AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Moto G51: লঞ্চ হয়েছে মোটোরোলা ‘জি’ সিরিজের নতুন ফোন জি৫১, রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা

চিনে মোটো জি৫১ ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY ১৪৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ১৭,৫০০ টাকা। এই একটিই স্টোরেজ কনফিগারেশনে চিনে লঞ্চ হয়েছে মোটোরোলা 'জি' সিরিজের ফোন মোটো জি৫১।

Moto G51: লঞ্চ হয়েছে মোটোরোলা 'জি' সিরিজের নতুন ফোন জি৫১, রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা
একটিই স্টোরেজ কনফিগারেশনে চিনে লঞ্চ হয়েছে মোটোরোলা 'জি' সিরিজের ফোন মোটো জি৫১।
| Edited By: | Updated on: Nov 07, 2021 | 8:06 PM
Share

মোটোরোলার নতুন ফোন জি৫১ লঞ্চ হয়েছে চিনে। এই স্মার্টফোনে রয়েছে একটি Qualcomm Snapdragon ৪৮০ প্লাস প্রসেসর। এছাড়াও রয়েছে একটি ৫০০০mAh ব্যাটারি। মোটোরোলার এই ফোনকে বলা হচ্ছে বাজেট হ্যান্ডসেট। এখানে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। আর ডিসপ্লের উপর সেলফি ক্যামেরা সেট করার জন্য রয়েছে একটি হোল পাঞ্চ কাট আউট নচ ডিজাইন। ফোনের পিছনের অংশে লম্বা ক্যাপস্যুলের আকারে রয়েছে ক্যামেরা মডিউল। সেখানেই সাজানো রয়েছে সব সেনসর। মোটো জি৫১ ফোনে রয়েছে একটি ৬.৮ ইঞ্চির IPS LCD ডিসপ্লে। আন্তর্জাতিক বাজারে এই ফোন কবে লঞ্চ হবে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

মোট জি৫১ স্মার্টফোনের দাম কত?

চিনে মোটো জি৫১ ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY ১৪৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ১৭,৫০০ টাকা। এই একটিই স্টোরেজ কনফিগারেশনে চিনে লঞ্চ হয়েছে মোটোরোলা ‘জি’ সিরিজের ফোন মোটো জি৫১। নীল এবং ধূসর রঙে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন। আপাতত চিনেই এই ফোন কেবলমাত্র পাওয়া যাচ্ছে। ভারতে মোটো জি৫১ লঞ্চ হবে কিনা, সে ব্যাপারে মোটোরোলা সংস্থা এখনও কিছু জানায়নি। চিনে China Mobile স্টোর থেকে মোটো জি৫১ ফোন কেনা যাচ্ছে।

মোটো জি৫১ ফোনের বিভিন্ন ফিচার

  • MY UI 2.0- এর সাহায্যে পরিচালিত হয় মোটো জি৫১ ফোন। এই ফোনে একটি ৬.৮ ইঞ্চির হোল পান ডিজাইনের এলসিডি ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
  • মোটোরোলার এই স্মার্টফোনের Qualcomm Snapdragon ৪৮০+ অক্টা-কোর প্রসেসরের সঙ্গে রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।
  • এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের S5JKN1 প্রাইমারি সেনসর রয়েছে। এর সঙ্গেই রয়েছে ৮ মেগাপিক্সেলের একটি সেনসর এবং ২ মেগাপিক্সেলের একটি সেনসর।
  • রেয়ার ক্যামেরায় ডুয়াল ভিউ রেকর্ডিং, মাইক্রো মোশন ফটোগ্রাফি, স্পট কালার ফটোগ্রাফি, ম্যাক্রো ফটোগ্রাফি এবং স্মাইলিং ফেস ক্যাপচার— এইসব ফিচার রয়েছে।
  • এই ফোনের ৫০০০mAh ব্যাটারির সঙ্গে রয়েছে ১০W ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও রয়েছে ডলবি অ্যাটমোস সাপোর্ট। ফোনের পিছনের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আর কানেক্টিভিটি অপশন হিসেবে রয়েছে ডুয়াল ৫জি সাপোর্ট।