5000mAh ব্যাটারির Oppo A18 লঞ্চ হয়ে গেল, মাত্র 9,999 টাকায় মারকাটারি ফিচার্স

Oppo A18 ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে 9,999 টাকায়। গ্লোয়িং ব্লু ও গ্লোয়িং ব্ল্যাক এই দুই রঙে ফোনটি পাওয়া যাবে। ইতিমধ্যেই এই ডিভাইসের বিক্রিবাট্টা শুরু হয়ে গিয়েছে Oppo-র অফিসিয়াল সাইট থেকে। পাশাপাশি অফলাইনে রিটেল দোকান থেকেও Oppo A18 ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

5000mAh ব্যাটারির Oppo A18 লঞ্চ হয়ে গেল, মাত্র 9,999 টাকায় মারকাটারি ফিচার্স
কম দামে দুর্দান্ত ফিচারের Oppo A18 এসে গেল।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 06, 2023 | 1:45 PM

Oppo ভারতে একটি সস্তার স্মার্টফোন নিয়ে হাজির হল। নতুন হ্যান্ডসেটের নাম Oppo A18। বাজেট হ্যান্ডসেটটির গুরুত্বপূর্ণ ফিচার্সের মধ্যে রয়েছে 6.56 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, Android 13 ভিত্তিক অপারেটিং সিস্টেম, ডুয়াল রিয়ার ক্যামেরা এবং বেশ বড় একটি 5,000mAh ব্যাটারি। তার থেকেও বড় কথা হল এই Oppo A18 ফোনের দাম 10,000 টাকারও কম। ফোনের দাম, ফিচার, স্পেসিফিকেশন সংক্রান্ত সব তথ্য জেনে নেওয়া যাক।

Oppo A18: দাম ও অন্যান্য তথ্য

Oppo A18 ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে 9,999 টাকায়। গ্লোয়িং ব্লু ও গ্লোয়িং ব্ল্যাক এই দুই রঙে ফোনটি পাওয়া যাবে। ইতিমধ্যেই এই ডিভাইসের বিক্রিবাট্টা শুরু হয়ে গিয়েছে Oppo-র অফিসিয়াল সাইট থেকে। পাশাপাশি অফলাইনে রিটেল দোকান থেকেও Oppo A18 ক্রয় করতে পারবেন কাস্টমাররা। যে সব ক্রেতারা SBI কার্ড, One কার্ড, IDFC First Bank ক্রেডিট কার্ড, Bank of Baroda ক্রেডিট কার্ড এবং AU Bank কার্ড ব্যবহার করে এই ফোন ক্রয় করবেন, তাঁরা 1000 টাকার ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন।

Oppo A18: স্পেসিফিকেশন

Oppo A18 ফোনে রয়েছে একটি 6.56 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90Hz। ডিসপ্লেটি 720×1612 পিক্সেল রেজ়োলিউশন এবং 720 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে। পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে মিডিয়াটেকের হেলিও G85 চিপসেটের সাহায্যে। এই প্রসেসর পেয়ার করা থাকছে 4GB পর্যন্ত RAM এবং 64GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সঙ্গে।

সফটওয়্যার হিসেবে Oppo A18 ফোনটিতে দেওয়া হয়েছে Android 13 ভিত্তিক ColorOS 13.1 অপারেটিং সিস্টেম। ডুয়াল সিম সাপোর্টেড এই ফোনটি Bluetooth 5.3 কানেক্টিভিটি অফার করছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেশিয়াল রিকগনিশন ফিচার দেওয়া হয়েছে ফোনটিতে। অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি রয়েছে, যা দীর্ঘ সময় ব্যাকআপ ধরে রাখতে সাহায্য করবে।

নতুন বাজেট স্মার্টফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে একটি 8MP ক্যামেরা দেওয়া হয়েছে। সেকেন্ডারি ক্যামেরায় রয়েছে একটি 2MP সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই Oppo A18 ফোনে রয়েছে একটি 5MP ফ্রন্ট ক্যামেরা।