AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Realme 8s Launch Date: ভারতে খুব তাড়াতাড়ি আসতে চলেছে রিয়েলমির নতুন দুটি স্মার্টফোন

দুটি ফোনই সম্ভবত Realme 8 সিরিজের শেষ ফোন হতে চলেছে। এই 8 সিরিজটি কোম্পানি এই বছরের শুরুতে দুটি ফোন লঞ্চের মাধ্যমে চালু করেছিল।

Realme 8s Launch Date: ভারতে খুব তাড়াতাড়ি আসতে চলেছে রিয়েলমির নতুন দুটি স্মার্টফোন
| Edited By: | Updated on: Sep 03, 2021 | 1:46 PM
Share

Realme 8s এবং Realme 8i স্মার্টফোন দুটি ৯ সেপ্টেম্বর ভারতে লঞ্চ করতে চলেছে। Realme 8s-এ Dimensity 810 প্রসেসর লাগানো হবে। সেই দিক দিয়ে এটি বিশ্বের প্রথম স্মার্টফোন হতে চলেছে। Realme 8i-এ Helio G96 প্রসেসর ব্যবহার করা হবে। দুটি ফোনই সম্ভবত Realme 8 সিরিজের শেষ ফোন হতে চলেছে। এই 8 সিরিজটি কোম্পানি এই বছরের শুরুতে দুটি ফোন লঞ্চের মাধ্যমে চালু করেছিল।

লঞ্চের আগে, Realme আরও নিশ্চিত করেছে যে Realme 8s 5G ডাইনামিক র‍্যাম এক্সপেনশন (DRE) প্রযুক্তির সঙ্গে আসতে চলেছে। যা মূলত র‍্যাম বাড়ানোর জন্য অভ্যন্তরীণ স্টোরেজের কিছু অংশ ব্যবহার করে, যার ফলে ডিভাইসের পারফরম্যান্স আরও উন্নত হয়। অন্যদিকে, রিয়েলমে 8i তে গতিশীল এই র‍্যাম সম্প্রসারণ প্রযুক্তির পাশাপাশি ১২০ হার্জের মসৃণ ডিসপ্লে থাকবে। এর থেকে যদিও এমনটাই ধারণা করা যায় যে Realme 8s এর ডিসপ্লেতে উঁচু মানের রিফ্রেশ রেট নাও থাকতে পারে।

Realme এখনও Realme 8s এবং Realme 8i এর সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে বিশেষ কিছু ব্যক্ত করেনি। লঞ্চ ইভেন্টের সময়ই সম্পূর্ণ স্পেশিফিকেশন জানা যাবে। যদিও, বেশ কয়েকটি জায়গা (রেডিট এবং এই ধরনের আরও কিছু ওয়েবসাইট) থেকে এই ফোনগুলির স্পেসিফিকেশন এবং উভয় ফোনের চেহারা সম্পর্কে কিছু সম্যক ধারণা পাওয়া গেছে। Realme 8s এবং Realme 8i এর গঠন অন্যান্য Realme 8-series ফোনের মতোই হতে চলেছে। পিছনের ক্যামেরা মডিউলটিতে এলইডি ফ্ল্যাশলাইটের পাশাপাশি চারটি সেন্সর থাকবে। উভয় ফোনের ডিজাইনেই কার্লিং এজের থাকার সম্ভাবনা রয়েছে। সামনের দিকে তিনটি পাতলা বেজেল এবং পাঞ্চ-হোল ডিসপ্লে থাকবে।

Realme 8s-এ ৬.৫ ইঞ্চি ডিসপ্লে সহ ৯০ হার্জ রিফ্রেশ রেট থাকার সম্ভাবনা রয়েছে। এর পিছনে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার পাশাপাশি আরও দুটি সেন্সরের যোগ করা হতে পারে। Realme 8s-এ ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচের ব্যাটারিও প্যাক করার সম্ভাবনা থাকছে। এ ছাড়া, Realme 8s এর ইন্টারনাল স্পেক্স সম্বন্ধে খুব বেশি কিছু জানা যায়নি।

Realme 8i- এর স্পেসিফিকেশনে ৬.৫৯ ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে থাকতে পারে যার উপরের ডান কোণে একটি পাঞ্চ-হোল রয়েছে। ফোনের পিছনে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে পারে যার মধ্যে ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর থাকবে। সেলফির জন্য ফোনটিতে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত করা হতে পারে। Realme 8i-এ কমপক্ষে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ গিবি ইউএফসি ২.২ স্টোরেজ থাকতে পারে। ফোনের ভিতরে, একটি ৫,০০০ এমএএইচের ব্যাটারি থাকতে পারে যা একটি ইউএসবি-সি পোর্টের মাধ্যমে দ্রুত চার্জ করা যাবে।

আরও পড়ুন: অক্টোবরে দীপাবলির আগেই ভারতে লঞ্চ হতে পারে রিয়েলমি ৯ সিরিজ