AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Redmi Note 11 Series: কী কী ফিচার রয়েছে রেডমি নোট ১১ ৫জি, রেডমি নোট ১১ প্রো এবং প্রো প্লাস ফোনে?

রেডমি নোট ১১ প্রো এবং রেডমি নোট ১১ প্রো প্লাস, এই দুই ফোনের ফিচারে রয়েছে বেশ কিছু মিল।

Redmi Note 11 Series: কী কী ফিচার রয়েছে রেডমি নোট ১১ ৫জি, রেডমি নোট ১১ প্রো এবং প্রো প্লাস ফোনে?
গত ২৮ অক্টোবর চিনে লঞ্চ হয়েছে রেডমি নোট ১১ সিরিজের তিনটি স্মার্টফোন।
| Edited By: | Updated on: Nov 01, 2021 | 7:03 AM
Share

রেডমি নোট ১১ সিরিজের তিনটি স্মার্টফোন ইতিমধ্যেই লঞ্চ হয়েছে চিনে। ফিচারের দিক থেকে বেশ কিছু মিল রয়েছে এই তিনটি ফোনের মধ্যে। একনজরে দেখে নেওয়া যাক রেডমি নোট ১১ ৫জি, রেডমি নোট ১১ প্রো এবং রেডমি নোট ১১ প্রো প্লাস— এই তিনটি ফোনে কী কী ফিচার রয়েছে।

রেডমি নোট ১১ সিরিজের ভ্যানিলা/বেস ভ্যারিয়েন্ট রেডমি নোট ১১ ৫জি মডেলের বিভিন্ন ফিচার

  • রেডমি নোট ১১ সিরিজের এই ফোনে রয়েছে একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০Hz।
  • এই ফোনে একটি MediaTek Dimensity ৮১০ প্রসেসর রয়েছে। তার সঙ্গে রয়েছে সর্বোচ্চ ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।
  • রেডমি নোট ১১ ৫জি ফোনে রয়েছে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লেতে রয়েছে ১৬ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা সেনসর।
  • রেডমির এই ফোনে রয়েছে ৫০০০mAh ব্যাটারি এবং তার সঙ্গে রয়েছে ৩৩W ফাস্ট চার্জিং সাপোর্ট।
  • কানেক্টিভিটি অপশন হিসেবে রেডমি নোট ১১ ৫জি ফোনে রয়েছে একটি ৩.৫ মিলিমিটারের অডিয়ো জ্যাক। আর চার্জ দেওয়ার জন্য রয়েছে টাইপ- সি ইউএসবি পোর্ট। এছাড়াও এই ফোন IP53 রেটেড।

রেডমি নোট ১১ প্রো এবং রেডমি নোট ১১ প্রো প্লাস, এই দুই ফোনের বিভিন্ন ফিচার

  • এই দুই ফোনের ফিচারে রয়েছে বেশ কিছু মিল। প্রো প্লাস মডেলে রয়েছে ৪৫০০mAh ব্যাটারি। তার সঙ্গে রয়েছে ১২০W ফাস্ট চার্জিং সাপোর্ট। আর প্রো মডেলে রয়েছে ৫০০০mAh ব্যাটারি। তার সঙ্গে রয়েছে ৬৭W ফাস্ট চার্জিং সাপোর্ট।
  • রেডমি নোট ১১ প্রো এবং রেডমি নোট ১১ প্রো প্লাস, দুই ফোনেই রয়েছে ৬.৬৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে। এর রিফ্রেশ রেট ১২০Hz। ডিসপ্লের উপর সেলফি ক্যামেরা সেনসর সেটিংসয়ের জন্য রয়েছে একটি হোল পাঞ্চ ডিজাইন।
  • এই দুই ফোনে রয়েছে একটি অক্টা কোর MediaTek Dimensity ৯২০ প্রসেসর। তার সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজও রয়েছে।
  • রেডমি নোট ১১ সিরিজের এই দুই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে।
  • দুই ফোনেই রয়েছে ডুয়াল symmetrical JBL-tuned স্টিরিয়ো স্পিকার। আর এই স্পিকারে রয়েছে ডলবি অ্যাটমোস এবং হাই রেসোলিউশন অডিয়ো সাপোর্ট।
  • কানেক্টিভিটি অপশন হিসেবে রেডমি নোট ১১ প্রো এবং প্রো প্লাস ফোনে রয়েছে জিপিএস, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি ৫.২, টাই- সি ইউএসবি পোর্ট, ৩.৫ মিলিমিটার অডিয়ো জ্যাক।
  • এই দুই ফোন IP53 রেটেড এবং দুই ডিভাইসেই রয়েছে একটি VC লিকুইড কুলিং সিস্টেম।

আরও পড়ুন- Redmi Note 11 Series: এই স্মার্টফোন সিরিজের তিনটি ফোনের দামের বিস্তারিত বিবরণ জেনে নিন