দীপাবলির আগেই ভারতে আসছে রিয়েলমি জিটি ৫জি স্মার্টফোন, দেখুন সম্ভাব্য ফিচারের তালিকা
ফোনের পিছনের অংশে তিনটি ক্যামেরা থাকতে পারে। তার মধ্যে ৬৪ মেগাপিক্সেলের সোনি IMX682 প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। এছাড়াও ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে।
রিয়েলমি জিটি ৫জি ফোনে দীপাবলির আগে ভারতে লঞ্চ হবে বলে জানিয়েছেন রিয়েলমি সংস্থার সিইও (ভারত ও ইউরোপ) মাধব শেঠ। সম্প্রতি একটি অনলাইন ইভেন্ট হয়েছিল, যার নাম Ask Madhav। এই ইভেন্টের ২৭তম এপিসোডের প্রশ্ন-উত্তর পর্বে মাধব শেঠ ঘোষণা করেছেন যে, দীপাবলির আগে ভারতে লঞ্চ হবে রিয়েলমি জিটি ৫জি ফোন। অর্থাৎ ধরে নেওয়া হচ্ছে, সেপ্টেম্বর বা অক্টোবর মাসে এই ফোন লঞ্চ হতে পারে ভারতে। রিয়েলমির এই ফোনে ‘জিটি’- এর অর্থ ‘grand tourers’। এই ফোনে থাকবে একটি গ্লাস কভার ডিজাইন। সেখানে আবার থাকবে ৩ডি লাইট। কয়েক মাস আগেই রিয়েলমি জিটি ৫জি ফোন লঞ্চ হয়েছে চিনে।
রিয়েলমি জিটি ৫জি ফোনে সম্ভাব্য কী কী ফিচার থাকতে পারে-
- এই ফোনে থাকতে পারে অ্যানড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম।
- এই ফোনে থাকতে পারে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার AMOLED ডিসপ্লে, রিফ্রেশ রেট ১২০Hz।
- রিয়েলমি জিটি ৫জি ফোনে Qualcomm’s flagship Snapdragon ৮৮৮ চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে।
- এই ফোনে ১২ জিবি পর্যন্ত LPDDR5 র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে।
- এই ফোনের ব্যাটারি হতে পারে ৪৫০০ mAh। তার সঙ্গে ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হতে নাকি সময় লাগবে মাত্র ৩৫ মিনিট।
- এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে।
- ফোনের পিছনের অংশে তিনটি ক্যামেরা থাকতে পারে। তার মধ্যে ৬৪ মেগাপিক্সেলের সোনি IMX682 প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। এছাড়াও ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে।
- এই ফোনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে।
- এই স্মার্টফোনে ডলবি ডুয়াল স্পিকার থাকতে পারে।
- রিয়েলমি জিটি ৫জি ফোন নাগাড়ে ব্যবহারের ফলে যাতে গরম হয়ে না যায়, সেজন্য এই ফোনে থাকতে পারে স্টেনলেস স্টিলের কুলিং সিস্টেম।
- এই ফোন খুবই হাল্কা। মাত্র ৮.৪ মিলিমিটার পুরু এবং ওজন ১৮৬ গ্রাম।
- ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক থাকতে পারে রিয়েলমি জিটি ৫জি ফোনে।
আরও পড়ুন- রিয়েলমি ওয়াই সিরিজের প্রথম ফোন ‘রিয়েলমি ওয়াই৬’ আসতে চলেছে ভারতে