Nokia C12 Pro: 7,000 টাকারও কমে বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোন লঞ্চ করল Nokia, দেখুন ফিচার
Nokia C12 Pro Price: Nokia C12 Pro ফোনটি আনা হয়েছে 7 হাজারেরও কমে। ফোনটিতে Octa Core Unisoc চিপসেট এবং 64 GB পর্যন্ত স্টোরেজ দেওয়া রয়েছে।
Nokia C12 Pro Features: HMD Global ভারতে তাদের নতুন ফোন Nokia C12 Pro লঞ্চ করেছে। Nokia C12 Pro একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন হিসেবে পেশ করা হয়েছে। কোম্পানি সম্প্রতি ভারতের বাজারে Nokia C12 পেশ করেছে। এই ফোনটি 5,999 টাকা দামে পেশ করা হয়েছে। একইসঙ্গে Nokia C12 Pro ফোনটি আনা হয়েছে 7 হাজারেরও কমে। ফোনটিতে Octa Core Unisoc চিপসেট এবং 64 GB পর্যন্ত স্টোরেজ দেওয়া রয়েছে। Nokia C12 Pro-তে রয়েছে 6.3 ইঞ্চি HD Plus ডিসপ্লে এবং 8 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এছাড়াও ফোনটির ক্যামেরায় নাইট ও পোট্রেট মোড সাপোর্ট করবে। চলুন জেনে নেওয়া যাক ফোনটির দাম এবং অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে।
Nokia C12 Pro-এর দাম:
এই নতুন Nokia C12 Pro ফোনটি চারকোল এবং ডার্ক সায়ানে কিমতে পারবেন। ফোনটির 2 জিবি র্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে 6,999 টাকা এবং 3 জিবি র্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজের দাম 7,499 টাকা রাখা হয়েছে। কোম্পানির তরফে দাবি করা হয়েছে যে, এতে 2 বছরের সিকিউরিটি আপডেট আসবে। এছাড়াও 12 মাসের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি পাওয়া যাবে।
Nokia C12 Pro-এর ফিচার ও স্পেসিফিকেশন:
6.3 ইঞ্চি এইচডি প্লাস আইপি এলসিডি, নচ ডিজাইনের এই ডিসপ্লে 60 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনটিতে ডুয়াল সিম সাপোর্ট দেওয়া হয়েছে। Nokia C12 Pro 4G কানেক্টিভিটি রয়েছে। এতে অক্টা কোর ইউনিসক চিপসেট রয়েছে। ফোনটিতে দু’টি স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে, 2 জিবি র্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ এবং 3 জিবি র্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ। RAMও কার্যত 2 GB পর্যন্ত বাড়ানো যেতে পারে। RAM-এর সঙ্গে 64 GB স্টোরেজ পাওয়া যায়। RAMও কার্যত 2 GB পর্যন্ত বাড়ানো যেতে পারে। RAM-এর সঙ্গে 64 GB স্টোরেজ পাওয়া যায়। RAMও 2 GB পর্যন্ত বাড়ানো যেতে পারে।
ফোনে Android 12 (Go Edition) পাওয়া যাচ্ছে। কোম্পানির ফোন সহ দু’টি সিকিউরিটি আপডেটও দেওয়া যাচ্ছে। এছাড়াও, Nokia C12 Pro এর জন্য 12 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে। 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা পাওয়া যায়। এর সঙ্গে LED ফ্ল্যাশও রয়েছে। ফোনটিতে সেলফি তোলার জন্য একটি 5-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যায়। ফোনটির ব্যাটারির ক্ষমতা সম্পর্কে কোম্পানি কোনও তথ্য দেয়নি।