Motorola X30 Pro: বিশ্বের প্রথম 200MP ক্যামেরা স্মার্টফোন লঞ্চ করল মোটোরোলা, দাম কত জানেন?
World's First 200MP Camera Smartphone: বিশ্বের প্রথম 200 মেগাপিক্সেল ক্যামেরা স্মার্টফোনটি নিয়ে এল মোটোরোলা। সেই Motorola X30 Pro ফোনের দাম ও ফিচার সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নেওয়া যাক।
দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে Motorola X30 Pro ফোনটি লঞ্চ করে গেল। এটিই দুনিয়ার প্রথম স্মার্টফোন, যাতে 200MP ক্যামেরা রয়েছে। শুধু এই ফোনটিই নয়। তার সঙ্গেই আবার সংস্থাটি নিয়ে এসেছে Moto Razr 2022 নামকও আর একটি ফোন। তবে সব দিক থেকে আপাতত চর্চার কেন্দ্রবিন্দুতে মোটোরোলার X30 Pro ফোনটি। তার কারণ শুধুই 200MP ক্যামেরা নয়। পাশাপাশি এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 প্রসেসর এবং 125W ফাস্ট চার্জিং সাপোর্ট, যা এক কথায় বিরাট। আপাতত এই ফোনটি লঞ্চ করা হয়েছে কেবলমাত্র চিনের মার্কেটের জন্য। বিশ্বের অন্যান্য প্রান্তেও প্রথম 200 মেগাপিক্সেল ক্যামেরার হ্যান্ডসেটটি লঞ্চ করে যাবে।
Motorola X30 Pro: স্পেসিফিকেশন, ফিচার
এই Motorola X30 Pro স্মার্টফোনে রয়েছে স্যামসাংয়ের ISOCELL HP1 200MP সেন্সর। আর এটাই হল ফোনের সবথেকে বড় ইউএসপি। এই সেন্সর তার পিক্সেলগুলিকে 16 থেকে 1-এ বিন করিয়ে 12.5MP রেজ়োলিউশনের ছবি প্রোডিউস করতে পারে। যদিও আপনি 200MP , এমনকি 50MP-তেও নেটিভলি শুটিং করতে পারবেন। 1/1.22 ইঞ্চির সেন্সরটি একটি অপ্টিক্যালি স্টেবিলাইজ়ড লেন্সের সঙ্গে দেওয়া হয়েছে, যার অ্যাপার্চার f/1.95। X30 Pro ফোনের মূল ক্যামেরাটি 30fps রেটে 8K ভিডিয়ো রেকর্ড করতে পারে।
তবে মোটোরোলার এই দুর্ধর্ষ ফোনটিতে যে কেবল একটি মাত্রই ক্যামেরা রয়েছে, এমনটা নয়। 200MP মেইন ক্যামেরার পাশাপাশিই এই ফোনে একটি 50MP সেন্সর দেওয়া হয়েছে, যা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হিসেবে কাজে লাগতে পারে। এছাড়াও রয়েছে একটি 12MP টেলিফটো, যা 2X পর্যন্ত অপ্টিক্যাল জ়ুম সাপোর্ট করবে। এছাড়া সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি 60MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে।
অন্যান্য স্পেসিফিকেশনের দিক থেকে এই ফোনে রয়েছে একটি 6.67 ইঞ্চির 10 বিট IPS LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 144Hz। এই ডিসপ্লে 1250 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে এবং HDR10 Plus প্লেব্যাক সাপোর্ট করে। বায়োমেট্রিক্সের দিক থেকে এই ফোনে রয়েছে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হবে একটি স্ন্যাপড্রাগন 8 Plus Gen 1 প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা থাকছে 12GB পর্যন্ত র্যাম এবং 512GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। সফটওয়্যার হিসেবে এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভিত্তিক MyUI 4.0 অপারেটিং সিস্টেম। এছাড়া অত্যন্ত শক্তিশালী একটি 4,610mAh ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনে, যা 125W ফাস্ট ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।
Motorola X30 Pro: দাম, উপলব্ধতা
Motorola X30 Pro ফোনটির দাম চিনে CNY 3,499 টাকা বা ভারতীয় মুদ্রায় 41,350 টাকা থেকে শুরু হচ্ছে এবং এই দাম ধার্য করা হয়েছে ফোনের 8GB র্যাম ও 128GB স্টোরেজের জন্য। অন্যান্য দুটি স্টোরেজ কনফিগারেশনের দাম যথাক্রমে 12GB/256GB-এর CNY 3,999 বা 47,250 টাকা প্রায় এবং 12GB/512GB-এর CNY 4,299 বা 50,800 টাকা প্রায়। তবে মোটোরোলার এই ফোনের দাম ভারতে একই হবে কি না, সে বিষয়ে কোনও নিশ্চিত বার্তা এখনও পর্যন্ত মেলেনি।