AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tecno Spark 8C Launched: কম দামের টেকনো স্পার্ক ৮সি লঞ্চ হল, ফিচার্স কেমন?

Tecno Spark 8C Specifications: এই টেকনো স্পার্ক ৮সি ফোনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল, ডিটিএস স্টিরিও সাউন্ড, একটি ওয়াটারড্রপ-স্টাইল নচ এবং এনএফসি সাপোর্ট। এছাড়াও এই ফোনে দেওয়া হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্টেড ক্যামেরা এফেক্ট।

Tecno Spark 8C Launched: কম দামের টেকনো স্পার্ক ৮সি লঞ্চ হল, ফিচার্স কেমন?
এসে গেল টেকনো স্পার্ক ৮সি!
| Edited By: | Updated on: Feb 01, 2022 | 3:48 AM
Share

নতুন স্মার্টফোন নিয়ে এল টেকনো (Tecno)। সংস্থার সেই লেটেস্ট হ্যান্ডসেটটি যোগ করা হয়েছে স্পার্ক ৮ সিরিজে, নাম টেকনো স্পার্ক ৮সি (Tecno Spark 8C)। এই নতুন ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা এবং ৯০ হার্ৎজ় ডিসপ্লে। সফ্টওয়্যার হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১১ গো এডিশন (Android 11 Go Edition) অপারেটিং সিস্টেম। এই টেকনো স্পার্ক ৮সি ফোনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল, ডিটিএস স্টিরিও সাউন্ড, একটি ওয়াটারড্রপ-স্টাইল নচ এবং এনএফসি সাপোর্ট। এছাড়াও এই ফোনে দেওয়া হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্টেড ক্যামেরা এফেক্ট। মোট চারটি কালার ভ্যারিয়েন্টে ফোনটি পাওয়া যাবে।

দাম ও উপলব্ধতা

ফোনটির দাম সম্পর্কে সংস্থার তরফ থেকে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি। তবে আপাতত এই ফোনটি পাওয়া যাবে নাইজিরিয়া এবং থাইল্যান্ডের মার্কেটে। ডায়মন্ড গ্রে, আইরিস পার্পল, ম্য়াগনেট ব্ল্যাক এবং তুর্কোইজ় সিয়ান – এই চারটি কালার ভ্যারিয়েন্টে এই টেকনো স্পার্ক ৮সি ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

গত বছর ভারতে যে টেকনো স্পার্ক ৮ ফোনটি লঞ্চ করা হয়েছিল, তার দাম ৭,৯৯৯ টাকা। আবার গত বছর ডিসেম্বরে যে টেকনো স্পার্ট ৮টি ফোনটি হাজির হয়েছিল, তার দাম ৮,৯৯৯ টাকা। এখন টেকনো স্পার্কট ৮সি ফোনের দামও এর কাছাকাছিই হবে বলে মনে করা হচ্ছে।

টেকনো স্পার্ট ৮সি স্পেসিফিকেশন, ফিচার্স

সফ্টওয়্যারের দিক থেকে এই ফোনটি চালিত হবে অ্যান্ড্রয়েড ১১ গো এডিশন ভিত্তিক হাইওএস-এর সাহায্যে। এই ফোনে রয়েছে একটি ৬.৬ ইঞ্চির এইচডিপ্লাস ডট নচ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০হার্ৎজ়। পারফর্ম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি ইউনিসক টি৬০৬ প্রসেসরের সাহায্যে। নাইজেরিয়ায় এই ফোনের যে ভার্সন বিক্রি হবে তার দুটি র‌্যাম ভ্যারিয়েন্ট থাকছে – ২জিবি ও ৩জিবি। অন্য দিকে অন্য দিকে থাইল্যান্ডের মডেলটিতে কেবল মাত্র ৪জিবি র‌্যাম ভ্যারিয়েন্টই দেওয়া হচ্ছে।

অপ্টিক্সের দিক থেকে টেকনো স্পার্ক ৮সি ফোনটিতে দেওয়া হচ্ছে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। প্রাইমারি সেন্সর হিসেবে থাকছে একটি ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, যার অ্যাপার্চার এফ ১.৮ এবং ডুয়াল এলইডি ফ্ল্যাশও রয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং সেন্সর।

টেকনো স্পার্ক ৮সি ফোনে ৬৪জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ রয়েছে। কানেক্টিভিটির দিক থেকে এই ফোনে ৪জি এলটিই, ব্লুটুথ, এফএম রেডিও, জিপিএস/এ-জিপিএস এবং একটি ইউএসবি পোর্টও রয়েছে। অত্যন্ত শক্তিশালী একটি ৫,০০০এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েচে এই ফোনে। ফোনটির আয়তন প্রায় ১৬৫ মিমি।

আরও পড়ুন: ৯ ফেব্রুয়ারি ভারতে আসছে ভিভো টি-সিরিজের প্রথম ফোন, দাম হবে ২০,০০০ টাকার কম

আরও পড়ুন: গুগল ড্রাইভ-এ হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ রাখতে আনলিমিটেড স্টোরেজ আর পাওয়া যাবে না

আরও পড়ুন: ইনফিনিক্সের প্রথম ৫জি স্মার্টফোন লঞ্চ হতে পারে শীঘ্রই, তার আগেই ডিজ়াইন ও গুরুত্বপূর্ণ ফিচার্স লিক