Realme Q3s: ভারতে দ্রুত লঞ্চ হতে পারে রিয়েলমি কিউ৩এস স্মার্টফোন, দেখে নিন সম্ভাব্য স্পেসিফিকেশন

রিয়েলমি কিউ৩এস ফোন ভারতে লঞ্চ হতে পারে রিয়েলমি নারজো ৫০ প্রো ৫জি হিসেবে। তবে রিয়েলমির এই ফোন আদৌ কবে ভারতে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি।

Realme Q3s: ভারতে দ্রুত লঞ্চ হতে পারে রিয়েলমি কিউ৩এস স্মার্টফোন, দেখে নিন সম্ভাব্য স্পেসিফিকেশন
চিনে গত বছর অক্টোবর মাসে লঞ্চ হয়েছে রিয়েলমি কিউ৩এস ফোন। Photo Credit: GSMArena.com
Follow Us:
| Edited By: | Updated on: Jan 21, 2022 | 12:55 AM

ভারতে লঞ্চ হতে পারে রিয়েলমি কিউ৩এস ফোন (Realme Q3s)। দেশে দ্রুত এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে বলে শোনা গিয়েছে। যদিও চিনে সংস্থা রিয়েলমি (Realme) এখনও ভারতে তাদের ফোন রিয়েলমি কিউ৩এস লঞ্চ প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। তবে শোনা যাচ্ছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের সার্টিফিকেশন সাইটে (Bureau of Indian Standards) এই ফোনের নাম দেখা গিয়েছে। আর এর থেকেই অনুমান করা হচ্ছে যে, ভারতে দ্রুত লঞ্চ হতে পারে রিয়েলমি কিউ৩এস ফোন। গত বছর অক্টোবর মাসে চিনে লঞ্চ হয়েছিল এই ফোন। রিয়েলমি কিউ৩এস ফোনের চিনা ভ্যারিয়েন্টে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে এবং একটি কোয়ালকন স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর রয়েছে। এছাড়াও রয়েছে একটি ৫০০০এমএএইচ ব্যাটারি এবং ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।

টিপস্টার যশ (@i_hsay) জানিয়েছেন যে, বিআইএস সার্টিফিকেশন ওয়েবসাইটে রিয়েলমি কিউ৩এস ফোনের নাম দেখা গিয়েছে। সেখানে এই ফোনের মডেল নম্বর RMX3461। ওই টিপস্টারের আরও অনুমান যে রিয়েলমি কিউ৩এস ফোন ভারতে লঞ্চ হতে পারে রিয়েলমি নারজো ৫০ প্রো ৫জি হিসেবে। তবে রিয়েলমির এই ফোন আদৌ কবে ভারতে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি। রিয়েলমি সংস্থার তরফেও তাদের এই ফোনের ভারতীয় ভ্যারিয়েন্ট প্রসঙ্গে কোনও তথ্য ঘোষণা করা হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য, চিনে দু’টি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছিল রিয়েলমি কিউ৩এস ফোন। সেগুলি হল যথাক্রমে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের মডেল। নীল এবং সাদা রঙে লঞ্চ হয়েছিল এই ফোন। এই দুই স্টোরেজ কনফিগারেশনের দাম ছিল যথাক্রমে CNY ১৪৯৯ (ভারতীয় মুদ্রায় প্রায় ১৭,৫০০ টাকা) এবং CNY ১৯৯৯ (ভারতীয় মুদ্রায় প্রায় ২৩,৪০০ টাকা)।

রিয়েলমি কিউ৩এস ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন

অনুমান চিনের ভ্যারিয়েন্টের সঙ্গে ফিচার ও স্পেসিফিকেশনে মিল থাকবে রিয়েলমি কিউ৩এস ফোনের। একনজরে দেখে নেওয়া যাক সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন।

  • অ্যানড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি UI 2.0- এর সাহায্যে পরিচালিত হতে পারে রিয়েলমি কিউ৩এস ফোন।
  • এই ফোনে একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট হবে ১৪৪ হার্টজ।
  • এই ৫জি ফোনে একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকতে পারে ফোনের সাইডের অংশে।
  • রিয়েলমি কিউ৩এস ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর থাকতে পারে। তার সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ থাকতে পারে।
  • এই ফোনের পিছনের অংশে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস থাকতে পারে। সেখানে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।
  • রিয়েলমি কিউ৩এস ফোনে একটি ৫০০০এমএএইচ ব্যাটারি এবং তার সঙ্গে ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।

আরও পড়ুন- Vivo Y75 5G: জানুয়ারি মাসের শেষে ভারতে লঞ্চ হতে পারে ভিভো ওয়াই সিরিজের ফোন ভিভো ওয়াই৭৫ ৫জি