AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Realme Narzo N55 সেলের প্রথম দিনেই বিরাট ডিসকাউন্ট, পাবেন 6.72 ইঞ্চি Full HD স্ক্রিন

Realme Narzo N55 Offers: Amazon-এ Realme Narzo N55-এর সেল শুরু হয়েছে। তবে আপনি এই নতুন ফোনটি অনেক টাকা কমে পেয়ে যাবেন। চলুন জেনে নেওয়া যাক Realme Narzo N55-এর দাম, অফার এবং ফিচার সম্পর্কে।

Realme Narzo N55 সেলের প্রথম দিনেই বিরাট ডিসকাউন্ট, পাবেন 6.72 ইঞ্চি Full HD স্ক্রিন
| Edited By: | Updated on: Apr 19, 2023 | 2:06 PM
Share

Realme Narzo N55 Price: বিগত কয়েকদিন ধরেই Realme-এর একটি নতুন ফোন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। ভারতে সেই ফোন আসার অপেক্ষায় ছিল বহু মানুষ। যারা নতুন ফোন কিনবেন বলে প্ল্যান করেছিলেন, তারাও এই ফোনটির বিক্রি শুরু হওয়ার অপেক্ষায় ছিলেন। Realme সদ্য তার Narzo সিরিজ বাজারে এনেছে। এই সিরিজের অধীনে, কোম্পানি সম্প্রতি তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে, যার নাম Realme Narzo N55। এখন ভারতেও এর বিক্রি শুরু হয়েছে। এর আগে Narzo 50i Prime এবং Narzo 50 Pro 5G এই ফোন দু’টি ছিল। এবার সেই তালিকায় যুক্ত হল Realme Narzo N55 ফোনটি। তবে আপনি এই নতুন ফোনটি অনেক টাকা কমে পেয়ে যাবেন। চলুন জেনে নেওয়া যাক Realme Narzo N55-এর দাম, অফার এবং ফিচার সম্পর্কে।

Amazon-এ Realme Narzo N55-এর সেল শুরু হয়েছে:

আপনি জনপ্রিয় এ-কমার্স সাইট Amazon India থেকে এই নতুন ফোনটি কিনতে পারবেন। ফোনটি দু’টি রঙয়ে বিক্রি শুরু হয়েছে। প্রাইম ব্লু এবং প্রাইম ব্ল্যাক এই দু’টি রঙয়ে কিনে নিতে পারবেন। Amazon India এবং realme.com-এ এই ফোনটি পাবেন। এর 4GB + 64GB ভ্যারিয়েন্টের দাম 10,999 টাকা এবং 6GB + 128GB ভ্যারিয়েন্টের দাম 12,999 টাকা। তবে আপনাকে এত টাকা খরচ করে ফোনটি কিনতে হবে না। এতে আপনি অনেক ছাড় পেয়ে যাবেন।

Realme Narzo N55-এ কী-কী ছাড় এবং অফার রয়েছে?

অ্যামাজনে এই ফোনটির উপর ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। অর্থাৎ সাইটে উল্লেখিত কার্ড দিয়ে পেমেন্ট করলে 500 ছাড় পেয়ে যাবেন। এক্সচেঞ্জ অফারে আপনি 64GB ভ্যারিয়েন্টের ফোনটিতে 10,450 টাকার এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাবেন। তবে এর জন্য আপনাকে আপনার পুরনো ফোনটিকে দিতে হবে। আর সেই ফোনের অবস্থার উপর নির্ভর করবে আপনি কত টাকা এক্সচেঞ্জ বোনাস পাবেন।

Realme Narzo N55-এর ফিচার ও স্পেসিফিকেশন:

এই ফোনটিতে 90Hz রিফ্রেশ রেট সহ একটি 6.72-ইঞ্চি IPS LCD ফুল HD + রেজোলিউশন ডিসপ্লে রয়েছে। মিনি ক্যাপসুল ফিচার সহ, ফোনটিতে MediaTek Helio G88 SoC ব্যবহার করা হয়েছে। 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ক্যামেরা সম্পর্কে বলতে গেলে, এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যা 64 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের। এতে একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এর 5,000mAh ব্যাটারি 33W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে।