AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

২২ জুন ভারতে আসছে Mi 11 Lite, কত দাম হতে পারে এই ফোনের?

শাওমির তরফে আনুষ্ঠানিক ভাবে ফোনের দাম বা স্টোরেজ কনফিগারেশন, কিছুই ঘোষণা করা হয়নি। যদিও ইউরোপের মার্কেটে এই ফোন লঞ্চ হয়েছে। সেখানকার দাম এবং স্টোরেজ কনফিগারেশন দেখে ভারতীয় ভ্যারিয়েন্টের দাম এবং স্টোরেজ সম্পর্কে একটা আন্দাজ করা সম্ভব। 

২২ জুন ভারতে আসছে Mi 11 Lite, কত দাম হতে পারে এই ফোনের?
ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই ফোন।
| Edited By: | Updated on: Jun 12, 2021 | 11:20 PM
Share

ভারতে আসছে শাওমির নতুন স্মার্টফোন এমআই ১১ লাইট। শোনা যাচ্ছে, ৪জি ভ্যারিয়েন্টে এই ফোন ভারতে লঞ্চ হবে। আগামী ২২ জুন ভারতের বাজারে এমআই ১১ লাইট লঞ্চ হবে। ফ্লিপকার্ট থেকে ফোন কিনতে পারবেন আগ্রহী গ্যাজেট প্রেমীরা। গ্লোবাল মার্কেটে আগেই এমআই ১১ লাইট লঞ্চ হয়েছে। শাওমির এই স্মার্টফোনের ৪জি- র পাশাপাশি ৫জি ভ্যারিয়েন্টও লঞ্চ হয়েছে বিশ্বের দরবারে। তবে ভারতে ৪জি মডেলই আপাতত লঞ্চ হবে বলে শোনা গিয়েছে।

ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ায় ইতিমধ্যেই এমআই ১১ লাইট ফোনের জন্য একটি পেজ তৈরি হয়েছে। যদিও সেখানে ফোনের কোনও ফিচার প্রসঙ্গে কিছু বলা হয়নি। শোনা যাচ্ছে, এই ফোন ৬.৮ মিলিমিটার পুরু হতে পারে। ওজন হতে পারে মাত্র ১৫৭ গ্রাম। ফ্লিপকার্টের তরফে শুধু এটুকুই নিশ্চিত করা হয়েছে যে, এমআই ১১ লাইট এই ই-কমার্স সংস্থার ওয়েবসাইট মারফৎ কেনা সম্ভব। বাকি আর কোনও তথ্যই তারা জানায়নি।

এমআই ১১ লাইট ফোনের ভারতে কত দাম হতে পারে?

শাওমির তরফে আনুষ্ঠানিক ভাবে ফোনের দাম বা স্টোরেজ কনফিগারেশন, কিছুই ঘোষণা করা হয়নি। যদিও ইউরোপের মার্কেটে এই ফোন লঞ্চ হয়েছে। সেখানকার দাম এবং স্টোরেজ কনফিগারেশন দেখে ভারতীয় ভ্যারিয়েন্টের দাম এবং স্টোরেজ সম্পর্কে একটা আন্দাজ করা সম্ভব।

আরও পড়ুন- Samsung Galaxy M32: চলতি মাসেই ভারতে লঞ্চ হতে পারে এই নতুন স্মার্টফোন, দেখে নিন সম্ভাব্য ফিচার

ইউরোপে এমআই ১১ লাইট- এর ৪জি ভ্যারিয়েন্টের ৬ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ছিল EUR ২৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ২৬,৬০০ টাকা। অন্যদিকে, ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের আর একটি মডেল লঞ্চ হয়েছিল ইউরোপে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে ২৫ হাজার টাকার আশপাশে বা তার মধ্যেই দাম হবে এমআই ১১ লাইট ফোনের।