10,499 টাকায় ভারতে Oppo A17k-এর আগমন, 8 মেগাপিক্সেল ক্যামেরা, 5000mAh ব্যাটারি
Oppo A17k ফোনটি ভারতে একটিই মাত্র স্টোরেজ ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে। সেই 4GB RAM এবং তার সঙ্গে 64GB স্টোরেজ স্পেসের Oppo A17k ফোনের দাম 10,499 টাকা।

Oppo ভারতে তার A-Series প্রসারিত করল একটি নতুন ফোন দিয়ে। সংস্থার সেই লেটেস্ট ফোনটি হল Oppo A17k। বুধবার এই নতুন ফোনটি নিয়ে হাজির হল Oppo। গত সেপ্টেম্বরে সংস্থা যে Oppo A17 লঞ্চ করেছিল, তারই আপগ্রেডেড ভার্সন হল এই নতুন ফোনটি। Oppo A17k-এ পারফরম্যান্সের জন্য একটি MediaTek প্রসেসর রয়েছে। ফটোগ্রাফির জন্য রয়েছে একটি সিঙ্গেল ক্যামেরা সেটআপ।
Oppo A17k: দাম ও উপলব্ধতা
Oppo A17k ফোনটি ভারতে একটিই মাত্র স্টোরেজ ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে। সেই 4GB RAM এবং তার সঙ্গে 64GB স্টোরেজ স্পেসের Oppo A17k ফোনের দাম 10,499 টাকা। Oppo-র অফিসিয়াল ওয়েবসাইট এবং দেশের বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে ফোনটি শীঘ্রই ক্রয় করতে পারবেন কাস্টমাররা। আপাতত এই ওয়েবসাইটগুলিতে লেখা হচ্ছে, ‘কামিং সুন’। অর্থাৎ উপলব্ধতা এখন শুধুই সময়ের অপেক্ষা। পাশাপাশি দেশের বিভিন্ন রিটেল দোকানেও এই ফোন কেনা যাবে। গোল্ড ও নেভি ব্লু- এই দুই রঙে ফোনটি ক্রয় করতে পারবেন ক্রেতারা।
Oppo A17k: ফিচার ও স্পেসিফিকেশন
Oppo A17k ফোনে রয়েছে একটি 6.56 ইঞ্চির IPS LCD স্ক্রিন, যা HD+ রেজ়োলিউশন সাপোর্ট করে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 60Hz এবং পিক ব্রাইটনেস 600 নিটস। সফটওয়্যারের দিক থেকে Android 12 ভিত্তিক ColorOS 12.1 অপারেটিং সিস্টেমের সাহায্যে চালিত হবে ফোনটি।
প্রসেসর হিসেবে Oppo A17k-এ রয়েছে MediaTek Helio G35 চিপসেট। এই চিপসেট পেয়ার করা রয়েছে 4GB RAM এবং 64GB পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সঙ্গে। ডিভাইসের স্টোরেজ আবার মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 1TB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। ফোনের পিছনে রয়েছে একটাই মাত্র ক্যামেরা, যার সেন্সর 8 মেগাপিক্সেলের। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে রয়েছে একটি 5MP ফ্রন্ট ফেসিং সেন্সর।
5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনে। পাশাপাশি ফোনটি IPX4 রেটিং পেয়েছে, অর্থাৎ ফোনটি ওয়াটার রেজ়িস্ট্যান্ট। এই হ্যান্ডসেটে বায়োমেট্রিক সিকিওরিটির জন্য রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।





