AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Redmi Note 12T Pro এসে গেল 18,660 টাকায়, 64MP ক্যামেরা, HD+ LCD ডিসপ্লে

Redmi Note 12T Pro Specifications: হ্যান্ডসেটটিতে রয়েছে একটি 6.6 ইঞ্চির ফুল HD+ LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 144Hz। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনের সামনে একটি 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে। শক্তিশালী একটি 5,080mAh ব্যাটারি রয়েছে, যা 67W ওয়্য়ার্ড চার্জিং সাপোর্ট করে।

Redmi Note 12T Pro এসে গেল 18,660 টাকায়, 64MP ক্যামেরা, HD+ LCD ডিসপ্লে
যেমন লুক, তেমন ফিচার।
| Edited By: | Updated on: May 31, 2023 | 3:51 PM
Share

Redmi Note 12 সিরিজ়ে একটি নতুন ফোন যোগ করল Xiaomi, যার নাম Redmi Note 12T Pro। নতুন ফোনটিতে দেওয়া হয়েছে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 আলট্রা চিপসেট। আপাতত এই ফোনটি নিয়ে আসা হয়েছে কেবল চিনের মার্কেটের জন্য। ভারতেও খুব শিগগরিই হাজির হবে ফোনটি। তার আগে জেনে নেওয়া যাক, ফোনের দাম ও স্পেসিফিকেশন সংক্রান্ত যাবতীয় তথ্য।

Redmi Note 12T Pro: স্টোরেজ ও দাম

এই ফোনটি লঞ্চ করা হয়েছে মোট তিনটি স্টোরেজ ভার্সনে। তাদের মধ্যে 8GB + 128GB মডেলের দাম 1599 Yuan, ভারতীয় মুদ্রায় যা 18,660 টাকা। ফোনের 8GB + 256GB মডেলের দাম 1699 Yuan বা 19,830 টাকা, 12GB + 256GB মডেলের দাম 1799 Yuan বা 20,990 টাকা। এক্কেবারে হাই-এন্ড মডেল অর্থাৎ 12GB + 512GB মডেলের দাম 1999 Yuan বা 23,300 টাকা প্রায়। 31 মে থেকে চিনের মানুষজন ফোনটি ক্রয় করতে পারবেন। ভারতে এই হ্যান্ডসেট কবে নাগাদ লঞ্চ করবে, সে বিষয়ে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।

Redmi Note 12T Pro: ফিচার ও স্পেসিফিকেশন

রেডমির এই নোট 12 সিরিজ়ের লেটেস্ট হ্যান্ডসেটটিতে রয়েছে একটি 6.6 ইঞ্চির ফুল HD+ LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 144Hz। ফোনটি DC ডিমিং এবং ডলবি ভিশন সাপোর্ট করে। পাশাপাশি এই ডিসপ্লে মেটএ+ সাপোর্টেড।

পারফরম্যান্সের জন্য হ্যান্ডসেটটিতে দেওয়া হয়েছে ডাইমেনসিটি 8200 চিপসেট, যা VC লিক্যুইড কুলিং সাপোর্ট করে। 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ রয়েছে ফোনটির। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। অত্যন্ত শক্তিশালী একটি 5,080mAh ব্যাটারি রয়েছে এই ফোনে, যা 67W ওয়্য়ার্ড চার্জিং সাপোর্ট করে। সফটওয়্যার হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক MIUI 14 আউট অফ দ্য বক্স।

ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে ফোনের পিছনে। প্রাইমারি সেন্সর হিসেবে একটি 64MP ক্যামেরা দেওয়া হয়েছে। সেকেন্ডারি হিসেবে রয়েছে একটি 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 2MP ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনের সামনে একটি 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে। আইস ফগ হোয়াইট, কার্বন ব্ল্যাক এবং হারুমি ব্লু এই তিন রঙে ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।