Realme Dizo: ভারতে দু’টি ২জি স্মার্টফোন লঞ্চ করেছে রিয়েলমির ব্র্যান্ড Dizo
Dizo স্টার ৩০০ এবং Dizo স্টার ৫০০, এই দুটো ফোন লঞ্চ হয়েছে ভারতে। ২জি পরিষেবার এই ফোন মূলত জিওফোনকে পাল্লা দেওয়ার জন্যই লঞ্চ করা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।
রিয়েলমির সাব ব্র্যান্ড Dizo ভারতে দু’টি স্মার্টফোন লঞ্চ করেছে। ২জি পরিষেবার এই ফোন মূলত জিওফোনকে পাল্লা দেওয়ার জন্যই লঞ্চ করা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। জিওফোনের মতোই Dizo ফোনের দামও খুবই কম। জানা গিয়েছে, Dizo স্টার ৩০০ এবং Dizo স্টার ৫০০ এই দু’টি ফোন লঞ্চ হয়েছে দেশে। তিনটি রঙে পাওয়া যাচ্ছে এই দু’টি মডেল। একটিই স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে এই ফোন। Dizo- র এই দুই ফোনে রয়েছে তুলনায় ছোট ডিসপ্লে এবং তার সঙ্গে রয়েছে ফিজিক্যাল ডিসপ্লে। Dizo স্টার ৩০০ ফোনে রয়েছে রাউন্ডেড এজ ডিজাইন। তুলনায় Dizo স্টার ৫০০ মডেলের ডিজাইন অনেক শার্প এজ ফিচার সম্পন্ন। রিয়েলমির এই সাব ব্র্যান্ড এর আগে ভারতে ট্রু ওয়্যারলেস এবং নেকব্যান্ড স্টাইলে ইয়ারফোন লঞ্চ করেছে।
ভারতে Dizo স্টার ৩০০ এবং Dizo স্টার ৫০০ ফোনের দাম
Dizo স্টার ৩০০ ফোনের দাম দেশে ১২৯৯ টাকা। কালো, নীল এবং লাল— এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে ফোন। অন্যদিকে, Dizo স্টার ৫০০ মডেলের দাম ১৭৯৯ টাকা। কালো, সবুজ এবং রুপোলি— এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে এই ফোন। দুটো ফোনই ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে।
Dizo স্টার ৩০০ ফোনের বিভিন্ন ফিচার
- ডুয়াল সিম (মাইক্রো) ছাড়াও এই ফোনে রয়েছে ১.৭৭ ইঞ্চির একটি QVGA ডিসপ্লে। এর সঙ্গে এই ফোনে রয়েছে SC6531E প্রসেসর।
- এই ফোনে রয়েছে ৩২ এমবি র্যাম এবং ৩২ এমবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজ ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- সিঙ্গল রেয়ার ক্যামেরা রয়েছে এই ফোনে। সেখানকার রেসোলিউশন ০.০৮ মেগাপিক্সেল।
- ২জি পরিষেবার রি ফোনে রয়েছে এফএম পরিষেবা। ফোনের ব্যাটারি ২৫০০mAh। ১৮ দিন চার্জ থাকবে এই ফোনে, এমনটাই দাবি করেছে নির্মাণ সংস্থা। এছাড়াও ২১ ঘণ্টা টানা কথা বলা যাবে। এই ফোনের ওজন ১০৫.৪ গ্রাম।
Dizo স্টার ৫০০ ফোনের বিভিন্ন ফিচার
- ডুয়াল সিমের (মাইক্রো) এই ফোনে রয়েছে একটি ২.৮ ইঞ্চির QVGA এলসিডি ডিসপ্লে এবং তার সঙ্গে রয়েছে SC6531E প্রসেসর।
- এই ফোনের র্যাম এবং স্টোরেজ অপশন Dizo স্টার ৩০০ ফোনের সমান।
- এই ফোনে ০.৩ মেগাপিক্সেলের একটি রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে।
- ২জি এই ফোনেও রয়েছে এফএম পরিষেবা।
- Dizo স্টার ৩০০ ফোনের তুলনায় Dizo স্টার ৫০০ ফোনের ব্যাটারি কম শক্তিশালী। এই ফোনের ব্যাটারি ১৯০০mAh।
- ১৩ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই থাকতে পারবে এই ফোন। সেই সঙ্গে রয়েছে ১৭ ঘণ্টার কল টাইম। এমনটাই দাবি রিয়েলমির সাব ব্র্যান্ড Dizo- র।
- এই ফোএন রয়েছে টর্চের পরিষেবা। ফোনের ওজন ১০৮ গ্রাম।
আরও পড়ুন- Realme C11 2021: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমির এই পকেট ফ্রেন্ডলি স্মার্টফোন, দাম কত?