Oppo Reno 9 Series হাজির হল চিনে, এবার ভারতের পালা, দাম ও ফিচার দেখে নিন
মোট তিনটি ফোন রয়েছে এই সিরিজ়ে— Reno 9, Reno 9 Pro এবং Reno 9 Pro+। এই তিনটি মডেল সহযোগেই ভারতে হাজির হতে পারে Oppo Reno 9 সিরিজ়। সেই ফোনগুলি ভারতে আসার আগে তাদের ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিন।
Oppo Latest Smartphone: বৃহস্পতিবার চিনে অফিসিয়ালি লঞ্চ করে গেল Oppo Reno 9 Series। হোম কান্ট্রিতে লঞ্চ করার পর এবার ভারতে এই ফ্ল্যাগশিপ সিরিজ়টি নিয়ে আসার চিন্তাভাবনা করছে Oppo। মোট তিনটি ফোন রয়েছে এই সিরিজ়ে— Reno 9, Reno 9 Pro এবং Reno 9 Pro+। এই তিনটি মডেল সহযোগেই ভারতে হাজির হতে পারে Oppo Reno 9 সিরিজ়। যদিও কবে নাগাদ এই নতুন ওপ্পো রেনো সিরিজ় ভারতে লঞ্চ করা হবে, সে বিষয়ে সংস্থাটি এখনও পর্যন্ত নিশ্চিত বার্তা দেয়নি। তবে তার আগে জেনে নিন, এই সিরিজ়ের ফোনগুলির ফিচার ও স্পেসিফিকেশন কেমন।
OPPO Reno 9
Qualcomm Snapdragon 778G প্রসেসর দ্বারা চালিত এই ফোনে 120 Hz রিফ্রেশ রেট এবং 800 nits ব্রাইটনেসের 6.7-ইঞ্চি HD+ AMOLED স্ক্রিন রয়েছে। ফোনের পিছনে একটি ডুয়াল-ক্যামেরা সেট-আপ রয়েছে। প্রাথমিক ক্যামেরা হিসেবে রয়েছে একটি 64MP সেন্সর। সেকেন্ডারি হিসেবে একটি 2MP মনোক্রোম সেন্সর রয়েছে। সামনে সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য একটি 32MP ক্যামেরা সেন্সর রয়েছে। স্মার্টফোনটি 8GB + 256GB, 12GB + 256GB এবং 12GB + 512GB কনফিগারেশনে লঞ্চ করা হয়েছে। শক্তিশালী 4,500 mAh ব্যাটারি দ্বারা চালিত এই 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সফটওয়্যার হিসেবে Android 13 অপারেটিং সিস্টেম-ভিত্তিক ColorOS 13 ইন্টারফেস রয়েছে। অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ এবং ইউএসবি-সি পোর্ট। স্মার্টফোনটি কালো, সোনালি, গোলাপি গ্র্যাডিয়েন্ট এবং লাল রঙে হাজির হয়েছে।
OPPO Reno 9 Pro
OPPO Reno 9 Pro ফোনে পারফরম্যান্সের জন্য রয়েছে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 8100 প্রসেসর। শক্তিশালি একটি 4,500 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং তার পিক ব্রাইটনেস 950 nits। একটি 6.7-ইঞ্চি AMOLED স্ক্রিন রয়েছে ফোনটিতে। ফোনের পিছনে রয়েছে একটি ট্রিপল-ক্যামেরা সিস্টেম রয়েছে, যেখানে একটি 50-মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর, 8MP আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর এবং 2MP ম্যাক্রো সেন্সর রয়েছে। সামনে সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য রয়েছে একটি 32MP ক্যামেরা রয়েছে। স্মার্টফোনটি 16GB + 256GB এবং 16GB + 512GB স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ করা হয়েছে। কালো, সোনালি এবং গোলাপি গ্র্যাডিয়েন্ট কালার অপশন রয়েছে ফোনটির। Android 13 অপারেটিং সিস্টেম ভিত্তিক ColorOS 13 ইন্টারফেস দেওয়া হয়েছে এই ওপ্পো রেনো মডেলে।
OPPO Reno 9 Pro+
পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 প্রসেসর দ্বারা চালিত। রয়েছে অত্যন্ত শক্তিশালী ও আর একটু বড় 4,700 mAh ব্যাটারি। এই প্লাস মডেলটি 16GB + 256GB এবং 16GB + 512GB কনফিগারেশনে লঞ্চ করা হয়েছে। 80W ফাস্ট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। 120Hz রিফ্রেশ রেটের একটি 6.7-ইঞ্চি কার্ভড AMOLED স্ক্রিন দেওয়া হয়েছে। ফোনের পিছনে একটি ট্রিপল-ক্যামেরা সিস্টেম রয়েছে, যেখানে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS), 8MP আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর এবং 2MP ম্যাক্রো সেন্সর সহ একটি 50-মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর রয়েছে। সামনে সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য 32MP ক্যামেরা রয়েছে। এটি মিন্ট গ্রিন, গোল্ডেন এবং কালো রঙে পাওয়া যাবে এই স্মার্টফোনটি। এছাড়া সফটওয়্যার হিসেবে এই ফোনে রয়েছে Android 13 OS-ভিত্তিক ColorOS 13 ইন্টারফেস।