Samsung Galaxy A12: আইফোন বা শাওমি ভুলে যান! ২০২১ সালে মুড়ি-মুড়কির মতো বিক্রি হয়েছে এই স্যামসাং হ্যান্ডসেট, জনপ্রিয়তায় ১ নম্বরে

Best Selling Smartphone Of 2021: ২০২১ সালে সারা বিশ্বে সবথেকে বেশি বিক্রি হয়েছে Samsung Galaxy A12 ফোনটি। কেন এই ফোন এতটা জনপ্রিয়, তালিকায় আর কোন কোন ফোন রয়েছে, জেনে নিন সব তথ্য।

Samsung Galaxy A12: আইফোন বা শাওমি ভুলে যান! ২০২১ সালে মুড়ি-মুড়কির মতো বিক্রি হয়েছে এই স্যামসাং হ্যান্ডসেট, জনপ্রিয়তায় ১ নম্বরে
স্যামসাং গ্যালাক্সি এ১২।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 25, 2022 | 3:10 PM

২০২১ সালে সর্বাধিক বিক্রির (Best Selling Smartphone) নিরিখে বিশ্বের সবথেকে জনপ্রিয় স্মার্টফোন (Popular Smartphone) হিসেবে উঠে এল স্যামসাংয়ের একটি ফোনের নাম। আর সেই ফোনটি হল স্যামসাং গ্যালাক্সি এ১২ (Samsung Galaxy A12)। রিসার্চ অ্যান্ড অ্যাডভাইজ়ারি গ্রুপ ওমডিয়া-র তরফ থেকে একটি রিপোর্টে এই তথ্য উল্লেখ করা হয়েছে। ২০২১ সালে জনপ্রিয়তার নিরিখে ওমডিয়ার রিপোর্টে স্যামসাং গ্যালাক্সি এ১২ ফোনের পরেই রয়েছে আইফোন ১২ এবং আইফোন ১৩। আর এখানেই অনেকে অবাক হয়েছেন যে, অ্যাপল-এর ফ্ল্যাগশিপ ফোনকে পিছনে ফেলে এক নম্বরে চলে এসেছে একটি অ্যান্ড্রয়েড ফোন এবং সেটি স্যামসাংয়ের। প্রসঙ্গত, ওই বাজেট ক্যাটেগরিতে যদিও অ্যাপলের কোনও ফোন নেই। অর্থাৎ যে দামে সারা বিশ্বের গ্যালাক্সি এ১২ বিক্রি হয়েছে, সেই দামে তো দুরস্ত, তার কাছাকাছিও অ্যাপলের কোনও ফোন নেই মার্কেটে। স্যামসাং গ্যালাক্সি এ১২ ফোনটির দাম ১৩,৯৯৯ টাকা এবং সেই দাম এক্কেবারে বেস মডেলের।

ওমডিয়া-র রিপোর্টে ২০২১ সালের জনপ্রিয় ১০ স্মার্টফোনের তালিকায় যেগুলি রয়েছে, সেগুলি হল, গ্যালাক্সি এ১২, আইফোন ১২, আইফোন ১৩, আইফোন ১১, আইফোন ৯এ, আইফোন ১২ প্রো ম্যাক্স, আইফোন ১৩ প্রো ম্যাক্স, আইফোন ১২ প্রো, আইফোন ১৩ প্রো এবং সব শেষে আরও একটি স্যামসাং ফোন – গ্যালাক্সি এ০২। এই তালিকায় মোট তিনটি ফোনের দাম অত্যন্ত কম হওয়ায় সেগুলি মুড়িমুড়কির মতো বিক্রি হয়েছে। তার মধ্যে রয়েছে দুটি স্যামসাংয়ের এবং একটি শাওমি রেডমির। এদিকে আবার ওমডিয়ার আর একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, ফোল্ডেবল ফোনও ধীরে ধীরে বেশ জনপ্রিয় হচ্ছে। ২০২০ সালের তুলনায় ২০২১ সালে ফোল্ডেবল ফোনে বিক্রির গ্রোথ প্রায় ৩০৯ শতাংশ। এই আর্থিক বর্ষে সারা বিশ্বজুড়ে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৯ মিলিয়ন ফোল্ডেবল ফোন ইউনিট শিপিং হয়েছে।

ওমডিয়ার জনপ্রিয় স্মার্টফোনের তালিকা থেকে আরও একটি লক্ষ্যণীয় বিষয় হল, তিনটি অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, যেখানে বাকি সাতটিই আইফোন। তাদের মধ্যে প্রথম স্থানে রয়েছে, স্যামসাং গ্যালাক্সি এ১২, পঞ্চম স্থানে রেডমি ৯এ এবং দশম স্থানে রয়েছে স্যামসাং গ্যালাক্সি এ০২। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাপলের আইফোন ১২ এবং তৃতীয় স্থানে আইফোন ১৩। আইফোনের প্রো মডেলগুলিও গত বছর ব্যাপক বিক্রি হয়েছে – অষ্টম ও নবম স্থানে রয়েছে যথাক্রমে আইফোন ১২ প্রো এবং আইফোন ১৩ প্রো। পাশাপাশি জায়গা করে নিয়েছে প্রো ম্যাক্স মডেলগুলিও – ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে আইফোন ১২ প্রো ম্যাক্স এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স। আইফোন ১১ অনেকটা পুরনো হয়ে গেলেও এখনও চার নম্বর স্থানে রয়েছে বিক্রিবাট্টার নিরিখে, ওমডিয়ার রিপোর্টে উঠে এসেছে এমনই পরিসংখ্যান।

স্যামসাং গ্যালাক্সি এ১২ ফোনটি এতটা জনপ্রিয় হওয়ার কারণ কী?

একটা ফোন জনপ্রিয় হওয়ার একাধিক কারণ রয়েছে। কত দাম সেই ফোনের, আর সেই দামের মধ্যেই আকর্ষণীয় কী কী ফিচার্স রয়েছে? সেই দিক থেকে দেখতে গেলে স্যামসাং গ্যালাক্সি এ১২ ফোনটি সস্তারই, দাম মাত্র ১৩,৯৯৯ টাকা। আর সেই দামের নিরিখে ফোনটিতে রয়েছে একাধিক উল্লেখযোগ্য ফিচার্স ও স্পেসিফিকেশনস। সেগুলি হল –

১) ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে।

২) এগজ়িনোস ৮৫০ প্রসেসর।

৩) ৬জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮জিবি পর্যন্ত স্টোরেজ।

৪) অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম ও তার সঙ্গে ওয়ানইউআই কোর।

৫) কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ – ৪৮এমপি + ৫এমপি + ২এমপি + ২এমপি ।

৬) ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

৭) ৫০০০এমএএইচ ব্যাটারি।

৮) ১৫ ওয়াট ফাস্ট চার্জিং।

আরও পড়ুন: ওয়ানপ্লাস ১০ প্রো ফোন ভারতে কবে লঞ্চ হতে পারে? দেখে নিন সম্ভাব্য স্পেসিফিকেশন

আরও পড়ুন: ভারতে লঞ্চের পর অ্যামাজন থেকে কেনা যেতে পারে স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি ফোন, কী কী ফিচার থাকতে পারে দেখে নিন

আরও পড়ুন: দাম কমেছে ওপ্পো এ১৫এস ফোনের, অ্যামাজনে পাওয়া যাচ্ছে ১০ হাজার টাকারও কমে

কেন নিশানায় সুশান্ত? কসবার মাটিতেই লুকিয়ে রহস্য?
কেন নিশানায় সুশান্ত? কসবার মাটিতেই লুকিয়ে রহস্য?
কাঞ্চনের কোন সিক্রেট ফাঁস করলেন শ্রীময়ী?
কাঞ্চনের কোন সিক্রেট ফাঁস করলেন শ্রীময়ী?
দিল্লি-লাহোরের দূষণের দায় কার? ক্রিকেট মাঠের বাইরে লড়াইয়ে ভারত-পাক
দিল্লি-লাহোরের দূষণের দায় কার? ক্রিকেট মাঠের বাইরে লড়াইয়ে ভারত-পাক
ইচ্ছেমতো বাসের ভাড়াবৃদ্ধি! কী বলছেন পরিবহন মন্ত্রী?
ইচ্ছেমতো বাসের ভাড়াবৃদ্ধি! কী বলছেন পরিবহন মন্ত্রী?
Arijit Singh: "আমি খারাপ...", কেন এমন হাহাকার অরিজিতের কণ্ঠে?
Arijit Singh:
দেদার বালি পাচার দক্ষিণ দিনাজপুরে, তৎপর প্রশাসন
দেদার বালি পাচার দক্ষিণ দিনাজপুরে, তৎপর প্রশাসন
'কাছেই বাড়ি', এই অজুহাতে হেলমেট পরেন না অনেকেই...বিপদ ঘটলে সেই দায় কা
'কাছেই বাড়ি', এই অজুহাতে হেলমেট পরেন না অনেকেই...বিপদ ঘটলে সেই দায় কা
'তৃণমূলের প্রচারক, ভোটার সবই তো বাংলাদেশ থেকে আসে', বিস্ফোরক দিলীপ ঘোষ
'তৃণমূলের প্রচারক, ভোটার সবই তো বাংলাদেশ থেকে আসে', বিস্ফোরক দিলীপ ঘোষ
'রাশিয়ান বিষ' দিয়ে প্রাণহানির আশঙ্কা, সরকারের দিকে একের পর এক নিশানা অ
'রাশিয়ান বিষ' দিয়ে প্রাণহানির আশঙ্কা, সরকারের দিকে একের পর এক নিশানা অ
শিশুদিবসে কাতর আর্জি কাঞ্চনের! অভিনেতা বললেন,"আমার ছেলে-মেয়েকে..."
শিশুদিবসে কাতর আর্জি কাঞ্চনের! অভিনেতা বললেন,