াও, পিছনের প্যানেলে একটি ওয়াটারড্রপ নচ এবং একটি টেক্সচার ফিনিশ রয়েছে, যাতে আপনি ভাল গ্রিপ পাবেন। আসুন জেনে নেওয়া যাক এই ফোনের দাম, ফিচার ও স্পেসিফিকেশন।

itel P40-এর দাম:

itel P40-এর দাম 7,699 টাকা। আপনি এই ফোনটি Force Black, Dreamy Blue, এবং Luxurious Gold-এই তিনটি রঙে কিনতে পারবেন। ফোনটি আইটেলের ওয়েবসাইট এবং অফলাইন স্টোর থেকে কেনা যাবে।

এই খবরটিও পড়ুন

itel P40-এর স্পেসিফিকেশন ও ফিচার:

itel P60-এ একটি 6.6-ইঞ্চি HD ডিসপ্লে সহ ওয়াটারড্রপ নচ, 1612 x 720 পিক্সেল রেজোলিউশন, 120Hz টাচ স্যাম্পলিং রেট। ফোনটিতে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি 6000mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির দাবি যে ফোনটি 57 দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম দিতে পারে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড 12 Go ভার্সনে চলে এবং নিরাপত্তার জন্য এতে একটি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। কানেক্টিভিটির জন্য় এতে রয়েছে 4G, Wi-Fi, Bluetooth এবং GPS।

itell

itel P40 এর পিছনে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে একটি 13MP প্রাথমিক সেন্সর এবং একটি VGA সেকেন্ডারি লেন্স রয়েছে। সেলফির জন্য সামনে একটি 5MP ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটি 6GB + 32GB, 4GB + 64GB এবং 7GB + 64GB স্টোরেজ ভ্য়ারিয়েন্টে রয়েছে। স্মার্টফোনটিতে মেমরি ফিউশন টেকনোলজি রয়েছে। itel P40 একটি 9.2 মিমি আল্ট্রা-স্লিম বডি এবং ফিউচারিস্টিক এক্সট্রা-লার্জ ডাবল লেন্স সেটআপ দিয়ে ডিজাইন করা হয়েছে।

itel PAD 1ও চালু করেছে:

সম্প্রতি Itel ভারতে ITEL PAD 1 লঞ্চ করেছে। ITEL PAD 1 HD+ রেজোলিউশন সহ একটি 10.1-ইঞ্চি IPS LCD ডিসপ্লে খেলা করে। ডিভাইসটি OCTA-CORE SC9863A1 প্রসেসর দ্বারা চালিত এবং 4GB RAM এবং 128GB ইনটারনাল স্টোরেজ রয়েছে। ট্যাবলেটে মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করে, 8MP রিয়ার-ফেসিং ক্যামেরা এবং 5MP সেলফি ক্যামেরা রয়েছে।

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla