Samsung Galaxy M32: চলতি মাসেই ভারতে লঞ্চ হতে পারে এই নতুন স্মার্টফোন, দেখে নিন সম্ভাব্য ফিচার

এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।

Samsung Galaxy M32: চলতি মাসেই ভারতে লঞ্চ হতে পারে এই নতুন স্মার্টফোন, দেখে নিন সম্ভাব্য ফিচার
সম্ভবত এই রকমই দেখতে হবে স্যামসাং গ্যালাক্সি এম৩২- এর ভারতীয় ভ্যারিয়েন্ট।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 12, 2021 | 6:36 PM

স্যামসাং গ্যালাক্সি এম৩২ ফোনের সম্ভাব্য ফিচার প্রকাশ হয়েছে অনলাইনে। শোনা যাচ্ছে, চলতি মাসে নাকি ভারতে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন। যদিও স্যামসাং গ্যালাক্সি কর্তৃপক্ষের তরফে এখনও আনুষ্ঠানিক ভাবে এই ফোন লঞ্চের ব্যাপারে কোনও ঘোষণা করা হয়নি। যেসমস্ত সম্ভাব্য ফিচার জানা গিয়েছে, তা সবই বিভিন্ন টিপস্টারের মাধ্যমে অনলাইনে প্রকাশ হয়েছে। দেখে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এম৩২ ফোনে ঠিক কী কী ফিচার থাকতে পারে।

স্যামসাং গ্যালাক্সি এম৩২- এর সম্ভাব্য ফিচার

১। ফুল এইচডি প্লাস সুপার AMOLED ইনফিনিটি-ইউ ডিসপ্লে থাকতে পারে এই ফোনে।

২। স্যামসাং গ্যালাক্সি এম৩২ ফোনে octa-core MediaTek Helio G85 প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে।

৩। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে।

৪। স্যামসাং গ্যালাক্সির এই ফোনের ব্যাটারি হতে পারে ৬০০০mAh।

৫। ভারতের ক্ষেত্রে দু’টি রঙে পাওয়া যেতে পারে স্যামসাং গ্যালাক্সি এম৩২ ফোন। কালো এবং নীল রঙে সম্ভবত পাওয়া যেতে পারে এই ফোন।

৬। শোনা যাচ্ছে, দু’টি স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হতে পারে স্যামসয়াং গ্যালাক্সি এম৩২ ফোন। ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, এই দুই ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে স্যামসাং গ্যালাক্সি এম৩২ মডেলের। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১টিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানোর অপশনও থাকতে পারে।

৭। এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে একটি ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর (আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স), একটি ৫ মেগাপিক্সলের ম্যাক্রো লেন্স- সহ সেনসর এবং একটি ৫ মেগাপিক্সেলের ডেপথ সেনসর থাকতে পারে।

আরও পড়ুন- ভারতে আসছে iPhone 13 Pro! দাম কত জানেন?

৮। এই ফোনে থাকতে পারে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেনসর।