AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Oppo Reno 7 5G Price And Specifications: ৪ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে ওপ্পো রেনো ৭ ৫জি ও রেনো ৭ ৫জি প্রো, তার আগেই জানা গেল দাম ও ফিচার্স

চিনে যে ওপ্পো রেনো ৭ ৫জি মডেলটি লঞ্চ করা হয়েছিল, তার থেকে স্পেসিফিকেশনে অনেকটাই আলাদা হতে চলেছে ভারতীয় কাউন্টারপার্ট। এই ফোনে থাকছে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর এবং ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা।

Oppo Reno 7 5G Price And Specifications: ৪ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে ওপ্পো রেনো ৭ ৫জি ও রেনো ৭ ৫জি প্রো, তার আগেই জানা গেল দাম ও ফিচার্স
ওপ্পো রেনো ৭ সিরিজ আসছে ৪ ফেব্রুয়ারি
| Edited By: | Updated on: Feb 01, 2022 | 5:40 AM
Share

৪ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ করতে চলেছে ওপ্পো রেনো ৭ ৫জি (Oppo Reno 7 5G) এবং ওপ্পো রেনো ৭ প্রো ৫জি (Oppo Reno 7 Pro 5G)। আর তার কয়েক প্রহর আগেই ওপ্পো রেনো ৭ সিরিজের এই দুই ফোনের দাম-সহ ফিচার্স ও স্পেসিফিকেশনস লিক হয়ে গেল। আর সেই সব তথ্য থেকে একটা বিষয়ে পরিষ্কার হওয়া গিয়েছে যে, চিনে যে ওপ্পো রেনো ৭ ৫জি মডেলটি লঞ্চ করা হয়েছিল, তার থেকে স্পেসিফিকেশনে অনেকটাই আলাদা হতে চলেছে ভারতীয় কাউন্টারপার্ট। এই ফোনে থাকছে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ (MediaTek Dimensity 900) প্রসেসর এবং ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা। ৪ ফেব্রুয়ারি লঞ্চের আগেই ওপ্পো রেনো ৭ সিরিজের আসন্ন এই দুই মডেলের দাম ও ফিচার্স সংক্রান্ত সব তথ্য জেনে নেওয়া যাক।

দাম কত হতে পারে?

টিপস্টার সুধাংশু অম্ভোরে এই দুটি ফোনের দাম সম্পর্কে একটি ট্যুইট করেছেন। তিনি দাবি করেছেন যে, ওপ্পো রেনো ৭ ৫জি ফোনের ৮জিবি র‌্যাম ও ২৫৬জিবি স্টোরেজ মডেলের দাম ভারতে ২৯,৯৯০ টাকা হতে পারে। আবার ওপ্পো রেনো ৭ প্রো ৫জি মডেলের দাম ৩৯,৯৯০ টাকা হতে পারে বলে আরও দাবি করেছেন তিনি।

ফিচার্স ও স্পেসিফিকেশনস

এই দুই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কেও ট্যুইট করে একাধিক জরুরি তথ্য জানিয়েছেন সুধাংশু অম্ভোরে। তিনি দাবি করেছেন, ভ্যানিলা ওপ্পো রেনো ৭ ৫জি মডেলে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর দেওয়া হচ্ছে, যা পেয়ার করা থাকবে ৮জিবি পর্যন্ত র‌্যামের সঙ্গে। পাশাপাশি আবার ৫জিবি ভার্চুয়াল র‌্যাম এক্সপ্যান্ডও করা যাবে। একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হচ্ছে ফোনটিতে। সুধাংশু বলছেন, ৬৪ মেগাপিক্সেল হবে প্রাইমারি ক্যামেরা যাতে ওমনিভিসন ওভি৬৪বি সেন্সর থাকছে। এছাড়াও থাকছে একটি ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল শুটার এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য থাকছে একটি ৩২ মেগাপিক্সেল সনি আইএমএক্স৬১৫ ফ্রন্ট ফেসিং সেন্সর।

এই ওপ্পো রেনো ৭ ৫জি ফোনে একটি শক্তিশালী ৪,৫০০এমএএইচ ব্যাটারি দেওয়া হচ্ছে, যা ৬৫ ওয়াট সুপার ভিওওসি ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য থাকছে একটি ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট, একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক এবং একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি ৭.৮১ মিমি পাতলা হতে চলেছে এবং ওজনে ১৭৩ গ্রাম।

তবে ওপ্পো রেনো ৭ প্রো ৫জি ফোনটি তার চিনা মডেলের মতোই হতে চলেছে। এই ফোনেও থাকছে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ ম্যাক্স প্রসেসর, যা এর আগে চিনা কাউন্টারপার্টেও ছিল। সফ্টওয়্যারের দিক থেকে এই ফোনটিও কালারওএস১২ আউট অফ দ্য বক্স দ্বারা চালিত হবে। পাশাপাশি আবার থাকছে সুপারভিওওসি ফাস্ট চার্জিং।

আরও পড়ুন: কম দামের টেকনো স্পার্ক ৮সি লঞ্চ হল, ফিচার্স কেমন?

আরও পড়ুন: ৯ ফেব্রুয়ারি ভারতে আসছে ভিভো টি-সিরিজের প্রথম ফোন, দাম হবে ২০,০০০ টাকার কম

আরও পড়ুন: ইনফিনিক্সের প্রথম ৫জি স্মার্টফোন লঞ্চ হতে পারে শীঘ্রই, তার আগেই ডিজ়াইন ও গুরুত্বপূর্ণ ফিচার্স লিক