AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Oppo Reno 10 সিরিজ়ের আগমন ভারতে, দাম শুরু হচ্ছে 39,999 টাকা থেকে

Oppo Reno 10 Pro ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 39,999 টাকা। Oppo Reno 10 Pro+ ফোনের এই একই স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 54,999 টাকা। এই দুটি ফোনই আপনি 13 জুলাই থেকে ক্রয় করতে পারবেন।

Oppo Reno 10 সিরিজ়ের আগমন ভারতে, দাম শুরু হচ্ছে 39,999 টাকা থেকে
অপেক্ষার অবসান ঘটিয়ে হাজির Oppo Reno 10 Series।
| Edited By: | Updated on: Jul 10, 2023 | 8:03 PM
Share

Oppo ভারতে তার Reno 10 সিরিজ়ের পর্দা উন্মোচন করল। নতুন Oppo Reno 10 সিরিজ়ে রয়েছে তিনটি ফোন- Oppo Reno 10, Oppo Reno 10 Pro এবং Oppo Reno 10 Pro+। প্রত্যেকটি ফোনই আপনি ক্রয় করতে পারবেন ফ্লিপকার্ট থেকে। এই তিনটি ফোনের দাম কত, কী-কী ফিচার রয়েছে, সেই সংক্রান্ত সব তথ্য জেনে নিন।

কত দাম এই তিনটি ফোনের

Oppo Reno 10 Pro ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 39,999 টাকা। Oppo Reno 10 Pro+ ফোনের এই একই স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 54,999 টাকা। এই দুটি ফোনই আপনি 13 জুলাই থেকে ক্রয় করতে পারবেন। গ্লিস পার্পল এবং সিলভার গ্রে এই দুই কালার ভ্যারিয়েন্টে Oppo Reno 10 Pro এবং Oppo Reno 10 Pro+ ফোন দুটি কিনতে পারবেন কাস্টমাররা।

যদিও কোম্পানি এখনও পর্যন্ত এই সিরিজ়ের স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ Oppo Reno 10 এর দাম সম্পর্কে কিছু জানায়নি। 20 জুলাই নাগাদ ফোনটির দাম জানা যাবে। আইস ব্লু এবং সিলভারি গ্রে এই দুই রঙে ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

ফিচার ও স্পেসিফিকেশন

Oppo Reno 10 Pro+

পারফরম্যান্সের দিক থেকে Oppo Reno 10 Pro+ চালিত হচ্ছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 অক্টা-কোর প্রসেসরের সাহায্যে। 12GB পর্যন্ত RAM রয়েছে এই ফোনের। দেওয়া হয়েছে চমৎকার একটি 6.74 ইঞ্চির AMOLED 3D কার্ভড ডিসপ্লে, যা HDR 10+ সাপোর্ট করবে। এই ডিসপ্লে 120Hz LTPS ডায়নামিক রিফ্রেশ রেট এবং 240Hz পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট দিতে পারে। সফটওয়্যার হিসেবে এই ফোনে রয়েছে Android 13 ভিত্তিক ColorOS 13.1 সফটওয়্যার রয়েছে।

অত্যন্ত শক্তিশালী একটি 4,700mAh ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনে, যা 100W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে। 64MP পেরিস্কোপ সেন্সর রয়েছে ফোনটিতে, যা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজডেশন সাপোর্ট করে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি 50MP Sony IMX890 সেন্সর এবং আর একটি 8MP ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Oppo Reno 10 Pro 5G

এদিকে Oppo Reno 10 Pro 5G ফোনে রয়েছে একটি 6.7 ইঞ্চির FHD+ OLED 3D কার্ভড ডিসপ্লে, যার রেজ়োলিউশন 1,080X 2,412 পিক্সেলস। এই ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও 93 শতাংশ এবং HDR10+ সাপোর্ট করে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করছে। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G 5G অক্টা-কোর প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা থাকছে 12GB পর্যন্ত RAM এর সঙ্গে।

এই ফোনে রয়েছে একটি 50MP Sony IMX890 প্রাইমারি সেন্সর, যা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজ়েশন সাপোর্ট করে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ফোনটিতে রয়েছে 32MP টেলিফটো সেন্সর এবং আর একটি 8MP ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে রয়েছে একটি 32MP ক্যামেরা। 4,600mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 80W SuperVOOC ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট করে।

Oppo Reno 10 5G

স্ট্যান্ডার্ড Oppo Reno 10 5G ফোনটিতে Oppo Reno 10 Pro-র মতো একই ডিসপ্লে রয়েছে। প্রসেসর হিসেবে ফোনটিতে একটি MediaTek Dimensity 7050 প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা থাকছে 8GB পর্যন্ত RAM-এর সঙ্গে। অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি রয়েছে ফোনটিতে, যা 67W SuperVOOC ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট করে।

64MP মেইন ক্যামেরা রয়েছে এই ফোনে, যা অটোফোকাস এবং অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজ়েশন সাপোর্ট করে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ফোনটিতে রয়েছে একটি 32MP এবং আর একটি 8MP সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে একটি 32MP ফ্রন্ট ফেসিং সেন্সর।