Realme 9 4G: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ৯ ৪জি, দেখে নিন এই ফোনের দাম ও ফিচার্স

Realme 9 4G: দুটো স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ৯ ৪জি ফোন। দেখে নিন এই দুই ভ্যারিয়েন্টের দাম এবং ইন্ট্রোডাক্টরি প্রাইস।

Realme 9 4G: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ৯ ৪জি, দেখে নিন এই ফোনের দাম ও ফিচার্স
রিয়েলমি ৯ ৪জি।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 07, 2022 | 11:58 PM

রিয়েলমি (Realme) সংস্থা নতুন ফোন রিয়েলমি ৯ ৪জি লঞ্চ হয়েছে ভারতে। দুটো স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ৯ ৪জি ফোন (Realme 9 4G)। এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৭,৯৯৯ টাকা। অন্যদিকে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১৮,৯৯৯ টাকা। তবে রিয়েলমি সংস্থা জানিয়েছে তাদের এই ফোনের ইন্ট্রোডাক্টরি প্রাইস কিছুটা কম। সেক্ষেত্রে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১৬,৯৯৯ টাকা। প্রথম সেল বা ইন্ট্রোডাক্টরি সেল হিসেবে ফোনের দাম কিছুটা কমানো হয়েছে। মেটিওর ব্ল্যাক, স্টারগেজ হোয়াইট, সানবার্স্ট গোল্ড- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ৯ ৪জি ফোন। আগামী ১২ এপ্রিল থেকে এই ফোনের বিক্রি শুরু হবে Realme.com, ফ্লিপকার্ট এবং অন্যান্য রিটেল স্টোর থেকে। এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড এবং ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রে ইন্সট্যান্ট ২০০০ টাকা ডিসকাউন্ট থাকবে।

রিয়েলমি ৯ ৪জি ফোনের স্পেসিফিকেশন ও ফিচার্সগুলো দেখে নিন একনজরে

  • রিয়েলমি ৯ ৪জি ফোন পরিচালিত হবে অ্যানড্রয়েড ১২ এবং Realme UI 3.0- এর সাহায্যে পরিচালিত হবে। এই ফোনে একটি ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
  • এই ফোনে একটি স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি পর্যন্ত র‍্যাম। এই ফোনে ডায়নামিক র‍্যাম এক্সটেনশন সাপোর্ট রয়েছে। যার ফলে ফোনের অব্যবহৃত স্টোরেজ ব্যবহার করে ৫ জিবি পর্যন্ত র‍্যামের পরিমাণ বাড়ানো সম্ভব।
  • রিয়েলমি ৯ ৪জি ফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের একটি স্যামসাং ISOCELL HM6 প্রাইমারি সেনসর। এছাড়াও রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেনসর। এছাড়াও রিয়েলমি ৯ ৪জি ফোনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
  • রিয়েলমি ৯ ৪জি ফোনে ১২৮ জিবি ইনবিল্ট UFS 2.1 স্টোরেজ রয়েছে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজের পরিমাণ বাড়ানো সম্ভব।
  • কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে রয়েছে ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫.১ এবং টাইপ- সি ইউএসবি পোর্ট। এছাড়াও এই ফোনে রয়েছে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ডার্ট চার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনের ওজন ১৭৮ গ্রাম।

আরও পড়ুন- How To Properly Clean Smartphone: বাথরুমের থেকেও বেশি নোংরা আপনার স্মার্টফোন! সুস্থ থাকতে পরিষ্কার করার সঠিক পদ্ধতিটা আজই জেনে নিন

আরও পড়ুন- Mi Fan Festival 2022: শাওমি এবং রেডমির একগুচ্ছ ফোনে রয়েছে আকর্ষণীয় ছাড়, কোন ফোনের দাম কত কমল?