₹33K দামের এই 200MP Redmi ফোন আপনার জন্য এখন 1749 টাকায়, Flipkart-এ চমৎকার অফার

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Apr 17, 2023 | 12:39 PM

Flipkart Summer Saver Days 2023 Sale শুরু হয়ে সম্প্রতি। একাধিক ফোনে থাকছে আকর্ষণীয় অফার। তার মধ্যে অন্যতম হল Redmi Note 12 Pro Plus 5G। প্রায় 34,000 টাকা দামের এই রেডমি ফোন আপনি ফ্লিপকার্টে পেয়ে যেতে পারেন মাত্র 1749 টাকায়।

₹33K দামের এই 200MP Redmi ফোন আপনার জন্য এখন 1749 টাকায়, Flipkart-এ চমৎকার অফার
জনপ্রিয় Redmi মোবাইল এখন ব্যাপক ছাড়ে।

Follow Us

Flipkart Smartphone Offer: নতুন ফোন কেনার কথা ভাবছেন? সেই ফোন কি আবার Redmi-র? তাহলে Flipkart আপনার জন্য চমৎকার এক অফার নিয়ে এসেছে। Flipkart Summer Saver Days 2023 Sale শুরু হয়ে সম্প্রতি। 17 এপ্রিল রাতে সেই সেল শেষ হয়ে যাবে। একাধিক ফোনে থাকছে আকর্ষণীয় অফার। তার মধ্যে অন্যতম হল Redmi Note 12 Pro Plus 5G। প্রায় 34,000 টাকা দামের এই রেডমি ফোন আপনি ফ্লিপকার্টে পেয়ে যেতে পারেন মাত্র 1749 টাকায়। কীভাবে তা সম্ভব, কেনই বা এই ফোনটি কিনবেন, সেই সংক্রান্ত তথ্যগুলি একনজরে দেখে নেওয়া যাক।

Redmi Note 12 Pro Plus 5G: দাম, অফার ও অন্যান্য তথ্য

Redmi Note 12 Pro Plus 5G ফোনের দাম এমনিতে 33,999 টাকা। এই ফোনের উপরে Flipkart আপনাকে প্রাথমিক ভাবে 11% ছাড় দেবে। ফলে, ফোনটি আপনি ফ্ল্যাট ডিসকাউন্টের পরে 29,999 টাকায় ক্রয় করতে পারবেন। সবথেকে আকর্ষণীয় অফারটি হল Flipkart সেলের এক্সচেঞ্জ অফার। সেই এক্সচেঞ্জ অফারে ফোনের উপরে আপনাকে দেওয়া হবে 28,250 টাকা ছাড়। সেই এক্সচেঞ্জ অফারের সম্পূর্ণ সুবিধা আপনি যদি নিতে পারেন, তাহলে 1749 টাকায় ফোনটি আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন।

তবে যে ফোনটা বদলাবেন, অর্থাৎ আপনার পুরনো ফোনটা, তার পরিস্থিতি ভাল হতে হবে। এক্সচেঞ্জ অফারের সম্পূর্ণ সুবিধা উপভোগ করতে আপনার পুরনো ফোনের ডিসপ্লে থেকে শুরু করে অন্য সব পরিস্থিতি ভাল থাকতে হবে। তবে ফ্লিপকার্টের সেলে এই Redmi ফোনটি ছাড়াও আপনি অন্যান্য বিভিন্ন ফোনের উপরে এক্সচেঞ্জ অফারে কম করে 2,000 টাকার ছাড় পেয়ে যাবেন। এখন আপনি যদি এই ফোনটি ক্রয় করেন, তাহলে তার সঙ্গে 1 বছরের ম্যানুফ্যাকচারিং ওয়ারান্টি পেয়ে যাবেন। সেই সঙ্গেই আবার রয়েছে 7 দিন বা এক সপ্তাহের রিপ্লেসমেন্ট পলিসি।

Redmi Note 12 Pro Plus 5G: স্পেসিফিকেশন, ফিচার

1) Redmi Note 12 Pro Plus 5G ফোনে রয়েছে একটি 6.67 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে।

2) 200MP প্রাইমারি সেন্সর রয়েছে ফোনটিতে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে একটি 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং 2MP ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে রয়েছে 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর।

3) রয়েছে অত্যন্ত শক্তিশালী একটি 4980mAh ব্যাটারি।

4) পারফরম্যান্সের জন্য এই ফোনে একটি Mediatek Dimensity 1080 প্রসেসর দেওয়া হয়েছে।

Next Article