Nokia Play 2 Max 2023: ছকভাঙা Nokia ফোন, বীভৎস ব্যাটারি ও ক্যামেরা, শুধু অ্যান্ড্রয়েড নয়, iPhone এরও ঘুম কেড়ে নিতে পারে!

Nokia Play 2 Max 2023 ফোনটি ভারতে লঞ্চ হতে পারে চলতি বছরের শেষেই। ভারত সহ বিশ্বের অন্যান্য প্রান্তেও লঞ্চ করা হবে ফোনটি। এখন প্রশ্ন হচ্ছে, কত দাম হতে পারে এই ফোনের? ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নোকিয়ার এই ফোনটি ভারতে লঞ্চ করা হতে পারে 36,400 টাকায়।

Nokia Play 2 Max 2023: ছকভাঙা Nokia ফোন, বীভৎস ব্যাটারি ও ক্যামেরা, শুধু অ্যান্ড্রয়েড নয়, iPhone এরও ঘুম কেড়ে নিতে পারে!
এরকম অ্যান্ড্রয়েড ফোন আগে দেখেননি...
Follow Us:
| Edited By: | Updated on: Jun 29, 2023 | 4:21 PM

Nokia-র একটি দুর্ধর্ষ ফোন লঞ্চের জন্য অনেকদিন ধরেই অপেক্ষা করছেন ভক্তরা। iPhone-এর যোগ্য অ্যান্ড্রয়েড প্রতিদ্বন্দ্বী সেই ফোনের নাম Nokia Magic Max। পাওয়াহাউস এই ফোনটিকে কয়েক দিনের মধ্যেই বাজারে নামাতে পারে Nokia। এর মধ্যেই আরও একটি নতুন Nokia ফোন নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে। সেই ফোনটি হল Nokia Play 2 Max 2023। অসামান্য কিছু ফিচার্স থাকছে ফোনটিতে। কেন এই অ্যান্ড্রয়েড স্মার্টফোন গেম চেঞ্জার হতে চলেছে, তার কারণগুলি জেনে নেওয়া যাক।

Nokia Play 2 Max 2023: অনবদ্য ডিসপ্লে ও কাটিং এজ প্রসেসর

Nokia Play 2 Max 2023 ফোনে থাকতে পারে বিরাট 6.7 ইঞ্চির সুপার AMOLED ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে। কর্নিং গোরিলা গ্লাস 7 দ্বারা সুরক্ষিত হবে ডিসপ্লেটি, যা ফোনের স্ক্রিন সবসময় স্বচ্ছ এবং স্ক্র্যাচ মুক্ত রাখতে সাহায্য করবে। পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে অত্যন্ত শক্তিশালী Qualcomm Snapdragon 865 প্লাস প্রসেসরের সাহায্যে। সফটওয়্যারের দিক থেকে Android 11 ভিত্তিক একটি অপারেটিং সিস্টেম দেওয়া হচ্ছে, যা যথার্থ ইউজ়ার ফ্রেন্ডলি অভিজ্ঞতা দিতে পারবে।

Nokia Play 2 Max 2023: বীভৎস র‌্যাম ও স্টোরেজ

RAM ও স্টোরেজের দিক থেকে Nokia Play 2 Max 2023 এর কোনও বিকল্প হতে পারে না। 10GB, 12GB এবং 16GB-র বিরাট RAM পেয়ে যাবেন এই ফোনে। ইন্টারনাল স্টোরেজ হিসেবে থাকছে 128GB, 256GB এবং 512GB পর্যন্ত অপশন। তারপরেও আবার থাকবে স্টোরেজ বাড়িয়ে নেওয়ার জন্য মাইক্রো এসডি কার্ড ব্যবহারের বাড়তি সুবিধা।

Nokia Play 2 Max 2023: বিশাল ব্যাটারি ও দুর্ধর্ষ ক্যামেরা সেটআপ

থাকছে একটি 8000mAh নন-রিমুভেবল ব্যাটারি, যা Nokia Play 2 Max 2023 ফোনটিকে লং-লাস্টিং পাওয়ার দিতে সাহায্য করবে আপনার মাল্টিটাস্কিংয়ের জন্য। তার উপরে আবার ওয়্যারলেস চার্জিং তো সাপোর্ট করবেই। ক্যামেরা সেটআপ তো এক্কেবারে ঢেলে সাজানো হচ্ছে। কোয়াড ক্যামেরা সিস্টেমের এই ফোনে থাকছে 108MP সেন্সর। সেকেন্ডারি হিসেবেও একটি 108MP সেন্সর দেওয়া হচ্ছে। অন্যান্য গৌণ ক্যামেরাগুলির মধ্যে থাকছে 32MP এবং 16MP-র দুটি অতিরিক্ত সেন্সর। ফোনের সামনে থাকছে আরও দুটি ক্যামেরা, যার একটি 64MP Google AI লেন্স এবং অপরটি 20MP-র।

Nokia Play 2 Max 2023: দাম কত হতে পারে, কবে পাওয়া যাবে

Nokia Play 2 Max 2023 ফোনটি ভারতে লঞ্চ হতে পারে চলতি বছরের শেষেই। ভারত সহ বিশ্বের অন্যান্য প্রান্তেও লঞ্চ করা হবে ফোনটি। এখন প্রশ্ন হচ্ছে, কত দাম হতে পারে এই ফোনের? ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নোকিয়ার এই ফোনটি ভারতে লঞ্চ করা হতে পারে 36,400 টাকায়। এখন দেখার সত্যিই এই দামে নাকি তার কিছুটা কমেই লঞ্চ করা হতে পারে Nokia Play 2 Max।