Nokia লঞ্চ করল 999 টাকায় দুর্দান্ত সব ফিচারে ঠাসা কিপ্যাড ফোন, করা যাবে UPI পেমেন্টও
Nokia 105 Classic Price: Nokia 105 Classic-এর দাম 999 টাকা। এটি চারকোল এবং নীল রঙে কিনে নিতে পারবেন। এই 2G ফিচার ফোনটির বিক্রি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ফোনটি চারটি ভ্যারিয়েন্টে এসেছে। এর মধ্যে রয়েছে সিঙ্গেল সিম, চার্জার সহ ডুয়াল সিম এবং চার্জার ছাড়া সুবিধা।
স্মার্টফোনের সঙ্গে সঙ্গে ফিচার ফোনের চাহিদা যে অনেকটাই কমেছে, তা ঠিক। কিন্তু একেবারেই কমে যায়নি। দাম কম হওয়ার কারণে এখনও বহু মানুষ ফিচার ফোন ব্যবহার করে। সেই সঙ্গে রিচার্জের খরচও অনেকটাই কম। আর ফিচার ফোন বা কিপ্যাড ফোন বলতেই মাথায় প্রথম যে কোম্পানিটির নাম আসে, তা হল Nokia। নোকিয়া মাত্র 999 টাকায় একটি ফিচার ফোন লঞ্চ করেছে। এর নাম Nokia 105 Classic। এটি একটি 2G ফিচার ফোন। এতে আপনি কীবোর্ড এবং UPI অ্যাপ্লিকেশনের সুবিধা পাবেন। নকিয়ার ফোনটি সেইসব ব্যবহারকারীদের জন্য যারা কম টাকায় একটি ফোন রাখতে চান।
ফোনের সঙ্গে আর কী কী দেওয়া হবে?
Nokia 105 Classic-এর দাম 999 টাকা। এটি চারকোল এবং নীল রঙে কিনে নিতে পারবেন। এই 2G ফিচার ফোনটির বিক্রি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ফোনটি চারটি ভ্যারিয়েন্টে এসেছে। এর মধ্যে রয়েছে সিঙ্গেল সিম, চার্জার সহ ডুয়াল সিম এবং চার্জার ছাড়া সুবিধা। ফোনটি কিনলে কোম্পানির পক্ষ থেকে এক বছরের নিশ্চিত রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন।
Nokia 105 Classic-এর ফিচার ও স্পেসিফিকেশন:
Nokia 105 Classic-এর একটি চমৎকার এর্গোনমিক ডিজাইন রয়েছে। ফ্যানটিতে 800mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটি একটি 2G ফিচার ফোন। তবুও এতে আপনি প্রচুর ফিচার পেয়ে যাবেন। এতে রয়েছে ওয়্যারলেস এফএম সুবিধা। অর্থাৎ কোনও হেডফোন কানেক্ট না করলেও আপনি রেডিওতে গান শুনতে পারবেন। Nokia ফোনে UPI পেমেন্ট ফিচার পাওয়া যায়। এই ধরনের ফিচার সাধারণত স্মার্টফোনে দেখা যায়। কিন্তু ফিচার ফোনেও এবার সেই সুবিধা দিল Nokia।