Nothing Phone (1)-এ অভাবনীয় ছাড়! Flipkart-এ 37,999 টাকার ফোন মাত্র 3,000 টাকায়

নতুন বছরে Flipkart-এ শুরু হয়েছে Big Bachat Dhamaal সেল। এই সেলেই আপনি 30,000 টাকার বেশি দামের এই ফোনটি পেয়ে যাবেন মাত্র 3,000 টাকায়। কীভাবে পাবেন এই অফারটি, কেন এখনও Nothing Phone (1) আপনার জন্য সেরা অপশন, সেই সব তথ্য একনজরে দেখে নেওয়া যাক।

Nothing Phone (1)-এ অভাবনীয় ছাড়! Flipkart-এ 37,999 টাকার ফোন মাত্র 3,000 টাকায়
Nothing Phone 1-এ দুর্দান্ত ছাড়।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 06, 2023 | 5:14 PM

2022 সালের সবথেকে চর্চিত ফোন ছিল Nothing Phone (1)। কিন্তু সেই ফোনের দাম 30,000 টাকার উপরে হওয়ার ফলে তা অনেকেই কিনতে পারেননি। তবে এবার Flipkart আপনাকে গত বারের সবথেকে চর্চিত ফোন এক্কেবারে জলের দরে কেনার সুযোগ করে দিয়েছে। নতুন বছরে Flipkart-এ শুরু হয়েছে Big Bachat Dhamaal সেল। এই সেলেই আপনি 30,000 টাকার বেশি দামের এই ফোনটি পেয়ে যাবেন মাত্র 3,000 টাকায়। কীভাবে পাবেন এই অফারটি, কেন এখনও Nothing Phone (1) আপনার জন্য সেরা অপশন, সেই সব তথ্য একনজরে দেখে নেওয়া যাক।

Nothing Phone (1): কত দাম, কত টাকা ছাড়

Nothing Phone (1)-এর একাধিক স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে। তাদের মধ্যে এক্কেবারে হাই-এন্ড মডেলটির দাম 37,999 টাকা। বেসিক স্টোরেজ মডেলটির দাম 33,999 টাকা। প্রাথমিকভাবে এই ফোনটি ভারতে নিয়ে আসা হয়েছিল 32,999 টাকা। পরবর্তীতে ফোনের দাম 1,000 টাকা বাড়িয়ে 33,999 টাকা করা হয়।

ফ্লিপকার্ট এই ফোনের উপরে ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়ার পরে এর 8GB + 128GB ভ্যারিয়েন্টের দাম 27,499 টাকা। অর্থাৎ, এক ধাক্কায় এই ফোনের উপরে 5,400 টাকা ছাড় দিচ্ছে Flipkart। এরপরে আবার থাকছে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড ব্যবহারকারীদের জন্য 5% ক্যাশব্যাক। ফলে, ফোনটির দাম হয়ে যাচ্ছে 26,124 টাকা।

সবথেকে বড় আপনি পেয়ে যাবেন, যদি ফোনটি এক্সচেঞ্জ করেন। আপনার পুরনো ফোনটি বদলে যদি নিজেকে Nothing Phone (1)-এ আপগ্রেড করিয়ে নিতে চান, তাহলে পেয়ে যাবেন 23,000 টাকা পর্যন্ত ছাড়। তবে যে ফোনটি বদলাবেন, তার পরিস্থিতি অত্যন্ত ভাল হতে হবে। আর এই বিরাট অফারের ফলে Flipkart থেকে Nothing Phone (1) আপনি পেয়ে যাবেন মাত্র 3,124 টাকায়।

Nothing Phone (1): স্পেসিফিকেশন, ফিচার

সাদা এবং কালো দুটি রঙে পাওয়া যাবে Nothing Phone (1)। কাটিং-এজ গ্লিফ ইন্টারফেস দেওয়া হয়েছে ফোনটিতে। রয়েছে 6.55 ইঞ্চির ফুল HD+ OLED স্ক্রিন, যা 60Hz-120Hz পর্যন্ত অ্যাডজাস্টেবল রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পাশাপাশি এই ডিসপ্লে HDR10+ সাপোর্টেড।

ফোনটির রিয়ার ক্যামেরা মডিউলে রয়েছে 50MP অ্যাডভান্সড সেন্সর। এই প্রাইমারি ক্যামেরায় Sony IMX766 ফ্ল্যাগশিপ ক্যামেরা সেন্সর ব্যবহৃত হয়েছে। Nothing Phone (1)-এর ক্যামেরা সেটআপ একাধিক জরুরি ফিচার সাপোর্ট করে। তার মধ্যে উল্লেখযোগ্য হল সিন ডিটেকশন এবং নাইট মোড। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে রয়েছে 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর।

চমৎকার ব্যাটারিও রয়েছে Nothing Phone (1)-এ। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, একবার চার্জে 18 ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারে নাথিং ফোনের ব্যাটারি। এছাড়া দুই দিনের স্ট্যান্ডবাই সাপোর্টও দিতে পারে ফোনটি। এছাড়া, দ্রুত চার্জিং ক্ষমতাসম্পন্ন এই ফোনটি মাত্র আধ ঘণ্টার মধ্যেই 0% থেকে 50% চার্জ করতে পারে।